ব্লগারে কিভাবে গুগুল ডিসকাভার পাবেন।How To Get Google Discover In Your Blog
ব্লগারে কিভাবে গুগুল ডিসকাভার পাবেন:-How To Get Google Discover In Your Blog. আজকের আর্টিকেলটিতে আলোচনা করবো ব্লগারে কিভাবে গুগুল ডিসকাভার পাবেন। এবং গুগল ডিসকাভার কি? কেন গুগল ডিসকাভার পাওয়া প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
Goggle Discover in blog |
তাই সম্পূর্ণ আর্টিকেল টি ধৈর্য সহকারে পড়তে থাকুন।এবং জেনে নিন আপনার নতুন ব্লগার ওয়েবসাইটটিতে কিভাবে গুগুল ডিসকাভার অপশনটি পাবেন।
গুগুল ডিসকাভার কি? What is Google Discover?
ডিসকাভার অপশন পাওয়ার আগে আমারদের জানতে হবে গুগুল ডিসকাভার আসলে কি? গুগুল ডিসকাভার হচ্ছে মোবাইল ডিভাইসে বিভিন্ন কন্টেন্ট এবং ভিডিও, ওয়েব স্টোরি সরবরাহ করার জন্য গুগুল দ্বারা পরিচালিত একটি ফিড।
এটি মূলত কাজ করে ব্যবহারকারীর বিভিন্ন সার্চ ইন্টেন্টের মাধ্যমে অর্থাৎ ব্যবহারকারী যে সকল বিষয়ে বেশি আগ্রহী সেই সব বিষয়ের ওপর ভিত্তি করে গুগুল ডিসকাভার কাজ করে।
এটি নিয়মিত নিত্য নতুন কন্টেন্ট এবং ভিডিও, ওয়েব স্টোরি দিয়ে আপডেট হয়ে থাকে।কিছু কিছু আর্টিকেল লেখকের বা ওয়েবসাইটের বেশি ভিজিটর পাওয়ার একমাত্র মাধ্যম এই গুগুল ডিসকাভার।
গুগুল ডিসকাভার কিভাবে কাজ করে?
গুগুল ডিসকাভার মূলত ব্যবহারকারীর ওয়েব এক্টিভেটি এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের তথ্য উওপাও দেখে কাজ করে।এতে করে একজন ব্যবহারকারী খুব সহজেই তার পছন্দনীয় আর্টিকেল গুলো পড়তে পারে।
এটি শুধু মোবাইল ডিভাইসেই নয় বরং সকল ক্রোম ব্রাউজার ব্যবহাকারীর হোম পেইজে ডিসকাভার কন্টেন্ট এবং ভিডিও, ওয়েব স্টোরি দেখায়।
গুগুল ডিসকাভার এর সাথে একজন ব্যবহারকারী যত বেশি ইন্টারেক্টিভ হবে তত বেশি তার প্রাসঙ্গিক আর্টিকেল গুলো সে দেখতে পারবে।
বর্তমানে অনেক এসইও এক্সপার্টরা খুজে পেয়েছেন যে গুগুল ডিসকাভার তাদের এসইও অপটিমাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গুগুল ডিসকাভারে আপনার কন্টেন্ট দেখানোর জন্য অবশ্যই কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কন্টেন্ট পাবলিশ করতে হবে।
গুগুল ডিসকাভার এসইও এর জন্য গুরুত্বপূর্ণ কেন?
বর্তমানে একটি নতুন ব্লগে বেশি ভিজিটর পাওয়ার জন্য গুগুল ডিসকাভার একমাত্র মাধ্যম।তাই বর্তমানে নতুন ব্লগাররা গুগুল ডিসকাভারের প্রতি যতটা নজর দেওয়া দরকার ততটা নজর দেয় না।
গুগুল ডিসকাভার এসইও- এর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কারণ এটি গুগুল অনুসন্ধানের একটি গুরুত্বপূর্ণ দিক।যার ফলে একজন ব্যবহারকারী তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আপডেট জানতে সক্ষম হয়।
তো এখন অবশ্যই বুঝতেই পারছেন গুগুল ডিসকাভার একটি ওয়েব সাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়।আপনার ওয়েবসাইটে গুগুল ডিসকাভার অপশন পেতে নিচের স্টেপ গুলো ফলো করুন।
1.ওয়েবসাইটের স্পিড ভালো রাখা।
ব্লগার ওয়েবসাইটে গুগুল ডিসকাভার পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়েবসাইটের স্পিড।আর ব্লগার স্পিড ভালো রাখার জন্য ব্যবহার কারতে হবে সুন্দর রেসপন্সিপ ব্লগার থিম। বর্তমানে হাজারো ব্লগার থিম মার্কেটপ্লেসে রয়েছে সেখান থেকে আপনার পছন্দ মতো একটি ভালো উচ্চ গতি সম্পূর্ণ ব্লগার থিম ব্যবহার করবেন।
2.কোয়ালিটি সম্পন্ন এসইও- অপটিমাইজ কন্টেন্ট পাবলিশ করা।
গুগুল ডিসকাভার পাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখতে সেটি হলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন এসইও- অপটিমাইজ কন্টেন্ট পাবলিশ করতে হবে।এটি শুধু গুগুল ডিসকাভার অপশন পাওয়ার জন্যই নয় বরং গুগুল সার্চ থেকে ভিজিটর পাওয়ার বড় একটি মাধ্যম।
আর্টিকেল লেখার সময় অবশ্যই রিডার ফোকাস করে লিখতে হবে এতে করে একজন ভিজিটর আপনার সাইটে অধিক সময় ব্যয় করবে যার ফলে বাউন্স রেট কমবে এবং গুগুল এনালেটিকস থেকে একটি ভালো সিগনাল গুগুল বটের (Google Bot) এর কাছে যাবে ফলে আপনার সাইট আরো রেংক বৃদ্ধি পাবে।
আর্টিকেল পাবলিশ করার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত আর্টিকেল পাবলিশ করা।এটি একটি ওয়েবসাইটের র্যাঙ্কিং ফেক্টর হিসাবে কাজ করে। গুগুল যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাই আমাদের ওয়েবসাইট এবং আর্টিকেল গুলো গুগুলের সাথে তাল মিলেয়ে আপডেট করতে হবে।
3. ট্রেন্ডিং টপিকে আর্টিকেল পাবলিশ করা
গুগুল ডিসকাভার পাওয়ার জন্য এসইও- অপটিমাইজ কন্টেন্ট লেখার পাশাপাশি ট্রেন্ডিং টপিকে আর্টিকেল পাবলিশ করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যখন কোনো ট্রন্ডিং টপিকে আর্টিকেল পাবলিশ করবেন তখন গুগুল সেই আর্টিকেলটি বুস্ট করবে এর ফলে খুব তাড়াতাড়ি আপনার ওয়েবসাইটের আর্টিকেলটি গুগুল ডিসকাভার ফিডে চলে যাবে।
এতে গুগুল ডিসকাভার ফিড থেকে লক্ষ লক্ষ ভিজিটর পাওয়ার সম্ভবনা তৈরি হবে।এখন আপনার মনে প্রশ্ন আসতে ট্রন্ডিং টপিকে কিভাবে খুজে পাবেন?
Google trending |
প্রতিদিনের ট্রেন্ডিং টপিক গুলো খুজে পাওয়ার জন্য গুগুল আমাদের জন্য তৈরি করে রেখেছে গুগল ট্রেন্ড(Google Trend)। গুগুল ট্রেন্ড ব্যবহার করে খুব সহজেই প্রতিদিনের নির্দিষ্ট জায়গার ট্রেন্ডিং সার্চ কিওয়ার্ড দেখতে পারবেন।
এতে করে আপনি খুব সহজেই প্রতিদিনের টেন্ডিং টপিকে খুজে পাবেন।এবং সেই ট্রেন্ডিং টপিক গুলোতে পোস্ট করতে থাকলে অল্প কিছু দিনের ভিতরে আপনার ওয়েবসাইটের গুগুল ডিসকাভার অপশন চলে আসবে।
4. গুগুল নিউজ(Google News) এপ্রোব করানো
গুগুল ডিসকাভার পাওয়ার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুগুল নিউজ এপ্রোব। আপনার ওয়েব সাইটে যদি গুগুল নিউজ এপ্রোব থাকে তাহলে আপনার পাবলিশ করা আর্টিকেল গুগুল নিউজ ফিডে দেখাবে।
বর্তমানে ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করার পর দ্রুত ইনডেক্স হওয়ার জন্য কাজ করে এই গুগুল নিউজ (Google News). আর একজন এসইও- এক্সপার্ট জানে যে আর্টিকেল দ্রুত ইনডেক্স হওয়ার সুফল কতটা।
শুধু তাই নয় গুগুল নিউজ (Google News) এপ্রোব থাকলে গুগুলের নিজস্ব "Google News App" এ আপনার আর্টিকেল গুলো দেখাবে।
এতে করে সেখান থেকে এক্সটা ভিজিটর পাওয়ার সম্ভবনা তৈরি হবে। মূলত গুগুল নিউজ ফিড থেকেই গুগুল ডিসকাভার ফিডে যাওয়ার সম্ভাবনা ৯৯% থাকে।তাই গুগুল নিউজ এপ্রোব নেওয়ার কোনো বিকল্প নেই।
5.গুগুল এ.এম.পি (Google AMP) জন্য অপটিমাইজেশন করা।
ওয়েবসাইটের স্পিড গুগুল র্যাঙ্কিং ফেক্টোর হিসাবে কাজ করে। আর এই স্পিড অপটিমাইজেশন করার জন্য ব্যবহার করা হয় (Google AMP). Google AMP কাজ করে মূলত মোবাইল ডিভাইস ব্যবহার কারীদের জন্য।
Google AMP আপনার ওয়েবসাইটের পেইজ লোডিং টাইম কমিয়ে দেয়।ফলে খুব দ্রুত পেইজ গুলো মোবাইল ডিভাইসে লোড হয়।
আপনার ওয়েবসাইট বা ওয়েব পেইজ যত দ্রুত লোড হবে তত বেশি ইউজার এক্সপেরিয়ান্স ভালো হবে।
গুগুল সব সময় দ্রুত লোডিং ওয়েবসাইট গুগুলকে SERP- এ র্যাঙ্কিং বাড়িয়ে দেয়।এবং গুগুল ডিসকাভার ফিডে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
6.ওয়েব স্টোরিস (Web Stories ) তৈরী করা
বর্তমানে একটি নতুন ওয়েবসাইটকে গুগুল ডিসকাভার ফিডে নেওয়ার জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী পদক্ষেপ হলো ওয়েব স্টোরিস (Web Stories) তৈরী করা।
একটি ট্রেন্ডিং টপিকের ওয়েব স্টোরিস পারে নতুন ওয়েবসাইটকে একদিনে ১ মিলিয়ন পযন্ত ভিজিটর ড্রাইভ করাতে।
ওয়েব স্টোরিস তৈরী করার জন্য বর্তমানে অনেক ওয়ার্ডপ্রেস প্লাগিন রয়েছে। ১. Web Stories ২. Make Stories...
ব্লগার ওয়েবসাইটে ওয়েব স্টোরিস তৈরী করার জন্য আপনি Make Stories 2.0 ব্যবহার করতে পারবেন।Make Stories 2.0 ব্যবহার করে সাব ডোমেইন এর মাধ্যমে খুব সহজেই আপনি ব্লগার ওয়েবসাইটের জন্য ওয়েব স্টোরিস তৈরী করতে পারবেন।
সর্বশেষ,
গুগুলের সকল কন্টেন্ট নীতি-মালা গুগলো সঠিকভাবে মেনে আর্টিকেল পাবলিশ করতে থাকলে অবশ্যই খুব দ্রুত আপনার ওয়েবসাইটি গুগুল ডিসকাভার ফিডে চলে যাবে।
আশা করি আজকের আর্টিকেলরি পড়ে ব্লগারে কিভাবে গুগুল ডিসকাভার পাবেন সেই সম্পর্কে জানতে পেরেছেন।এই বিষয়ে আপনার কেনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।
এরকম নিত্য নতুন সকল শিক্ষনীয় বিষয় গুলো জানতে নিয়মিত ভিজিট করুন www.Pro99Tricks.com এ।
ধন্যবাদ....!
উপকারী পোস্ট