আবেগ

তখন হয়তো বুঝবে...
যে মানুষটা তোমার কাছে একটু সময় চায়,
তাকে কখনো ব্যস্ততা দেখিও না।
যে মানুষ টা তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছেনা....
তাকে কখনো ভুলে থেকোনা।
যে মানুষটা শুধু মাত্র তোমাকে নিয়ে ব্যস্ত থাকতে চায়....
তাকে কখনো অবহেলা করোনা।
যে মানুষ টা তোমার সাথে একটু ভাল ভাবে কথা বলতে চায়...
তার উপর কখনো বিরক্ত হইও না।
আজ হয়তো সে মানুষটা তোমার উপর নির্ভরশীল,
আজকে হয়তো সে মানুষ তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারছে না।
কিন্তু সে সবসময় এমন থাকবে? নাওতো হতে পারে।
বেইমান সময়ের স্রোতে সেও হয়তো একদিন তোমাকে ছাড়া ভালো থাকতে শিখে যাবে।
আজকে সে তোমার কাছে আছে তাই হয়তো
ওর গুরুত্ব টা বুঝতে পারছো না।
তাকে অবহেলা করছো....
হয়তো কোন একদিন সে তোমার কাছ থেকে দুরে চলে যাবে।
অনেক দুরে.....
তখন হয়তো বুঝবে।
কিন্তু সেদিন আর কোনো উপায় থাকবে না।
দেরি হয়ে যাবে.... অনেক দেরি.....
আচ্ছা দুট মানুষের মধ্যে এই ধরনের দূরত্বটা কি হঠাত করে গড়ে ওঠে...?
না..... কখনই না।
দুরতটা গড়ে ওঠে ধিরে ধিরে।
আর এই দুরতটা গড়ে ওঠার পেছনে একজনেরই ছোট ছোট অবহেলা গুলোই যথেষ্ট...!
তাই ভালবাসার সেই মানুষটিকে কখনো অবহেলা করিও না...!
সে মানুষটিকে কিখনো কষ্ট দিও না।
যে কিনা....
তোমাকে নিজের চাইতেও বেশি ভালবাসে..অনেক বেশি ভালবাসে।।💜💜

Written By Rasel Nilfacebook.com/raselnil121
Next Post
1 Comments
  • Admin
    Admin October 10, 2017 at 9:17 PM

    nice

Add Comment
comment url