মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩ | Medical Admission Question Biology Solution

মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩- আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩ খুঁজতেছেন আজকের পোস্টটি তাদের জন্য। আজকে আমি শেয়ার করব মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩। আশা করি যারা মেডিকেল পরীক্ষা দিয়েছেন তাদের উপকারে আসবে।

মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩

দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে।। সকাল ১০টায় শুরু হয়ে ১ ঘণ্টার এ পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩

1.কোন ছত্রাক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

 উত্তরঃ Agaricus Compestris

2.কোন হেপাটাইটিস দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে সংক্রমন ঘটায়। 

 উত্তরঃ Hepatitis A

3.কোনটি জীবগোষ্ঠীর ঘনত্ব নির্ণায়ক বৈশিষ্ট্য নয়?

  উত্তরঃ প্রজাতি বৈচিত্র্য

4.কোনটি নিউক্লিয়াসের জন্য সঠিক?

 উত্তরঃ কোষের কার্যাবলি নিয়ন্ত্রণ করে

5.মুখে খাওয়ার পোলিও ভ্যাক্সিন কোন ধরনের ভ্যাক্সিন। 

 উত্তরঃ জীবন্মৃত টিকা

6.কোনটা ম্যাক্রোফেজের কাজ নয়?

 উত্তরঃ বিভিন্ন ধরনের অ্যান্টিবডি তৈরি 

7.কোনটা প্লাজমিডের বৈশিষ্ট্য? 

 উত্তরঃ এক ব্যাকটেরিয়া থেকে অন্য ব্যাকটেরিয়ায় স্থানান্তর হতে পারে

8.সোমাটিক এমব্রায়োজেনেসিস পদ্ধতিতে কোন উদ্ভিদ তৈরি হয়?

 উত্তরঃ গাজর 

9.অন্ত্রের ১ম প্রতিরক্ষাস্তর?

  উত্তরঃ পাকস্থলির এসিড,মাইক্রোবায়োম ও মল ত্যাগ

10.ডায়টমের বিষয়ে কোনটা সঠিক?

উত্তরঃ জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক ©️BIOLOGY KILLERS

11.বুকের দুধের কোন উপাদান নবজাতকের প্রতিরক্ষায় ভূমিকা রাখে? 

উত্তরঃ ইমিউনোগ্লোবিউলিন-এ

12.চাক্রীয় ফটোফসফোরাইলেশনে? 

উত্তরঃ অক্সিজেন উৎপন্ন হয় না 

13.ব্যাকটেরিয়া সম্পর্কে কোনটা সঠিক? 

উত্তরঃ প্রতিলিপির মাধ্যমে বংশবৃদ্ধি করে 

14.অন্তঃশ্বসন-

 উত্তরঃ কোষ ও রক্তে সংঘটিত হয় 

15.Mollusca ক্ষেত্রে সঠিক?

 উত্তরঃ নরম ও অখন্ডায়িত 

16.গ্লুকাগন – 

উত্তরঃ ইনসুলিনের সাথে বিপরীতভাবে সম্পর্কিত 

17.উদ্ভিদদেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস -

উত্তরঃ ভাইরাস

18.কোনটি লুপ্তপ্রায় অঙ্গ –

উত্তরঃ থাইমাস

19.সেলুলেজের সম্পর্কে কোনটি সঠিক?

 উত্তরঃ মলের বেশিরভাগ

20.এনজাইমের বিষয়ে কোনটি সঠিক?

 উত্তরঃ আমিষ দিয়ে গঠিত 

21.অ্যাথলেটস ফুটের কারণ – 

উত্তরঃ ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমনে হয় 

22.মাইটোটিক মেটাফেজে কোনটি সঠিক নয়?  

 উত্তরঃ ক্রোমসোমে লুপ সৃষ্টি হয় 

23.মায়োফাইব্রিলে থাকে -

উত্তরঃ অ্যাকটিন ও মাইওসিন

24.জীববৈচিত্র্য সংরক্ষণে এক্সসিটু কনজারভেশন নয়-

 উত্তরঃ ইকোপার্ক

25.অ্যানিমোট্যাক্সিস্কে প্রভাবিত করে –

উত্তরঃ বায়ুপ্রবাহ

26.কোনটি জাতক লিপিড -

উত্তরঃ স্টেরয়েড

27.কোনটি গাঠনিক প্রোটিন -

উত্তরঃ কোলাজেন

28.কোনটি বেড়ে গেলে রক্তে এথেরোস্কেলেরোসিস হয়? 

উত্তরঃ LDL 

29.পিরানহা কোন প্রাণী ভৌগলিক অঞ্চলের? 

উত্তরঃ নিওট্রপিকাল অঞ্চল

30.দেহকোষের ক্ষেত্রে কোনটি সঠিক? 

উত্তরঃ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে

মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩

শেষ কথা


উপরে মেডিকেল ভর্তি পরীক্ষার বায়োলজি সমাধান ২০২৩ দেওয়া হয়েছে। আশা করি সবাই মিলিয়ে নিবেন। কোনো ভুল থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url