বিলাসী গল্পের mcq | বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উওর
বিলাসী গল্পের mcq:- আজকের আর্টিকেল টিতে আমরা আলোচনা করবো বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। যে সকল শিক্ষার্থী বন্ধুরা গুগলে বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর খোঁজাখুঁজি করছেন। সে সকল শিক্ষার্থী বন্ধুদের সাহায্য করার লক্ষ্য আজকে আমরা নিয়ে এসেছি বিলাসী গল্পের mcq এর এই পোস্টটি।
"বিলাসী" এই গল্পটি শরৎচন্দ্রের লেখা একটি গল্প।শরৎচন্দ্রের “বিলাসী" গল্পটি প্রথমে প্রকাশিত হয় 'ভারতী' পত্রিকায় ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ খ্রিষ্টাব্দ) বৈশাখ সংখ্যায়। ‘ন্যাড়া' নামের এক যুবকের নিজের জবানিতে বিবৃত হয়েছে এ গল্প। এই গল্পের কাহিনিতে শরৎচন্দ্রের প্রথম জীবনের ছায়াপাত ঘটেছে।
"বিলাসী" গল্পে বর্ণিত হয়েছে ব্যতিক্রমধর্মী দুই মানব-মানবীর চরিত্রের অসাধারণ প্রেমের মহিমা, যা ছাপিয়ে জাতিগত বিভেদের সংকীর্ণ সীমা। গল্পে সংঘটিত একের পর এক ঘটনা এবং বিভিন্ন চরিত্রের মধ্যে সংঘাতের মাধ্যমেই কাহিনি অগ্রসর হয়। ঘটনার দ্বন্দ্ব-সংঘাতের মধ্য দিয়ে কাহিনিতে গতি সঞ্চারিত হয়েছে। লেখক কোন অবস্থান থেকে কাহিনি বলছেন, সেটা অনেক সময় কাহিনি বর্ণনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুনঃ উদ্ভাস এইচএসসি বোর্ড সল্যুশনস
বিলাসী গল্পের mcq বা বহুনির্বাচনি প্রশ্নগুলো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন পরীক্ষায় চলে আসে। তো প্রিয় শিক্ষার্থীর বন্ধুরা আপনারা যদি বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিলাসী গল্পটি আপনার পাঠ্য বইয়ে সঠিকভাবে পড়ে ধারণা নিতে হবে। তাহলে আপনি খুব সহজেই বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দিতে পারবেন।
বিলাসী গল্পের mcq | বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ‘ঘন জঙ্গলের পথ। একটু দেখে পা ফেলে যেয়ো।’ -উক্তিটি কার?
ক. ন্যাড়ার
খ. বিলাসীর
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. খুড়ার
উত্তরঃ খ. বিলাসীর।
২. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. ব্যঙ্গার্থে
খ. প্রশংসাৰ্থে
গ. ক্ষোভার্থে
ঘ. নিন্দার্থে
উওরঃ ক. ব্যঙ্গার্থে।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
নিলুফা শহরে একটি পোশাক কারখানায় কাজ করেন। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করেন না। ছুটিতে বাড়ি গেলে গ্রামের ওই মানুষগুলো নিলুফার নামে বিচার বসান। তারা নিলুফাকে জোর করে গ্রাম থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু নিলুফা তাতে প্রতিবাদ করেন। অসুস্থ মাকে রেখে তিনি এসময় কিছুতেই যাবেন না।
৩. অনুচ্ছেদের সঙ্গে 'বিলাসী' গল্পের যে দিকের সাদৃশ্য রয়েছে তা হলো?
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচার ব্যবস্থা
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
গ. ii ও iii
খ. i ও iii
ঘ. i, ii ও iii
উওরঃ ঘ. i, ii,ও iii
৪. এই অবস্থা বিবেচনায় নিয়ে বলা যায়, নিলুফা ও বিলাসী উভয়েই—?
আরও পড়ুনঃ এইচএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৩
i. প্রতিবাদী নারীসত্তা
ii. নারী
iii. কুসংস্কারের শিকার
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ.i, ii ও iii
উওরঃ ঘ. i,ii,ও,iii
৫.কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস?
ক. ঘরের বাইরে
খ. চোখের বালি
গ. রাজসিংহ
ঘ.শ্রীকান্ত
উওরঃ ঘ. শ্রীকান্ত
৬.'চরিত্রহীন' কে রচনা করেন?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ.হুমায়ুন আহমেদ
গ.সুকান্ত ভট্টাচার্য
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
৭.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৮ খ্রিস্টাব্দে
খ. ১৯৩৯ খ্রিস্টাব্দে
গ. ১৯৪০ খ্রিস্টাব্দে
ঘ.১৯৪৮ খ্রিস্টাব্দে
উওরঃ ক. ১৯৩৮ খ্রিস্টাব্দে
৮.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কলকাতায়
খ. হুগলীতে
গ.আসামে
ঘ. রেঙ্গুনে
উওরঃ ক. কলকাতায়
৯. শরৎচন্দ্র কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিল?
ক. ১৮ বছর
খ.২১ বছর
গ. ২৩ বছর
ঘ. ২৪ বছর
উওরঃ ঘ. ২৪ বছর
১০.শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখায় সবচেয়ে জনপ্রিয়?
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোট গল্প
উওরঃ খ. উপন্যাস
১১.শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ক. মহেশ
খ. মন্দির
গ. বিলাসী
ঘ. হরিলক্ষী
উওরঃ খ. মন্দির
১২.শরৎচন্দ্র কোন গল্পের জন্য 'কুন্তলীন'পুরস্কার পেয়েছিলেন?
ক. মহেশ
খ. ছবি
গ.মন্দির
ঘ.বিলাসী
উওরঃ গ. মন্দির
১৩. 'ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পড়িলা' ___উক্তিটি কোন রচনার অন্তর্গত?
ক. অপরিচিতা
খ. মাসি-পিসি
গ. বিলাসী
ঘ. আমার পথ
উওরঃ গ. বিলাসী
১৪. বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো?
ক. ফাস্ট ক্লাস
খ. সেকেন্ড ক্লাস
গ. থার্ড ক্লাস
ঘ. ফোর্থ ক্লাস
উওরঃ গ. থার্ড ক্লাস
১৫. গ্রামের একপ্রান্তে কার গ্রাম ছিল?
ক. মৃত্যুঞ্জয়ের
খ. বিলাসী
গ.ন্যাড়ার
ঘ. খুড়ার
উওরঃ ক. মৃত্যুঞ্জয়ের
১৬. 'কাগজ তো ইঁদুরেও আনতে পারে' উক্তিরি কার?
ক. বিলাসী
খ. ন্যাড়ার
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. খুড়ার
উওরঃ গ. মৃত্যুঞ্জয়ের
১৭.গোখরো সাপ ধরে পোষার শখ ছিল কার?
ক. মৃত্যুঞ্জয়ের
খ. ন্যাড়ার
গ. বিলাসীর
ঘ. খুড়ার
উওরঃ খ. ন্যাড়ার
১৮.মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পরে বিলাসী কতদিন বেঁচে ছিল?
ক. দশ দিন
খ. নয় দিন
গ. আট দিন
ঘ. সাত দিন
উওরঃ ঘ. সাত দিন
১৯. 'বিলাসী' গল্পে বিলাসী মৃত্যু হয় কিভাবে?
ক. অসুখে
খ. বিষপানে
গ. সর্পদংশনে
ঘ. অনাহারে
উওরঃ খ. বিষপানে
২০.বিলাসী গল্পের ছোট বাবু তার স্বাভাবিক ঔদার্যে গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেন?
ক. চার শ টাকা
খ. তিন শ টাকা
গ. দুই শ টাকা
ঘ. এক শ টাকা
উওরঃ গ. দুই শ টাকা
২১.বিলাসের আত্মহত্যাটা পরিহাসের বিষয় হল কেন?
ক. বিলাসী মৃত্যুঞ্জয়ের জন্য আত্মহত্যা করেছে বলে
খ. বিলাসী সাপুড়ের মেয়ে ছিল বলে
গ. মৃত্যুঞ্জয় অন্য পাপ করে ছিল বলে
ঘ. সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে
উওরঃ ঘ. সমাজ ভালোবাসার মূল্য দিতে জানে না বলে
২২.ওরে বাপরে।আমি একলা থাকতে পারবো না' __ এ উক্তির প্রেক্ষাপট কি প্রমাণ দেয়?
ক. মানব প্রেমের
খ. সংস্কারের
গ. জাত ও গৌরবের
ঘ. মেকি পতিভক্তির
উওরঃ ঘ. মেকি পতিভক্তির
২৩.ছেলেবেলায় ন্যাড়ার কয়টি বিষয়ের প্রতি প্রবল শখ ছিল?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উওরঃ ক. দুইটি
২৪.মৃত্যুঞ্জয়ের বাগান কত বিঘা ছিল?
ক. দশ-পনেরো
খ. পনেরো-কুঁড়ি
গ. কুঁড়ি-পঁচিশ
ঘ. পঁশিশ-এিশ
উওরঃ গ. কুঁড়ি-পঁচিশ
২৫.বিলাসীর আত্মহত্যার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে?
ক. ভালোবাসার জয়
খ. ভালোবাসার পরাজয়
গ. সমাজের জয়
ঘ. সমাজের পরাজয়
উওরঃ ক. ভালোবাসার জয়
২৬.বিলাসী গল্পের লেখক কেন্দ্রীয় চরিত্রের কোন দিনটিতে প্রধান রূপে ফুটিয়ে তুলেছে?
ক. মানবতাবোধ
খ. প্রেমের মহিমা
গ. চারিত্রিক দৃঢ়তা
ঘ. সেবাপরায়ণতা
উওরঃ খ. প্রেমের মহিমা
২৭. 'নিকা' শব্দটি বিলাসী গল্পে কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাগান অর্থে
খ. বিয়ে অর্থে
গ. হিল্লা অর্থ
ঘ. সম্বন্ধ অর্থ
উওরঃ খ. বিয়ে অর্থ
২৮.কামচাটকা কী?
ক. দ্বীপ
খ. উপদ্বীপ
গ. সাগর
ঘ. মহাসাগর
উওরঃ খ. উপদ্বীপ
২৯. ভূদেব বাবু কে?
ক. সমাজ পতি
খ. শিক্ষক
গ. লেখক
ঘ. পুরোহিত
উওরঃ গ. লেখক
৩০. 'কামাখ্যা' কী?
ক. পর্বত
খ. তীর্থস্থান
গ. স্নানাগর
ঘ. সমুদ্র
উওরঃ খ. তীর্থস্থান
৩১.মহুয়ার সঙ্গে তুলনা চলে?
ক. মৃত্যুঞ্জয়ের
খ.হৈমন্তীর
গ.বিলাসী
ঘ.ন্যাড়ার
উওরঃ গ. বিলাসীর
৩২.এডেন কি?
ক. গ্রাম
খ. শহর
গ. নগর
ঘ. বন্দর
উওরঃ ঘ. বন্দর
৩৩.গিয়াস উদ্দিন তোগলক কে ছিলেন?
ক.বাদশাহ
খ. সম্রাট
গ. পর্যটক
ঘ. সুলতান
উওরঃ খ. সম্রাট
৩৪.বিলাসী গল্পেটি কোন সময় এর সামাজিক অসঙ্গতি কে ইঙ্গিত করে?
ক. আঠারো শতকের
খ. উনিশ শতকের
গ. বিশ শতকের
ঘ. একবিংশ শতকের
উওরঃ গ. বিশ শতকের
৩৫.বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছ?
ক. ন্যাড়ার
খ. মৃত্যুঞ্জয়ের
গ.বিলাসীর
ঘ. খুড়ার
উওরঃ ক. ন্যাড়ার
৩৬.বিলাসী গল্পের নামকরণ করা হয় কিসের আলোকে?
ক. বিষয়বস্তুর আলোকে
খ. অন্তর্নিহিত তাৎপর্য এর ভিত্তিতে
গ.পটভূমির আলোকে
ঘ. নায়িকা চরিত্রের আলোকে
উওরঃ ঘ. নায়িকা চরিত্রের আলোকে
৩৭. বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি?
ক. মৃত্যুঞ্জয়
খ. বিলাসী
গ. ন্যাড়া
ঘ. খুড়া
উওরঃ খ. বিলাসী
৩৮.আগেকার দিনের থার্ড ক্লাস, বর্তমান কোন শ্রেণীর সমান?
ক. অষ্টম
খ. নবম
গ. দশম
ঘ. একাদশ
উওরঃ ক. অষ্টম
৩৯. বিলাসী গল্পে 'বাঙালির বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. বাঙালির আনন্দ
খ. বাঙালির ক্রোধ
গ. বাঙালির দুঃখ
ঘ. বাঙালির কষ্ট
উওরঃ খ. বাঙালির কষ্ট
৪০.বিলাসী গল্পে ব্যবহৃত ধুচুনি শব্দের অর্থ কি?
ক. বাঁশের ঝুড়ি
খ. বেতের ঝুড়ি
গ. বাঁশের লাঠি
ঘ. বেতের লাঠি
উওরঃ ক. বাঁশের ঝুড়ি
৪১.গুলি বলতে বিলাসী গল্পে কী বুঝানো হয়েছে?
ক. ওষুধ
খ. মাদক
গ. গোলাবারুদ
ঘ. মারবেল
উওরঃ খ. মাদক
৪২.মনসা কীসের দেবী?
ক. জ্ঞানের দেবী
খ. সর্বমঙ্গলা দেবী
গ. সিদ্ধি দাত্রী দেবী
ঘ. সাপের দেবী
উওরঃ ঘ. সাপের দেবী
৪৩.বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি?
ক. ব্যতিক্রমধর্মী মানব-মানবীর প্রেম
খ. সমাজের বিধিবিধানের মাহাত্ম্য
গ.পল্লীজীবনের সুখ-দুঃখ
ঘ. সাপুড়ের বর্ণিল জীবন কাহিনী
উওরঃ ক.ব্যতিক্রম ধর্মী মানব-মানবীর প্রেম
৪৪.বিলাসী গল্প প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
ক. বঙ্গদর্শন পত্রিকায়
খ. ভারতী পত্রিকায়
গ. সারদা পত্রিকায়
ঘ. সবুজপএ পত্রিকায়
উওরঃ খ. ভারতীয় পত্রিকা
৪৫. বিলাসী গল্পের লেখক কে?
ক. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উওরঃ ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৪৬.বিলাসী গল্পটি কত সালে প্রকাশিত হয়?
ক.১৯২০ খ্রিস্টাব্দে
খ. ১৯১৭ খ্রিস্টাব্দে
গ. ১৯১৯ খ্রিস্টাব্দে
ঘ. ১৯১৮ খ্রিস্টাব্দে
উওরঃ ঘ. ১৯১৮ খ্রিস্টাব্দে
৪৭.দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন জাতীয় গ্রন্থ?
ক. ভ্রমণ কাহিনী
খ. ছোটো গল্প
গ. উপন্যাস
ঘ. আত্ন জীবনী
উওরঃ গ. উপন্যাস
৪৮.সরস্বতী খুশি হইয়া বর দেবেন কি--- এই কথার কারন কী?
ক. ছাত্রদের কষ্ট
খ. ছাত্রদের আগ্রহ
গ. ছাত্রদের খুশি
ঘ. ছাত্রদের শহরমুখীতা
উওরঃ ক.ছাত্রদের কষ্ট
৪৯.বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছ?
ক. অত্যাধুনিক সমাজের কথা
খ. রক্ষণশীল সমাজের কথা
গ. প্রগতিশীল সমাজের কথা
ঘ. আধুনিক সমাজের কথা
উওরঃ খ. রক্ষণশীল সমাজের কথা
৫০.কৃতবিদ্যা শব্দটির অর্থ কি?
ক. বাণী
খ. বিদ্বান
গ. ছাত্র
ঘ. বিদ্যাশিক্ষা
উওরঃ খ. বিদ্বান
সর্বশেষ কথা
আশা করি আজকের আর্টিকেল পড়ে বিলাসী গল্পের mcq বা বিলাসী গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আজকের আর্টিকেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ...!
এরকম সকল নিত্যনতুন শিক্ষার সকল আপডেট সবার আগে পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইটটিতে www.Pro99Tricks.com
অসাধারণ ছিল🥰
হুম অনেক
ধন্যবাদ 🥰
Jazakallah
খুব ভালো লাগছে
ধন্যবাদ 🥰
অনেক ভাল লাগছে..
যাজাকাল্লাহ❤️
আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে ❤️
অনেক
💖💖Tanks you💖💖
Thanks you 💖
😍😍😍
😍😍😍🥰🥰🥰❤️❤️❤️
আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে
আলহামদুলিল্লাহ কিছু শিখতে পারলাম
awesome
ভালো লিখছেন। মনে হয় কোনো প্রশ্ন বাদ পড়ে নাই ভালো করলে মনে রাখতে পারলে পরিক্ষা কাজে দিবে। আমার মনে হয়
হ্যাঁ।
আলহামদুলিল্লাহ্ শিখতে পারলাম 🖤
আলহামদুলিল্লাহ🥰
এভাবে প্রশ্ন সহ উত্তর গুলো সাথে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যিই ভালো লাগলো পড়ে
ধন্যবাদ
Thanks 👍
আলহামদুলিল্লাহ ভালো লাগলো
Thanks
মাশাআল্লাহ
মাস আল্লাহ
Very helpful
Jajakaahukhairan
Thanks nijeke jachai korar ek osadharon poddhoti
ধন্যবাদ
ধন্যবাদ
onak sundor 🥰 toba aro o mcq thakla aro o valo lagto 👌
Thanks
Thank you ❤️
Allahamdhulliha onk kicu sikte parlam
Vlo laglo
খুভ ভালো লাগলো
👍
Sukriya priyo.. eirokom sob koyta cheptar er chai
Aro chai
খুব ভালো লাগলো পড়াগুলো
ধন্যবাদ।
ধন্যবাদ
Alhamdulillah
ধন্যবাদ
Onek sundor
ধন্যবাদ
ধন্যবাদ অনেক উপকার হলো।
Thank s
পড়ে অনেক উপকার হলো🥹