এসএসসি বিজ্ঞান MCQ সাজেশন ২০২৩

এসএসসি বিজ্ঞান MCQ সাজেশন ২০২৩- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এসএসসি বিজ্ঞান MCQ সাজেশন খুঁজছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব এসএসসি বিজ্ঞান MCQ সাজেশন। আশা করি এসএসসি বিজ্ঞান পরীক্ষায় কমন আসবে।

এসএসসি বিজ্ঞান MCQ সাজেশন

করোনা মহামারীর কারণে এসএসসি পরিক্ষার সময় এইবারও একটু পিছিয়ে গেছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি ২০২৩ এর তারিখ ঘোষণা করেছে। এসএসসি ২০২৩ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল এবং শেষ হবে ৩০ মে। পরীক্ষার আর বেশি দিন নেই। 

বিজ্ঞান পরীক্ষায় ভাল করতে হলে শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এই সাজেশনে দেয়া প্রশ্নগুলো ভালভাবে অনুশীলন করলে পরীক্ষায় সর্বোচ্চ কমন আসবে। তো চলুন শুরু করা যাক। 

এসএসসি বিজ্ঞান mcq সাজেশন

১. কোন খাদ্য থেকে বেশি শক্তি উৎপন্ন হয়?

ক. ডিম

খ. দুধ

গ. শোল

ঘ. খাসি


২. উদ্ভিজ্জ আমিষ কোনটি?

ক. দুধ

খ. ছানা

গ. পনির

ঘ. বাদাম


৩. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?

ক. ভিটামিন

খ. শর্করা

গ. প্রোটিন

ঘ. লিপিড


৪. ভিটামিন C এর অভাবে-

i. স্কার্ভি রোগ হয়

ii. ত্বকে ঘা হয়

iii. ক্ষত শুকাতে দেরি হয়


নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii 3 iii


৫. সুস্থ মানসিক বিকাশের জন্য কোনটি প্রয়োজন?

ক. ভিটামিন

খ. শর্করা

গ. প্রোটিন

ঘ. লিপিড


৬. জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১০ লিটার পানিতে কমপক্ষে কত মিলি গ্রাম O2 প্রয়োজন?

ক. ৩০

খ. ৪০

গ. ৫০

ঘ. ৬০


৭. ঔষধ তৈরির জন্য কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয়?

ক. পরিস্রাবণ

খ. ক্লোরিনেশন

গ. পাতন

ঘ. স্ফুটন


নিচের অংশটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :

শিহাবের পুকুরের মাছগুলো দুর্বল, বৃদ্ধি সন্তোষজনক নয় এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি।


৮. শিহাবের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত?

ক. এসিড

খ. ক্ষার

গ. ফসফরাস

ঘ. ক্যালসিয়াম


৯. পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল?

ক. চাপ

খ. তাপ

গ. আয়তন

ঘ. তাপমাত্রা


১০. প্রতি ঘন মিলিমিটার রক্তে শিশুর দেহে লোহিত কণিকার সংখ্যা কত লক্ষ?

ক. ৪০-৫০

খ. ৫০-৬০

গ. ৬০-৭০

ঘ. ৭০-৮০


১১. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনটি?

ক. এনজাইম

খ. হরমোন

গ. লসিকা

ঘ. বিলিরুবিন


১২. শিরার বৈশিষ্ট্য-

i. প্রাচীর পাতলা

ii. CO2 সমৃদ্ধ রক্ত বহন করে

iii. O2 সমৃদ্ধ রক্ত বহন করে


নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. ii ও iii

গ. i ও iii

ঘ. i, ii 3 iii


১৩. উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন কোনটি?

ক. L.D.L

খ. DLL

গ. HDL

ঘ. DHL


১৪. গাড়ির ভেতরে সামনের দিকে কয়টি দর্পণ ব্যবহার করা হয়?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি


নিচের চিত্রটি দেখ এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও : (চিত্রটি পিডিএফ উত্তরমালায় দেখানো হয়েছে।)


১৫. প্রতিসরণ কোণ কোনটি?

ক. AON

খ. NOQ

গ. A’OB

ঘ. A’ON’


১৬. উদ্দীপকের চিত্রে-

i. a মাধ্যমের চেয়ে b মাধ্যম ঘন

ii. OB প্রতিসরিত রশ্মি

iii. a মাধ্যমে আলোর বেগ বেশি


নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii


১৭. উত্তল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব তৈরি হয়?

ক. বাস্তব

খ. উল্টো

গ. খর্বিত

ঘ. বিবর্ধিত


১৮. কোনটি প্রাকৃতিক পলিমার?

ক. পাট

খ. রেজিন

গ. পিভিসি

ঘ. পলিথিন


১৯. কোন তন্তু ‘লুমেন’ নামক পদার্থে পূর্ণ থাকে?

ক. পশম

খ. রেশম

গ. রেয়ন

ঘ. তুলা


২০. ফ্লিস উল তৈরি করা হয়—

i. জীবন্ত মেষ থেকে

ii. মৃত মেষ থেকে

iii. জবাইকৃত মেষ থেকে


নিচের কোনটি সঠিক?

ক. i

খ. ii

গ. iii

ঘ. i, ii ও iii


২১. PVC পোড়ালে কোন গ্যাসটি নির্গত হয়?

ক. কার্বন মনোক্সাইড

খ. কার্বন ডাইঅক্সাইড

গ. হাইড্রোজেন সায়ানাইড

ঘ. হাইড্রোজেন ক্লোরাইড


২২. ভিটামিন সি এর অপর নাম কী?

ক. সাইট্রিক এসিড

খ. ম্যালিক এসিড

গ. এসকরবিক এসিড

ঘ. এসিটিক এসিড


২৩. আমরা পাকস্থলীর এসিডিটি নিয়ন্ত্রণ করতে পারি-

i. ওষুধ গ্রহণ করে

ii. নির্বাচিত খাদ্য খেয়ে

iii. শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করে


নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii


২৪. ক্যালামিনের মূল উপাদান কী?

ক. ZnCO3

খ. CaCO3

গ. Ca(OH)2

ঘ. NaHCO3


২৫. জমির ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রতিরোধে কোন লবণটি প্রয়োগ করা হয়?

ক. কপার সালফেট

খ. পটাসিয়াম নাইট্রেট

গ. অ্যামোনিয়াম ফসফেট

ঘ. অ্যামোনিয়া নাইট্রেট


২৬. নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?

ক. N2O

খ. NO

গ. N2O3

ঘ. N2O5


২৭. টর্নেডো শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

ক. গ্রিক

খ. জাপানি

গ. স্প্যানিশ

ঘ. বাংলা


২৮. ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী গ্যাসসমূহ হচ্ছে-

i. CO

ii. SO₂

iii. NO₂


নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii


২৯. তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ দ্রব্যটি কয়টি আয়নে বিভক্ত হয়?

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৫টি


৩০. এক কিলোওয়াট সমান কত ওয়াট?

ক. ১০,০০০

খ. ১,০০০

গ. ১০০

ঘ. ১০


শেষ কথা 

আজকের পোস্টে এসএসসি বিজ্ঞান MCQ সাজেশন শেয়ার করা হয়েছে। শর্ট সিলেবাসের উপর ভিত্তি করেই আমাদের সাজেশন টি সাজানো। আশা করি এইগুলো মনোযোগ দিয়ে পড়লে সর্বোচ্চ কমন আসবে। ধন্যবাদ সবাইকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url