পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস ও কবিতা

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস- আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ, কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস ও কবিতা নিয়ে। আশাকরি, সবাই মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন শুরু করা যাক। 

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

প্রতিবছর ১৪ এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়ে থাকে। পহেলা বৈশাখে শুভেচ্ছা জানানোর জন্য আমরা অনেকেই গুগলে পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস ইত্যাদি খুজে থাকি। তাদের জন্যই আজকের এই পোস্ট। 

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস 

বর্তমান যুগ সোশ্যাল মিডিয়ার যুগ। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ফেসবুকে বন্ধুদেরকে পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস দিয়ে থাকি। নিচে বাছাই করা কিছু পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস তুলে ধরা হলো।  

স্ট্যাটাসঃ প্রিয় বন্ধুরা তোমরা রোজার মাসে আসবে না বলে দাওয়াত দিতে ভুলকরলামনা। জানি তোমাদেরকে অনেক দাওয়াত দিলেও আসবেনা। আসবে না বলেই তোমাদেরকে এত জোড়াজুড়ি করতেছি। শুভ নববর্ষের শুভেচ্ছা রইল।

স্ট্যাটাসঃ ইলিশ মাছের ৩০ কাঁটা “বোয়াল মাছের দাড়ি, বৈশাখ মাসের ১ তারিখে” আইসো আমার বাড়ি, ছেলে হলে পাঞ্জাবি, মেয়ে হলে শাড়ি, করব বরন বন্ধু তোমায়, আইসো আমার বাড়ি, আপনাকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা রইল

স্ট্যাটাসঃ নতুন এই দিন,নতুন এই আলো,নতুন এই বছর ,নতুন কিছু ভালো ,নতুন কিছু কথা ,নতুন কিছু আশা ,নতুন করে জীবন নিয়ে নতুন স্বপ্ন দেখা। শুভ নববর্ষ ১৪২৯

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

স্ট্যাটাসঃ বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গা মাটির পথটি জুড়ে । শুভ নববর্ষ…..

স্ট্যাটাসঃ নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান,নতুন সকাল নতুন আলো,নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ ১৪২৯

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

স্ট্যাটাসঃ পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ । পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর আনন্দময় ! এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ

আরও পড়ুনঃ পহেলা বৈশাখের কবিতা

স্ট্যাটাসঃ নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে বাংলা নববর্ষের শুভেচছা।

স্ট্যাটাসঃ পানতা ইলিশ আর ভরতা বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নববর্ষ

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

স্ট্যাটাসঃ পান্তা ইলিশ আর ভর্তা ভাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… শুভ নভবর্ষ ১৪২৯

স্ট্যাটাসঃ নিশি অবসান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলি তলে জীর্ণ জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত ক্ষমা কর আজিকের মত পুরাতন বছর সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এলো ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈশান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ

স্ট্যাটাসঃ পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পয়লা বৈশাখ ১৪২৯

স্ট্যাটাসঃ তিনজন লোক তোমার ফোন নাম্বার চাইছে। আমি দিইনি, তবে তোমার বাড়ির ঠিকানা দিয়েছি।। তারা এই নববর্ষে তোমার বাড়ি আসবে।।তারা তিনজন হলো – সুখ, শান্তি, সমৃদ্ধি!! অগ্রিম শুভ নববর্ষ!

স্ট্যাটাসঃ বন্ধু তোমার ভালবাসার জানালা খোলা রেখো, মনের আকাশ মেঘলা হলে আমায় কিন্তু ডাকো, ঝড় বৃষ্টি কাটিয়ে আবার দেখাবো আলোর হাসি,আমি আছি, থাকবো যেন তোমার পাশাপাশি। শুভ নববর্ষ ১৪২৯

স্ট্যাটাসঃ নতুন আশা নতুন প্রাণ, নতুন হাসি নতুন গান, নতুন সকাল নতুন আলো, নতুন দিন হোক ভালো, দুঃখকে ভুলে যাই, নতুনকে স্বাগত জানাই শুভ নববর্ষ

স্ট্যাটাসঃ বাউল গানের সন্ধ্যা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রাঙ্গামাটির পথটি জুড়ে। পহেলা বৈশাখের শুভেচ্ছা।

স্ট্যাটাসঃ নতুন সূর্য, নতুন প্রাণ। নতুন সুর, নতুন গান। নতুন ঊষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।…

স্ট্যাটাসঃ চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! শুভ নববর্ষ ১৪২৯

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

স্ট্যাটাসঃ পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ

স্ট্যাটাসঃ একটু আলো, একটু আধার! বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার। কিছু দুঃখ, কিছু সুখ! সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা নববর্ষ ১৪২৯ এর পদার্পনে এসো শাণিত হই নবপ্রাণে …

স্ট্যাটাসঃ নবীন প্রভাতের নতুন আলোকে, একলা একলা ফিলিংস হচ্ছে হোক! আমি এখনো সিঙ্গেল থাকা লোক...! সিঙ্গেল নববর্ষ ১৪২৯

পহেলা বৈশাখের এসএমএস 

✅এসএমএসঃ অনেকেই আছেন যারা পহেলা বৈশাখের এসএমএস পাঠাতে পছন্দ করেন। নিচে পহেলা বৈশাখের বাছাই করা কিছু এসএমএস তুলে ধরা হলো। 

✅এসএমএসঃ নতুন বছোরের নতুন দিন, অল্প কিছু শুভেচ্ছা নিন। দুঃখ গুলো ঝেড়ে ফেলুন, নতুন কিছু স্বপ্ন গড়ুন। নতুন বছর নতুন আশা, রইলো কিছু ভালোবাসা।

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

✅এসএমএসঃ তোমার জন্য সকাল দুপুর, তোমার জন্য সন্ধ্যা, তোমার জন্য সকল গোলাপ, সব রজনীগন্ধা, তোমার জন্য সব সুর, তোমার জন্য ছন্দ, নতুন বছর বয়ে আনুক অনাবিল আনন্দ… ‘শুভ নববর্ষ’ .

✅এসএমএসঃ আকাশের সব নীল দিয়ে, প্রভাতের সব লাল দিয়ে, হৃদয়ের সব অনুভুতি দিয়ে, অরন্যের সব সবুজ দিয়ে, সমুদ্রের সব গভীরতা দিয়ে তোমাকে জানাই…শুভ নববর্ষ!!

✅এসএমএসঃ ইচ্ছে গুলো উড়ে বেরাক পাখনা দুটি মেলে, দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে। অপূর্ন না থাকে যেন তোর কোন সখ, এই কামনার সাথে জানাই ‘শুভ পহেলা বৈশাখ’।

✅এসএমএসঃ দিনগুলি যেমনই হোক, ঠিকই যায় কেটে। তবুও বল কি লাভ, পুরনো স্মৃতি ঘেটে। এ বছর পূর্ন হোক, তোমার সকল আশা। নববর্ষের এটাই আমার প্রত্যাশা। শুভ নববর্ষ-১৪২৬!!

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

✅এসএমএসঃ পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রান l পুরোনো সব কষ্ট করে ফেলো নষ্ট! নতুন বছরের নতুন যাত্রা হয় যেনো সুখ আর বিনুদুনময়! এই কামনায় তোমাদের জানাই শুভ_নববর্ষ

✅এসএমএসঃ বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । ……………….. শুভ নববর্ষ…

✅এসএমএসঃ নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ 

✅এসএমএসঃ নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচছা।

✅এসএমএসঃ পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ… নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো… ^~^~শুভ নভবর্ষ~^~^

✅এসএমএসঃ একটু আলো, একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাতার কিছু দুঃখ, কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ! বাংলা বর্ষ ১৪২৬ এর পদার্পনে এস শানিত হই নবপ্রাণে

✅এসএমএসঃ বাউল গানের স্যন্ধা তালে নতুন বছর এসেছে ঘুরে, উদাসী হাওয়ার সুরে সুরে রংগা মাটির পথটি জুড়ে । .................... শুভ নববর্ষ....। 

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

✅এসএমএসঃ নিশি অবশান প্রায় ঐ পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে জীর্ন জীবন করিলাম নত | বন্ধু হও শত্রু হও যেখানে যে রত খমা কর আজিকের মত পুরাতন বষড় সাথে পুরাতন অপরাধ যত হর্দম হৈ হৈ, বৈ এল ঐ, কলার পাতায় ইলিশ পান্তা | ঈসান কোনে মেঘের বার্তা | শুভ নববর্ষ 

✅এসএমএসঃ চৈত্রের রাত্রি শেষে, সূর্য আসে নতুন বেসে, সেই সূর্যের রঙ্গিন আলো, মুছে দিক তোমার জীবনের সকল কালো…! #শুভ_____নববর্ষ____ 

✅এসএমএসঃ নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা

✅এসএমএসঃ পানতা ইলিশ আর ভরতা বাজি বাঙ্গালীর প্রাণ.. নতুন বছর সবাই গাইবো বৈশাখের গান.. এসো হে বৈশাখ এসো এসো.. --- শুভ নভবর্ষ ---

✅এসএমএসঃ দিন যদি চলে যায় দিগন্তের শেষে রাত যদি চলে যায় তারার দেশে ভেব না বন্ধু আমি থাকব তোমাদের পাশে। !! শুভ নববর্ষ !! 

পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস

✅এসএমএসঃ পুরানো সব স্মৃতি করে ফেল ইতি, পুরানো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরানো সব বেদনা আর মনে রেখোনা, পুরোনের হয়েছে মরণ নতুন করে কর বরণ, সব কিছু মুছে ফেল মন থেকে, তাকাও নব সুর্যের দিকে। সূর্যটা হাসে, তোমায় ভালবাসে। তাই তোমাকে আমি জানাই নতুন বছরের শুভেচ্ছা। -----শুভ নববর্ষ---- 

পহেলা বৈশাখের কবিতা

পহেলা বৈশাখ নিয়ে আমরা অনেকেই কবিতা খুজে থাকি। যারা কবিতা পড়তে পছন্দ করেন তাদের জন্য বাছাই করা কিছু কবিতা শেয়ার করা হলো।


✅ কবিতাঃ বৈশাখ 

কবিঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

 ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল,

 তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল

 কারে দাও ডাক

 হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!


 ছায়ামূর্তি যত অনুচর

 দগ্ধতাম্র দিগন্তের কোন্ ছিদ্র হতে ছুটে আসে!

 কী ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন-আকাশে

 নিঃশব্দ প্রখর

 ছায়ামূর্তি তব অনুচর!


 মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।

 রহি রহি দহি দহি উগ্রবেগে উঠিছে ঘুরিয়া,

 আবর্তিয়া তৃণপর্ণ, ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া

 চূর্ণরেণুরাশ

 মত্তশ্রমে শ্বসিছে হুতাশ।


 দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী,

 পদ্মাসনে বস আসি রক্তনেত্র তুলিয়া ললাটে,

 শুষ্কজল নদীতীরে শস্যশূন্য তৃষাদীর্ণ মাঠে

 উদাসী প্রবাসী—

 দীপ্তচক্ষু হে শীর্ণ সন্ন্যাসী!


 জ্বলিতেছে সম্মুখে তোমার

 লোলুপ চিতাগ্নিশিখা, লেহি লেহি বিরাট অম্বর,

 নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর

 করি ভস্মসার।

 চিতা জ্বলে সম্মুখে তোমার।


 হে বৈরাগী, করো শান্তিপাঠ।

 উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে,

 যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে,

 পূর্ণ করি মাঠ।

 হে বৈরাগী, করো শান্তিপাঠ।


 সকরুণ তব মন্ত্রসাথে

 মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্ব- ’পরে,

 ক্লান্ত কপোতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্তস্বরে,

 অশ্বত্থছায়াতে—

 সকরুণ তব মন্ত্রসাথে।


 দুঃখ সুখ আশা ও নৈরাশ

 তোমার ফুৎকারলুব্ধ ধুলা-সম উড়ুক গগনে,

 ভ’রে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে

 আকুল আকাশ—

 দুঃখ সুখ আশা ও নৈরাশ।


 তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল

 দাও পাতি নভস্তলে, বিশাল বৈরাগ্যে আবরিয়া

 জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষকোটি নরনারী-হিয়া

 চিন্তায় বিকল।

 দাও পাতি গেরুয়া অঞ্চল।


 ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ!

 ভাঙিয়া মধ্যাহ্নতন্দ্রা জাগি উঠি বাহিরিব দ্বারে,

 চেয়ে রব প্রাণীশূন্য দগ্ধতৃণ দিগন্তের পারে

 নিস্তব্ধ নির্বাক।

 হে ভৈরব, হে রুদ্র বৈশাখ! 


✅ কবিতাঃ বৈশাখ এলো

কবিঃ ফরিদ আহমেদ হৃদয়


বৈশাখ এলো বৈশাখ এলো

 কালবৈশাখী ঝড়

 ঝড়ে ভাঙে গাছপালা আর

 কত বাড়ি ঘর।


 বৈশাখ এলো বৈশাখ এলো

 নতুন বছর নিয়ে

 ব্যবসার হিসাব শুরু হয়

 হালখাতাটা দিয়ে।


 বৈশাখ এলো বৈশাখ এলো

 নতুন এক রঙে

 নতুনভাবে সেজে ওঠে

 স্বাধীন এই বঙ্গে। 


✅ কবিতাঃ আসছে নববর্ষ


সাল পহেলা আসছে আবার

 নববর্ষের হালখাতা

 বর্ষবরণ উৎসবে তাই

 মেতে উঠবে জনতা।


 গাঁয়ের মাঠে বসবে আবার

 বৈশাখের ঐ মেলা

 ছোট্ট খোকা দোলনায় চড়ে

 খেলবে মজার খেলা।


 খোকা-খুকি ছন্দ পায়ে

 নাচবে তা ধিন’তা

 খুশির স্রোতে ভেসে যাবে

 দূর অতীতের চিন্তা।


 বটের নিচে জমবে আবার

 পান্তা খাওয়ার ধুম

 বর্গাচাষি করিম চাচার

 হারিয়ে গেছে ঘুম। 


শেষ কথা 

আজকের পোস্টে পহেলা বৈশাখের শুভেচ্ছা স্ট্যাটাস, এসএমএস ও কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url