শিওর ক্যাশ ডায়াল কোড ২০২২।Sure Cash USSD code Check

শিওর ক্যাশ ডায়াল কোড এ আপনাকে স্বাগতম! আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গুগলে বিভিন্ন সময় সার্চ করে থাকেন শিওর ক্যাশ একাউন্ট চেক ডায়াল কোড

 তো কোনো সমস্যা নেই আজকের এই পোষ্টটিতে শিওর ক্যাশ ডায়াল কোড এবং শিওর ক্যাশ একাউন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।If you are looking for Sure Cash Dial Code or Sure Cash Account Balance Check Code then follow today's post.

বর্তমান সময়ে মোবাইল ফিনান্সিয়াল ব্যাংকিং অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ঠিক তেমনি বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক রূপালী ব্যাংক লিমিটেড আওতাধীন পরিচালিত হচ্ছে শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং

শিওর ক্যাশ ডায়াল কোড ২০২২।Sure Cash USSD code Check

বাংলাদেশের জনগণের মধ্যে মোবাইল (ফিনান্সিয়াল ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং) সেবা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে ।এই জনপ্রিয়তা পাওয়ার নিশ্চয়ই কারণ রয়েছে। মোবাইল ব্যাংকিং সেবার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ঘরে বসেই যে কোন গ্রাহক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পাচ্ছে। 

এতে করে একজন ব্যক্তি বা গ্রাহক তার সময় এবং টাকা দুই দিক থেকেই উন্নতি লাভ করেছে।তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন মোবাইল (ফিনান্সিয়াল ব্যাংককিং বা মোবাইল ব্যাংকিং) জনপ্রিয়তার মূল কারণ।

বাংলাদেশের সর্বপ্রথম 2010 সালে মোবাইল ফিন্যান্সিয়াল বাংলা মোবাইল ব্যাংকিং সেবা চালু হয়। সেই সময় থেকেই শুরু করে বর্তমান সময় পর্যন্ত যে সকল মোবাইল ব্যাংকিং সেবা চালু রয়েছে ।

সেই সকল মোবাইল ব্যাংকিং সেবার আওতাধীন গ্রাহকদের একাউন্টের বেলেন্স চেক বা অর্থ লেনদেন করতে একটি (ইউএসএসডি USSD)কোড ব্যবহার করতে হয়।

প্রতিটি মোবাইল ব্যাংকিং সেবার রয়েছে তাদের নিজস্ব ইউএসএসডি কোড ঠিক তেমনি বাংলাদেশ রূপালী ব্যাংক লিমিটেড এর পরিচালিত শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং এদের রয়েছে একটি নিজস্ব (ইউএসএসডি USSD) কোড আজকে সেই (ইউএসএসডি USSD) কোড সম্পর্কে আলোচনা করা হবে।

আরো পড়ুনঃ ইসলামি ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম। 

শিওর ক্যাশ ডায়াল কোড ২০২২।Sure Cash USSD code Check 

শিওর ক্যাশ ডায়াল কোড টি হলো *457#. আপনার যদি শিওর ক্যাশ একাউন্ট থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই এই কোডের মাধ্যমে আপনার একাউন্ট এবং ব্যালেন্স চেক করতে পারবেন।

তবে বলে রাখা ভাল শিওর ক্যাশ মোবাইল ব্যাংকিং সেবাটির একাউন্ট ব্যালেন্স চেক করার জন্য বাংলাদেশের বিভিন্ন অপারেটরের জন্য ভিন্ন ভিন্ন (ইউএসএসডি USSD) কোড ব্যবহার করতে হবে।

 তবে কোন সমস্যা নেই, আজকে আমরা এই পোস্টটিতে বাংলাদেশ সকল অপারেটরে কিভাবে শিওর ক্যাশ একাউন্ট ব্যালেন্স চেক করবেন সেই সম্পর্কে বিস্তারিত থাকবে।

আরো পড়ুনঃ ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং। Trust Bank mobile banking system. 

শিওর ক্যাশ একাউন্ট চেক কোড। Sure cash account check code

  1. জিপি সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে ডায়াল করুন *495#
  2. রবি সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে ডায়াল করুন *495#
  3. টেলিটক সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে ডায়াল করুন *375#
  4. বাংলালিংক সিমে শিওর ক্যাশ একাউন্ট চেক করতে ডায়াল করুন *495#
  5. এবং এয়ারটেল সিমের শিওর ক্যাশ একাউন্ট চেক করতে ডায়াল করুন *257# or *270#

উপরের কোডগুলা নির্দিষ্ট অপারেটর থেকে ডায়াল করে আপনার শিওর ক্যাশ একাউন্ট এবং ব্যালেন্স চেক করতে পারবেন।

আরো পড়ুনঃ নগদ একাউন্ট ব্যবহারের সুবিধা কি কি?

শিওর ক্যাশ ব্যালেন্স চেক কোড। Sure cash balance check code

শিওর ক্যাশ একাউন্ট এর ব্যালেন্স চেক করতে উপরের উল্লেখিত কোডগুলো নির্দিষ্ট অপারেটর থেকে ডায়াল করার পর আপনার সামনে একটি পপআপ উইন্ডো ওপেন হবে সেখান থেকে আপনি "ব্যালেন্স চেক" মেনুটি সিলেট করবেন।

 তাহলে এই কিছুক্ষণের ভেতরে আপনি আপনার শিওর ক্যাশ ব্যালেন্স জানতে পারবেন।

In Conclusion

I think after reading today's post you have learned the details about Sure Cash Account Check and , Sure cash Balance Check. If you have any problem to check Sure Cash Balance, let us know by commenting and we will try to solve your problem.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url