আমার পথ প্রবন্ধের Mcq | আমার পথ প্রবন্ধের জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর

আমার পথ প্রবন্ধের Mcq- আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি আমার পথ প্রবন্ধের Mcq জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব আমার পথ প্রবন্ধের Mcq। আশা করি যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের উপকারে আসবে।

আমার পথ প্রবন্ধের Mcq

আমার পথ প্রবন্ধের Mcq বা জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর গুলো  একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি আমার পথ প্রবন্ধের Mcq বা জ্ঞানমূলক  প্রশ্ন গুলো সঠিক ভাবে উত্তর করতে চান তাহলে আপনাকে আমার পথ প্রবন্ধটি আপনার পাঠ্যবইয়ে সঠিকভাবে পড়ে ধারণা নিতে হবে। তাহলে আপনি খুব সহজেই আমার পথ প্রবন্ধের Mcq বা জ্ঞানমূলক  প্রশ্ন গুলো সঠিক ভাবে উত্তর করতে পারবেন। 

আমার পথ প্রবন্ধের Mcq | আমার পথ প্রবন্ধের জ্ঞান মূলক প্রশ্ন ও উত্তর 

১. আমার পথ প্রবন্ধে নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান?

উত্তর: সত্যের পথ

২. আমার পথ প্রবন্ধ অনুযায়ী স্বাধীনতার জন্য করণীয় কি?

উত্তর: আমার পথ প্রবন্ধে স্বাধীনতার জন্য করণীয় হচ্ছে আত্মনির্ভরশীল হতে হবে ।

৩. আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হল নিজের ভুলকে স্বীকার করে নেওয়া ।

৪. কাজী নজরুল ইসলামের  প্রবন্ধ গ্রন্থ কোনটি?

উত্তর: কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ হচ্ছে আপনার রুদ্র মঙ্গল

৫. ___ চিনলে আত্মনির্ভরতা আসে। বাক্যটি শূন্যস্থান কি বসবে ?

উত্তর: ‘ আত্মা কে চিনলেই কেবল আত্মনির্ভরতা আসে।

৬. আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে?

উত্তর : আমার প্রবন্ধ এর মধ্যে লেখকের কর্ণধারা হলো লেখক নিজেই। 

৭. আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে তা হল স্বাবলম্বন হীনতার । 

৮. আমার পথ প্রবন্ধে সত্যের স্বরূপ বিষয়টি খুব ভালোভাবে ফুটে উঠেছে ।

৯. গান্ধীজীর শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে আত্ম জাগরণের বিষয় । 

১০. আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকারকে ভালো বলেছেন ?

উত্তর: আমার পথ প্রবন্ধের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম মিথ্যা বিনয় এর চেয়ে অহংকারকে ভালো বলেছেন ।

১১. আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে?

উত্তর : আমার পথ প্রবন্ধে লেখক নিজের পরিচয় দিয়েছেন অভিশাপ রথের সারথি হিসেবে 

১২. আমার পথ প্রবন্ধে কাজী নজরুলের মতে পড়াঅবলম্বন আমাদেরকে কি করে তুলেছে  ?

উত্তর: আমার পথ প্রবন্ধ অনুযায়ী পড়াবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় এবং দাস করে তুলেছে ।

১৩. আর তাকে চিনলে আত্মনির্ভরতা আসে কেন?

উত্তর: কারণ আত্মা কে চিনলে মানুষের আত্মশক্তি বৃদ্ধি পায় .

১৪. হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় কোথায় ?

উত্তর: হিন্দু এবং মুসলমানদের মিলনের অন্তরায় হলো মনুষ্য ধর্মকে মূল্য না দেওয়া ।

১৫. পারাবলম্বনকে নজরুল কিসের সাথে তুলনা করেছেন ?

উত্তর : পারাবলম্বনকে কাজী নজরুল ইসলাম দাসত্বের সাথে তুলনা করেছেন ।

১৬. চন্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এখানে আমার পথ প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে ?

উত্তর : এই উক্তিতে আবার পথ প্রবন্ধের সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়টি ফুটে উঠেছে ।

১৭. আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য কোনটি ?

উত্তর : আমার পথ প্রবন্ধের মূল উপজীব্য হচ্ছে ব্যক্তি সত্তার জাগরণ।

১৮. আবার পথ দেখাবে আমার সত্য এই বাক্যে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে।

উত্তর : আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যটিতে আত্মপ্রত্যয় বিষয়টি ফুটে উঠেছে।

১৯. আবার প্রবন্ধে কোনটাকে প্রবন্ধকার দন্ড বলতে রাজি নয় ?

উত্তর : নিজেকে চেনা কে। 

২০. আমার পথ প্রবন্ধ অনুযায়ী মানুষের অমর্যাদা হয় কিসে ?

উত্তর : মানুষের ওমর্যাদা হয় মিথ্যা বিনয় ।

২১. কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেছেন ?

উত্তর : কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালে জন্মগ্রহণ করেছেন ।

২২. কাজী নজরুল ইসলাম নিজেকে নিজের ক্ষেত্রে তুলনা করেছেন যেটির সঙ্গে – কর্ণধার, পথ প্রদর্শক এবং কান্ডারী ।

২৩. আমার পথ প্রবন্ধ লেখকের অন্যতম উদ্দেশ্য হচ্ছে হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় যা ফাঁকি দেখিয়ে গলদ দূর করা ।

২৪. কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন ।

২৫. কাজী নজরুল ইসলাম ও ১৯৪৩ সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন ।

২৬. কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেছেন ।

২৭. কে মিথ্যাকে ভয় পায়?

উত্তর : যার মনে মিথ্যা আছে ।

২৮. যে নিজেকে চেনে তার আর কাউকে চিনতে বাকি থাকে না ।

২৯. যার মনে মিথ্যা আছে সেই মিথ্যে কে ভয় পায় ।

৩০. ভুলের মধ্য দিয়ে ভুল থেকে শিক্ষা নিয়েই সত্যকে পাওয়া যাবে ।

৩১. আবার পথ প্রবন্ধ অনুসারে খুব বেশি বিনয় দেখা দিয়ে গিয়ে মানুষ ধীরে ধীরে নিজেকে ছোট করে ফেলে ।

৩২. নিজের সত্যি কে কর্নধার মনে জানলে নিজের সত্যের উপর অটুট বিশ্বাস এসে যায় ।

৩৩. কে সবাইকে নিজের উপর বিশ্বাস শেখাচ্ছেন বলে আমার  পথ প্রবন্ধে লেখক উল্লেখ করেছেন ?.

উত্তর : ভারতের মহান ব্যক্তি মহাত্মা গান্ধী ।


৩৪. যাদের তথাকথিত দ্বন্দ্ব আছে তারাই কি করতে পারে?

উত্তর :  অসাধ্য সাধন করতে পারে ।

৩৫. দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে আগুনের সম্মাননা প্রয়োজন ।

৩৬. কোন ভুল করেছেন তা বুঝতে পারলেই প্রাবন্ধিক  তা স্বীকার করে নিবেন ।

৩৭. আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম না বুঝে বোঝার ভন্ডামি করতে চান না ।

৩৮. সকল অন্যায়ের সামনে কাজী নজরুল ইসলাম  অভিশাপ হিসেবে অভিভূত হয়েছেন ।

৩৯. আগুনের ঝান্ডা হচ্ছে আগুনের এক ধরনের পতাকা ।

৪০. কাজী নজরুল ইসলাম এক মানুষকে অন্য মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন ।

৪১.  আমার পথ দেখাবে আমার সত্য এই বাক্যটিতে কাজী নজরুল ইসলাম হল আত্মবিশ্বাসি এবং আপন সত্যে বিশ্বাসী ।

৪২. পরাবলমবন আমাদেরকে ধীরে ধীরে দাস, নিষ্ক্রিয় এবং গোলাম কড়ে তুলছে ।

৪৩. আমি আছি এই কথা না বলে আমরা বলতে লাগলাম গান্ধীজী আছেন”” এই বাক্যটিতে ভারতবাসীর যে প্রবণতার লক্ষণীয় তা হচ্ছে পরাবলম্বন এবং নিষ্ক্রিয়তা ।

৪৪. নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে যখন নিজের সত্যকে হৃদয় ধারণ করা যায় এবং নিজেকে নিজের কর্ণধার বলে মনে করা হয় ।

৪৫. ব্যক্তি সেদিন ঐ আত্মনির্ভর হবে যেদিন সে তার নিজের আত্মা কে চিনবে এবং নিজ সত্যকে জানবে । 

৪৬. মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে কখন?

উত্তর : সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে।

৪৭. কাজী নজরুল ইসলামের মতে কোনটি আমাদের নিষ্ক্রিয় করে দেয়?

উত্তর : কবি কাজী নজরুল ইসলামের মতে, পরাবলম্বন আমাদের নিষ্ক্রিয় করে দেয়।

৪৮. ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে কী দেখাবে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে আমার পথ আমাকে আমার সত্য দেখাবে।

৪৯. মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করতে কী প্রয়োজন?

উত্তর : মিথ্যা, ভণ্ডামি, মেকি দূর করতে আগুনের ঝান্ডা প্রয়োজন।

৫০. ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, আত্মাকে চিনলে কী আসে?

উত্তর : ‘আমার পথ’ প্রবন্ধে প্রাবন্ধিকের মতে, আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে।

শেষ কথা 

আজকের পোস্টে আমার পথ প্রবন্ধের Mcq নিয়ে পোস্ট করা হয়েছে। যারা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের অনেক উপকারে আসবে। 

এই পোস্টটি আপনার কেমন লেগেছে তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের আরও পোস্ট পেতে প্রো৯৯ট্রিক্স ডটকম এর সাথেই থাকুন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url