নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম। Nagad To Mobile Recharge

 নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম:- আজকের আর্টিকেল টিতে আমরা আলোচনা করবো নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে বিস্তারিত। 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নগদ মোবাইল ব্যাংকিং সেবা উপভোগ করে থাকেন। এখন তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে মোবাইল রিচার্জ করার প্রয়োজন হয়ে থাকে। তো এখন আপনি হয়তো জানেন না কিভাবে নগদ মোবাইল ব্যাংকিং থেকে মোবাইল রিচার্জ করতে হয়।

আপনি যদি না জেনে থাকেন কিভাবে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয় তাহলে কোন সমস্যা নেই কারণ আজকের এই পোস্টটিতে আমরা কিভাবে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম। Nagad To Mobile Recharge



নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম

নগদ বাংলাদেশের ডাক বিভাগের একটি মোবাইল ব্যাংকিং সেবা। নগদ একাউন্ট ব্যবহার করে গ্রাহক ঘরে বসেই ব্যাংকিং সেবা উপভোগ করতে পারে।

 তাই প্রতিনিয়ত বেড়েই চলেছে নগদ গ্রাহকদের সংখ্যা। গ্রাহকদের সুবিধার্থে নগদ ব্যাংকিং সেবার পাশাপাশি মোবাইল রিচার্জ সহ আরো অন্যান্য সেবা চালু রেখেছে।

নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম। Nagad To Mobile Recharge

আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারেন। নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার দুইটি মাধ্যম বা পদ্ধতি রয়েছে। আমরা আজকে সেই দুইটি পদ্ধতি বা মাধ্যম সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো, 1. USSD কোড ডায়াল করে এবং 2. নগদ মোবাইল অ্যাপ ব্যবহার করে।

আরো পড়ুনঃ নগদ একাউন্ট ব্যাবহারে সুবিধা। Convenience of using Nagad account

*167# কোড ডায়াল করে রিচার্জ করার নিয়ম

USSD কোড ডায়াল করে আপনি খুব সহজেই নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।

  • প্রথমে *167# এই কোডটি ডায়াল করুন।
  • Mobile recharge করার জন্য 3 লিখে send করুন‌।
  • তারপর আপনি যেই অপারেটরে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই অপারেটর সিলেক্ট করুন।
  • আপনার সিম এর ধরন নির্বাচন করুন যেমন prepaid & postpaid। আপনার সিমটি যদি prepaid হয়ে থাকে তাহলে 1 লিখে send করুন।
  • Skitto , Grameenphone স্কিটো সিমে মোবাইল রিচার্জ করার জন্য প্রথমে Grameenphone সিলেক্ট করে prepaid সিলেক্ট করার পর স্কিটো অপশন আসবে সেখান থেকে Skitto অপশন সিলেক্ট করে send করে দিবেন।
  • তারপর আপনি যেই নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান সেই নাম্বারটি লিখে send করুন।
  • টাকার পরিমান লিখে send করুন।
  • সর্বশেষ আপনার নগদ একাউন্টের pin number type করে মোবাইল রিচার্জ সম্পূর্ণ করুন।
উপরের দেওয়া এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি খুব সহজে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন কোন প্রকার চার্জ অথবা ইন্টারনেট ব্যবহার না করেই।

নগদ অ্যাপ এর মাধ্যমে মোবাইল রিচার্জ করার নিয়ম

বর্তমান সময়ে আমরা কমবেশি সবাই স্মার্ট ফোন ও ইন্টারনেট ব্যবহার করে থাকি। তো এখন আপনি চাইলে খুব সহজেই (ইন্টারনেট এবং নগদ অ্যাপ) এর মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়াই মোবাইল রিচার্জ করতে পারেন। নগদ অ্যাপ এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে নিচের স্টেপগুলো ফলো করুন,
  • প্রথমেই আপনাকে নগদ অ্যাপ টি ইনস্টল করে আপনার Mobile number & pin number দিয়ে লগ ইন করুন।
  • এরপর নগদ অ্যাপ এ থাকা মোবাইল রিচার্জ (mobile recharge)অপশন এ ক্লিক করুন।
  • তারপর আপনার মোবাইলে থাকা সকল কন্টাক্ট নাম্বার দেখতে পারবেন। সেখান থেকে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বার সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
  • এরপর আপনি কত টাকা রিচার্জ করতে চান টাকার পরিমাণ লিখে Next বা (পরবর্তী) বাটনে ক্লিক করুন।
  • আপনার সিম এর ধরন নির্বাচন করুন যেমন, prepaid & postpaid. এরপর আপনার Pin number দিয়ে Next বা (পরবর্তী) বাটনে ক্লিক করুন।
  • পরবর্তী অপশনে রিচার্জ এর বিস্তারিত তথ্য দেখে নিন। তারপর নিচে থাকা (Tap) বাটনটি কিছুক্ষণ ধরে রাখুন।
  • তাহলে আপনার মোবাইল রিচার্জ করা সম্পূর্ণ হয়ে যাবে।
তো এভাবেই উপরে স্টেপ গুলো অনুসরণ করে আপনি খুব সহজেই নগদ অ্যাপ এর মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারবেন।


উপসংহার,

আশাকরি আজকের আর্টিকেল পড়ে নগদ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। 

ধন্যবাদ...! 

FAQ,

আমি কিভাবে Nagad অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারি? 

Nagad অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে আপনাকে একটি USSD কোড বা Nagad মোবাইল অ্যাপ ডায়াল করতে হবে। আপনি যদি Nagad মোবাইল অ্যাপ ব্যবহার করেন, তাহলে আপনি সহজেই আপনার Nagad অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারেন। 


আমি কিভাবে বাংলালিংক ব্যালেন্স চেক করতে পারি? 


বাংলালিংক ব্যালেন্স চেক করতে এই কোড ডায়াল করুন *124#। বাংলালিংক ব্যালেন্স জানতে। 


আমি কিভাবে জিপি ব্যালেন্স চেক করতে পারি?


Gp ব্যালেন্স চেক করতে এই কোড ডায়াল করুন *566#. Gp ব্যালেন্স জানতে। 


আমি কিভাবে রবি ব্যালেন্স চেক করতে পারি?

রবি ব্যালেন্স চেক করতে এই কোড ডায়াল করুন *222#. রবি ব্যালেন্স জানতে। 

ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url