ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম। Datch Bangla Bank
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম- আপনি হয়তো জানেন যে ডাচ বাংলা ব্যাংক বর্তমানে এই দেশের অন্যতম জনপ্রিয় ব্যাংক। বিশেষ করে ডাচ-বাংলা ব্যাংকের এটিএম কার্ড সেবা, মোবাইল ব্যাংকিং রকেট ও এজেন্ট ব্যাংকিং এদেশের মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু তারা এটিএম সার্ভিসের জন্য বেশি জনপ্রিয়।
ডাচ বাংলা ব্যাংকের সকল একাউন্ট সুবিধার মধ্যে শিক্ষার্থীদের জন্য একটি একাউন্ট সুবিধাও রয়েছে। শিক্ষার্থীরা চাইলে সহজেই আলাদা স্টুডেন্ট একাউন্ট খুলতে পারে। আজকের পোস্টে আলোচনা করা হবে কিভাবে শিক্ষার্থীরা সহজেই ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট খুলতে পারে।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট
স্টুডেন্ট একাউন্ট হল ছাত্রদের জন্য বিশেষ সুবিধা সহ একটি একাউন্ট। ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট থেকে অন্য যে কোন একাউন্টের মত সহজেই লেনদেন করা যায়। বাংলাদেশের সব ব্যাংকের মধ্যে ডাচ বাংলা ব্যাংকে শিক্ষার্থীর হিসাব সবচেয়ে বেশি। ডাচ বাংলা ব্যাংক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে নেক্সাস এটিএম কার্ড সরবরাহ করে থাকে। এই Nexus ATM কার্ডের জন্য কোন বার্ষিক ফি বা চার্জ নেই।
আরও পড়ুনঃনগদ কাস্টমার কেয়ার নাম্বার ২০২২
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি প্রয়োজন?
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে প্রয়োজনীয় কাগজপত্র গুলো নীচে দেওয়া হল-
1. যে স্টুডেন্ট একাউন্ট খুলবে তার সদ্য তোলা 4টি পাসপোর্ট সাইজের ছবি।
2. যে স্টুডেন্ট একাউন্ট খুলতে চায় তার NID কার্ড বা জন্ম সনদের ফটোকপি।
3. স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন তার আইডি কার্ডের ফটোকপি।
4. নোমানীর NID কার্ডের ফটোকপি এবং দুটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি।
ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
আপনার কাছের ডাচ বাংলা ব্যাংকের শাখায় বা ডিবিবিএল ফাস্টট্র্যাকে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে। সেখানে উপস্থিত কর্মকর্তার কাছ থেকে একাউন্ট খোলার ফর্ম সংগ্রহ করতে হবে। ফরমটি সঠিকভাবে পূরণ করে কর্মকর্তাকে দিতে হবে। তারপর অফিসার আপনার কাছ থেকে আপনার কাগজপত্র নেবে এবং সবকিছু পরীক্ষা করবে।
স্টুডেন্ট একাউন্টে ন্যূনতম 500 টাকা জমা দিতে হবে। পরবর্তীতে আপনার স্টুডেন্ট একাউন্ট অনুমোদিত হলে আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে। এরপর থেকে আপনি আপনার স্টুডেন্ট একাউন্ট থেকে সব ধরনের লেনদেন করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট ফরম
ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট একাউন্ট সহ যে কোন একাউন্ট খুলতে একটি ফরম প্রয়োজন। আপনি ডাচ বাংলা ব্যাংক, ফাস্টট্র্যাকের যেকোনো শাখা থেকে এই ফরমটি নিতে পারবেন। আপনি চাইলে তাদের ওয়েবসাইট থেকে ফরমটি ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট লেনদেনের সীমা
1. ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট থেকে প্রতি মাসে 2 লাখ টাকা পর্যন্ত লেনদেন করা যাবে।
2. ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট থেকে একদিনে সর্বোচ্চ 5000 টাকা লেনদেন করা যাবে।
3. ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্ট থেকে দিনে সর্বোচ্চ 5 বার লেনদেন করা যাবে।
4. স্টুডেন্ট একাউন্টে রেমিট্যান্স গ্রহণ করার কোন বাধ্যবাধকতা নেই। যেকোন পরিমাণ রেমিট্যান্স স্টুডেন্ট একাউন্টে গৃহীত হতে পারে।
আরও পড়ুনঃনোকিয়া বাটন মোবাইলের দাম ২০২২। (Latest) Nokia Button Mobile price 2022
5. একজন শিক্ষার্থীর একাউন্টে সর্বোচ্চ 1 লাখ টাকা জমা হতে পারে। আপনি একজন স্টুডেন্ট থাকাকালীন আপনার যদি আয়ের অন্য কোনো উৎস থাকে, তাহলে ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে একাউন্ট খোলার সময় উচ্চ সীমা নির্ধারণ করে নিবেন।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট চার্জ
যদি আপনার লেনদেনের সীমা প্রতি বছর 25,000 থেকে 2 লক্ষ হয় তাহলে আপনাকে 100 টাকা চার্জ দিতে হবে৷ যা বছরের শেষে আপনার একাউন্ট থেকে কেটে নেওয়া হবে। লেনদেন সীমার নিচে হলে কোনো চার্জ নেওয়া হবে না।
স্টুডেন্ট একাউন্টের সুবিধা ও অসুবিধা
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্টের সুবিধা বেশি এবং অসুবিধা কম। যার কারণে অনেক সুবিধার মধ্যে একটি ছোট অসুবিধা আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে। নিচে ডাচ বাংলা স্টুডেন্ট একাউন্টের সুবিধা ও অসুবিধা গুলো দেওয়া হল।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট সুবিধা
1. একটি স্টুডেন্ট একাউন্ট খুলতে কোন চার্জ নেই, মাত্র 500 টাকা জমা দিয়ে একটি স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে।
2. স্টুডেন্ট একাউন্টের জন্য একটি Nexus ATM কার্ড বিনামূল্যে প্রদান করা হয়৷
3. Nexus ATM কার্ডের জন্য কোনো বার্ষিক চার্জ নেই৷
4. নেক্সাস এটিএম কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, আপনি মাত্র 400 টাকা জমা দিয়ে এটিএম কার্ডটি আবার নিতে পারবেন।
5. নেক্সাস কার্ডের মাধ্যমে আপনি সহজেই এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন।
6. স্টুডেন্ট একাউন্টে জমা করা টাকার উপর বার্ষিক 5% হারে সুদ দেওয়া হয়।
7. অন্যান্য একাউন্টের মতো ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট থেকে প্রায় সকল সুবিধা পাবেন।
8. দেশের বাইরে থেকে ফ্রিল্যান্সিং এর টাকা স্টুডেন্ট একাউন্টে পাওয়া যাবে। এই জন্য কোন চার্জ নেই। আর যে কোনো পরিমাণ রেমিট্যান্স শিক্ষার্থীর একাউন্টে পাওয়া যাবে।
আরও পড়ুনঃডাচ বাংলা ব্যাংক হেল্পলাইন নাম্বার। রকেট হেল্পলাইন নাম্বার
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্টের অসুবিধা
1. একাউন্ট খোলার সময় পাঁচশ টাকা জমা দিতে হবে যা একজন স্টুডেন্ট এর জন্য একটু বেশি মনে হয়।
2. স্টুডেন্ট একাউন্টে কোনও চেক বই দেওয়া হয় না যা একটি বড় অসুবিধা।
3. যতক্ষণ একাউন্ট থাকবে ততক্ষণ নেক্সাস কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক গ্রাহক সেবা
আপনি দিনে 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন যেকোন সময়ে ডাচ-বাংলা ব্যাংকের গ্রাহক সেবা সুবিধা নিতে পারবেন এবং একাউন্ট সম্পর্কিত যে কোনও তথ্য বিস্তারিতভাবে জানতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারর 16216 এবং দেশের বাইরে থেকে 09666716216।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম -আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারও বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।