বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম | বিকাশের পিন পরিবর্তন
আপনি আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে চান। কারণ আপনি ভাবতে পারেন যে আপনার বিকাশ একাউন্টের বর্তমান পিন নাম্বারটি নিরাপদ নয়। তাই আপনাকে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে হবে। এমতাবস্থায় বিকাশ একাউন্টের পিন নাম্বার বা পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
বিকাশ পিন পরিবর্তন করার নিয়মবাংলাদেশের মোবাইল ব্যাংকিং জগতে "বিকাশ" খুবই জনপ্রিয় একটি নাম। বিভিন্ন সুবিধা পেয়ে বিকাশের ব্যবহার যেমন দিন দিন বাড়ছে, তেমনি বাড়ছে নানা ধরনের প্রতারণাও। বর্তমানে বিকাশ তার গ্রাহকদের একাউন্টের নিরাপত্তা জোরদার করতে 4 সংখ্যার পিনের পরিবর্তে 5 সংখ্যার পিনের সিদ্ধান্ত নিয়েছে। যদি কেউ বর্তমানে একটি 4-সংখ্যার পিন ব্যবহার করে থাকেন, তাহলে এখনই 5- সংখ্যায় পিন পরিবর্তন করুন।
আরও পড়ুন: নগদ একাউন্ট কার নামে খোলা/কার আইডি কার্ড দিয়ে খোলা কিভাবে জানবেন?
পিন নাম্বার পরিবর্তনে বিকাশের নির্দেশনাঃ
1. পিন নাম্বার অবশ্যই 5 সংখ্যার হতে হবে।
2. পিন নাম্বার দেওয়ার সময় শুধুমাত্র নাম্বার ব্যবহার করতে হবে।
3. নতুন পিন নাম্বার সেট করতে শেষে ব্যবহৃত তিনটি পিনের কোনোটিই ব্যবহার করা যাবে না।
4. এক ঘণ্টার মধ্যে তিনবার ভুল পিন দিলে, পিনটি লক হয়ে যাবে।
5. পিন নাম্বারের প্রথম সংখ্যা শূন্য (0) হওয়া যাবে না।
6. আট (8) ঘন্টার মধ্যে দুইবারের বেশি পিন পরিবর্তন করা যাবে না।
7. পরপর এবং একই অঙ্কের সংখ্যাগুলি পিন নাম্বার হিসাবে ব্যবহার করা যাবে না৷ যেমন 11111, 22222, 12345, 56789 ইত্যাদি।
বিকাশ পিন পরিবর্তন করার নিয়ম
আপনার বিকাশ একাউন্ট এর পিন নাম্বার সুরক্ষিত রাখতে 5 (পাঁচ) সংখ্যার পিন নাম্বার ব্যবহার করুন। আপনি বিকাশ একাউন্টের পিন নাম্বার পরিবর্তন করতে চাইতে পারেন কিন্তু পারবেন না। কিভাবে বিকাশ পিন পরিবর্তন করতে হয় তা নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1. প্রথমে, বিকাশ পিন নাম্বার পরিবর্তন করতে, আপনার মোবাইল ডায়াল অপশন থেকে *247# ডায়াল করুন।
5. এখন আপনার বিকাশ (PIN) নাম্বার পরিবর্তন সম্পূর্ণ হয়েছে৷ এখন আপনি আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন
বিকাশ পিন পরিবর্তন করুন
উপরের পদ্ধতি ছাড়াও আপনি বিকাশ হেল্পলাইন 16247 এ কল করে বিকাশ পিন পরিবর্তন করতে পারবেন এবং বিকাশ ওয়েবসাইটে লাইভ চ্যাটে কথা বলেও করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে। যেমনঃ
- NID কার্ড।
- আপনার বিকাশ একাউন্ট থেকে করা শেষ 10টি লেনদেন।
- NID কার্ডের প্রধান ব্যক্তি(যে ব্যক্তির নাম NID কার্ডে আছে)।
- আপনি যদি হেল্প লাইনের সাহায্য নেন, যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা হয়েছে সেই নাম্বার থেকে কল করতে হবে।লাইভ চ্যাট হলে যে নাম্বারে বিকাশ একাউন্ট খোলা হয়েছে সেটি দিতে হবে।
আরও পড়ুন: ট্রাস্ট ব্যাংক মোবাইল ব্যাংকিং। Trust Bank mobile banking
কিভাবে বিকাশ পিন নাম্বার পরিবর্তন করবেন তা নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি ভালো করে পড়ে থাকেন বা দেখে থাকেন তাহলে সহজেই বিকাশের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন।
ধন্যবাদ সবাইকে।
খুব উপকারী পোস্ট
ধন্যবাদ