শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম। Sure cash balance check code

শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম। Sure cash balance check code এর বিস্তারিত তথ্য আপনাকে স্বাগতম!

বর্তমান সময়ে বাংলাদেশে ঘরে বসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করতে। বাংলাদেশের বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়েছে। তারমধ্যে "শিওর ক্যাশ" অন্যতম। "শিওর ক্যাশ" বাংলাদেশ রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালিত একটি মোবাইল ব্যাংকিং সেবা।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং ব্যবহার করে থাকেন। কিন্তু আপনি জানেন না যে কিভাবে শিওর ক্যাশের টাকা দেখতে হয়। শিওর ক্যাশ এর যেই সকল গ্রাহকরা শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম খুঁজছেন তাদের জন্য আজকের এই পোস্ট টি।

তাই ধৈর্য সহকারে আজকের এই পোস্টটি সম্পুর্ণ পড়তে থাকুন এবং জেনেনিন শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম

শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম

আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশে যে সকল মোবাইল ব্যাংকিং সেবা প্রচলিত রয়েছে। প্রায় সকল মোবাইল ব্যাংকিং সেবার টাকা দেখার নিয়ম দুইটি পদ্ধতি রয়েছে।(১) নির্দিষ্ট মোবাইল ব্যাংকিংয়ের ইউএসএসডি কোড ডায়াল করে। অথবা (২) নির্দিষ্ট মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ ব্যবহার করে।

আজকে আমরা শিওর ক্যাশ টাকা দেখার দুইটি পদ্ধতি সম্পর্কে জানব।

শিওর ক্যাশ ইউএসএসডি কোড ডায়াল করে টাকা দেখার নিয়ম।

শিওর ক্যাশ ইউএসএসডি কোডের মাধ্যমে ব্যালেন্স চেক করার পূর্বে বলে রাখা ভালো যে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বিভিন্ন ধরনের সিম ব্যবহার করে থাকেন যেমন বাংলালিংক, গ্রামীণফোন,রবি, এয়ারটেল,টেলিটক।

আরো পড়ুনঃ নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা? 

শিওর ক্যাশের টাকা দেখার জন্য বিভিন্ন সিম থেকে ভিন্ন ভিন্ন ইউএসএসডি কোড ব্যবহার করে ব্যালেন্স চেক করতে হয়। তো চলুন দেখে নেওয়া যাক কোন সিমে কোন কোড ব্যবহার করে শিওর ক্যাশ টাকা দেখবেন।

গ্রামীণফোন/রবি/টেলিটক এর গ্রাহক যারা আছেন। তারা শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য ডায়াল করবেন  *375# এই কোডটি। এবং

যে সকল গ্রাহক এয়ারটেল সিম ব্যবহার করেন। তারা শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য ডায়াল করবেন *257# এই কোডটি।

এবং যে সকল গ্রাহক বাংলালিংক সিম ব্যবহার করে থাকেন। তারা শিওর ক্যাশ একাউন্ট চেক করার জন্য দায়ী করবেন *495# এই কোডটি।

উদাহরণস্বরূপ বাংলালিংক সিমে শিওর ক্যাশ টাকা দেখবেন যেভাবে,

১. প্রথমেই আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করবেন *495# এই কোডটি। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে।


শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক

উপরের এই অপশন গুলো থেকে "My account" অর্থাৎ "5" লিখে সেন্ড বাটনে ক্লিক করবেন।

২. "5" টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করার পর আপনার সামনে 

শিওর ক্যাশ

এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে "Check Balance" অর্থাৎ "1" টাইপ করে সেন্ড বাটনে ক্লিক করবেন।

তারপর সর্বশেষ আপনার সামনে "Please enter your pin" অর্থাৎ এখানে আপনার শিওর ক্যাশ একাউন্ট এর পিন নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর সেন্ড বাটনে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই আপনি আপনার শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ নগদ ইসলামিক একাউন্ট কি।Nagad Islamic account 

শিওর ক্যাশ অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক

আপনি যদি খুব সহজে এবং অল্প সময়ে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করতে চান তাহলে অবশ্যই শিওর ক্যাশ অ্যাপ ব্যবহার করবেন।

শিওর ক্যাশ অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স চেক করতে নিচের স্টেপগুলো ফলো করুন।

১. প্রথমেই আপনাকে শিওর ক্যাশ অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে।

২. তারপর শিওর ক্যাশ অ্যাপ টি ওপেন করে আপনার শিওর ক্যাশ একাউন্ট ফোন নাম্বারটি টাইপ করে এবং শিওর ক্যাশ একাউন্ট পিন নাম্বার টাইপ করে লগইন করলেই প্রথম পেইজে আপনার শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন।

তো এই ছিল শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম। আশা করি আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়বেন আপনি শিওর ক্যাশ টাকা দেখার নিয়ম বা শিওর ক্যাশ ব্যালেন্স চেক সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।



Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous September 17, 2023 at 7:16 AM

    01408523362

Add Comment
comment url