এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩ | Ssc Bangla 2nd Paper Suggestion

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন খুঁজছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন। আশা করি পরীক্ষায় সবার উপকারে আসবে।
এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন

করোনা মহামারীর কারণে এসএসসি পরিক্ষার সময় একটু পিছিয়ে গেছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি ২০২৩ এর তারিখ ঘোষণা করেছে। এসএসসি ২০২৩ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল এবং শেষ হবে ৩০ মে।

আরও পড়ুনঃ 

এ বছরের পরিক্ষাও শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে। তাই আমরা আমাদের সাজেশনটি ও শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে তৈরি করেছি। তো চলুন শুরু করা যাক। 

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন ২০২৩

মানবন্টনঃ

বহুনির্বাচনি অভীক্ষা- ১৫

ব্যাকরণ ও নির্মিতি অংশে- মোট ৩০টি প্রশ্ন থাকবে, ১৫ টির উত্তর দিতে দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান-১

রচনামূলক প্রশ্ন- ৪০

১। অনুচ্ছেদ রচনা।

২। পত্র/দরখাস্ত/পত্রিকায় প্রকাশের জন্য চিঠি। 

৩। প্রতিবেদন প্রণয়ন। 

৪। ভাবসম্প্রসারন।

অনুচ্ছেদ রচনা

  1. করোনা ভাইরাস
  2. বইমেলা
  3. নারী শিক্ষা
  4. বাংলা নববর্ষ
  5. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  6. আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসস্বা
  7. স্বাধীনতা দিবস
  8. পদ্মাসেতু
  9. যানজট
  10. শিশু শ্রম

ভাব-সম্প্রসারন

  1. অন্যায় যে করে অরি অন্যায় যে সহে
  2. দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য
  3. দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নতির অন্তরায়
  4. পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি
  5. পরের অনিষ্ট চিন্তা করে যেই জন
  6. স্বদেশের উপকারে নেই যার মন
  7. দুঃখের মতো এত বড় পরশপাথরঅার নেই
  8. আলো বলে অন্ধকার তুই বড় কালো
  9. গ্রন্থগত বিদ্যা অরি পরহস্তেধন
  10. চরিত্র মানুষের অমূল্য সম্পদ
  11. কীর্তিমানের মৃত্যু নেই

পত্র

  1. এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে পত্র
  2. ঐতিহাসিক স্থানের বর্ণনা নিয়ে পত্র
  3. ছাত্রজীবনে শিহসিফরের গুরুত্ব উল্লেখ করে পত্র
  4. সড়ক দূর্ঘটনায় আহত বন্ধুকে সমবেদনা জানিয়ে পত্র
  5. গ্রামকে নিরদ্ধরতার অভিশাপ থেকে মুক্ত করার নিজের ভূমিকা জানিয়ে পত্র
  6. বিদ্যালয়ের শেষ দিনে মনের অবস্থা জানিয়ে পত্র।
  7. সদ্য পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে পত্র

আবেদনপত্র

  1. প্রশংসা পত্রের জন্য আবেদন।
  2. ছাত্র কল্যাণ  তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন।
  3. শিক্ষা সফরের অনুমতি চেয়ে অবেদন।
  4. ক্যান্টিন স্থাপনের জন্য অাবেদন।
  5. আর্সেনিকমুক্ত পানি সরবারহের জন্য আবেদন।

সংবাদ পত্র

  1. বিদ্যুৎ বিভ্রাট অশুি প্রতিকার চেয়ে
  2. বৃক্ষরোপন সপ্তাহ
  3. দাতব্য চিকিৎসালয়
  4. বন্যার্তদের সাহায্য চেয়ে
  5. সড়ক দূর্ঘটনা

প্রতিবেদন রচনা 

  1. সড়ক দূর্ঘটনা।
  2. মহান বিজয় দিবস/স্বাধীনতা দিবস উদযাপন।
  3. দ্রব্যমূল্য বৃদ্ধি
  4. বিজ্ঞান মেলা।
  5. যানজট সমস্যা।
  6. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শেষ কথা 

উপরে এসএসসি বাংলা ২য় পত্রের সাজেশন শেয়ার করা হয়েছে। শর্ট সিলেবাসের উপর ভিত্তি করেই আমাদের সাজেশন টি সাজানো। আশা করি এইগুলো মনোযোগ দিয়ে পড়লে সর্বোচ্চ কমন আসবে। ধন্যবাদ সবাইকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url