Infinix smart 7 review | Infinix smart 7 Price in Bangladesh

Infinix smart 7 review- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি Infinix smart 7 review জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব Infinix smart 7 review। আশা করি যারা মোবাইলটি কিনতে চাচ্ছেন তাদের উপকারে আসবে।

Infinix smart 7 review

Infinix বর্তমানে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তাদের নতুন একটি মোবাইল ফোন Infinix smart 7 গত বছর রিলিজ করেছে। আপনাদের সুবিধার্থে মোবাইলটির দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।

একটি স্মার্টফোন থাকলেই পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে! ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ায় স্মার্টফোন এখন সবার হাতে হাতে। এ সময় স্মার্টফোন না থাকলে নিজেকে ব্যাকডেটেডও মনে হতে পারে!

তবে যাই হোক, প্রয়োজনের খাতিরেই কিন্তু এখন সবাই স্মার্টফোন ব্যবহার করেন। একটা সময় ছিল, যখন মানুষ শুধু কথা বলার জন্যই মোবাইল ফোন ব্যবহার করত। এখন এ ধারণা বদলে গেছে। স্মার্টফোন দিয়ে শুধু কথা নয়, বলতে গেলে প্রায় সব কাজই করা যায়!

তবে সাধ্যের মধ্যে হলে তবেই তো স্মার্টফোনটি কিনবেন, তাই না? অনেক সময় বাজেটের কারণে ভালো ফিচারের স্মার্টফোনটি হাত ছাড়া করতে হয়। তাই প্রথমে নিজের বাজেট জেনে তার মধ্যে ভালো ফিচারের ফোনটি খুঁজে নিতে হবে। 

আজকে আপনাদের সাথে আলোচনা করব মাত্র ৯-১০ হাজার টাকা বাজেটে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন Infinix Smart 7 মডেল নিয়ে।

ডলারের দাম বৃদ্ধি, চিপ সংকট এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনীতির মন্দা ভাবের কারণে এবং ফ্রেইট চার্জ ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারনে সারা বিশ্বে স্মার্টফোনের দাম বেড়েছে। যার ফলে স্মার্টফোন কেনাটা ও নিন্মবিত্ত মানুষের কাছে অনেকটা কষ্ট সাধ্য হয়ে পড়েছে।

তবে খুশির সংবাদ এটাই নিন্মবিত্ত মানুষের চাহিদার কথা চিন্তা করে সাম্প্রতি বাজারে infinix আনলো Infinix Smart 7 যা এই প্রাইজে আসলেই প্রসংসার দাবিদার।

কেন এই ফোনটি এই বাজেটে সেরা??

সেরা হওয়ার অন্যতম কারন হচ্ছে প্রাইজ অনুযায়ী ফিচার। আকর্ষনীয় কালার এবং ডিজাইনের ফোনটি তে রয়েছে-

 👉6.6" HD+ Bright display

 👉13MP জোস ক্যামেরা

 👉5000mAh এবং 10W ফাস্ট চার্জিং বিশাল ব্যাটারি

 👉নজরকড়া 3D ডিজাইন

 👉ফিঙ্গারপ্রিন্ট, ফেসআনলক ও ,মাত্র ৯,২৯৯টাকায় 3GB (+Extended আরও 3GB) +64GB 

  👉 4G/LTE support

 👉Processor Helio A22 - 2.0GHz 12nm Processor!

আরো অনেক অনেক ফিচারস। এবং ফোনটির আরেকটি ভ্যারিয়েন্ট রয়েছে 4/64GB

শেষ কথা 

উপরে Infinix smart 7 review নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যাদের বাজেট ৭/৮ হাজার তারা এই ফোনটি নিতে পারেন। লো বাজেটে অভার অল সেরা একটি স্মার্টফোন। মোবাইল ফোন কেনার আগে অবশ্যই অফিশিয়াল কিনা সেটা চেক করে নিবেন। ধন্যবাদ জানান। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url