অপরিচিতা গল্পের Mcq | অপরিচিতা গল্পের জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর

অপরিচিতা গল্পের Mcq- আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি অপরিচিতা গল্পের Mcq জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব অপরিচিতা গল্পের Mcq। আশা করি যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের উপকারে আসবে।

অপরিচিতা গল্পের Mcq

অপরিচিতা গল্পের Mcq বা বহুনির্বাচনি প্রশ্ন গুলো  একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি অপরিচিতা গল্পের Mcq বা জ্ঞানমূলক  প্রশ্ন গুলো সঠিক ভাবে উত্তর করতে চান তাহলে আপনাকে অপরিচিতা গল্পটি আপনার পাঠ্যবইয়ে সঠিকভাবে পড়ে ধারণা নিতে হবে। তাহলে আপনি খুব সহজেই অপরিচিতা গল্পের Mcq বা জ্ঞানমূলক  প্রশ্ন গুলো সঠিক ভাবে উত্তর করতে পারবেন। 

অপরিচিতা গল্পের Mcq | অপরিচিতা গল্পের জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর

। অনুপমের বাবার পশা কী ছিল?

উত্তর: ওকালতি


২। অপরিচিতা গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?.

উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত মাসিক “সবুজপত্র” পত্রিকায় প্রকাশিত হয়।

৩। অনুপমকে মাকাল ফল-এর সাথে তুলনা করে বিদ্রপ করেছিল কে?

উত্তর: পন্ডিতমশায়।

৪। অনুপমের আসল অভিভাবক কে?

উত্তর: অনুপমের মামা

৫। কোন কথা সরন করে অনুপমের মামা ও মা একযোেগে বিস্তর হাসিলেন?

উত্তর: গায়ে হলুদে কনের বাড়িতে বরপক্ষের অতিথিদের আপ্যায়নে কল্যাণীদের কী রকম নাকাল হতে হবে, সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা একযােগে বিস্তর হাসিলেন।

৬। অপরিচিতা গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়াে?

উত্তর: ৬ বছরের বড়াে।

৭। অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম কি?

উত্তর: অনুপমের পিসতুতাে ভাইয়ের নাম-বিনু

৮। প্রদোষ শব্দের অর্থ কী?

উত্তর: ‘প্রদোষ’ শব্দের অর্থ সন্ধ্যা।

৯। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?

উত্তর: বিবাহ ভাঙার পর কল্যাণী মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছে।

১০। অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আাশীর্বাদ করা হয়েছিল?

উত্তর: কন্যাকে এক জোড়া এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছেলি

১১। অনুপমের মা কী করে নিশ্চিত হলো এ মেয়েই সে মেয়ে?

উত্তর: মেয়টির নাম, তার বাবার নাম, তার বাবার পেশা ইত্যাদির মাধ্যমে অনুপমের মা নিশ্চিত হলেন।

১২। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?

উত্তর: ২৩ বছর।

১৩। অপরিচিতা গল্পে কাকে গজাননের ছােট ভাই কলা হয়েছে?

উত্তর: ‘অপরিচিতা গল্পে অনুপমকে গজাননের ছােট ভাই বলা হয়েছে।

১৪। কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানাে হয়েছিল?

উত্তর: কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানা হয়েছিল।

১৫। কন্সর্ট শব্দের অর্থ কী?

উত্তর: ‘কন্সর্ট শব্দের অর্থ-নানারকম বাদ্যযন্ত্রের ঐকতান।

১৬। রক্তকরবী কী ধরনের রচনা?

উত্তর: নাট্যগ্রন্থ।

১৭। ‘স্বয়ংবরা শব্দের অর্থ কী?

উত্তর: স্বযংবরা শব্দের অর্থ যে মেয়ে নিজেই নিজের স্বামী নি্বাচন করে।

১৮। বেহাই সম্প্রদায়ের কী থাকাটা দোষের?

উত্তর: বেহাই সম্প্রদায়ের তেজ থাকাটা দোষের।

১৯। অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?

উত্তর: ৬ বছরের বড়।

২০। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৮৬১ সালে

২১। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প রচয়িতা কে?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

২২। অনুপমের বন্ধুর নাম কী?

উত্তরঃ হরিশ

২৩। হরিশ কোথায় কাজ করে?

উত্তরঃ কানপুরে

২৪। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

উত্তরঃ বসন্তের

২৫। অনুপমের ‘মন উতলা’ বলতে কী বুঝানো হয়েছে?

উত্তরঃ আকুলতা

শেষ কথা 

আজকের পোস্টে অপরিচিতা গল্পের Mcq নিয়ে পোস্ট করা হয়েছে। যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের অনেক উপকারে আসবে। 

এই পোস্টটি আপনার কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও পোস্ট পেতে প্রো৯৯ট্রিক্স ডটকম এর সাথেই থাকুন।



Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous July 23, 2023 at 11:24 PM

    Onek valo

  • Anonymous
    Anonymous August 15, 2023 at 6:42 AM

    আনেক সুন্দর😇🥰

Add Comment
comment url