মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ ২০২৩ | মেয়েদের রাগ ভাঙ্গানোর এসএমএস

মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ - আসসালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ, এসএমএস নিয়ে। আশা করি সবাই মনোযোগ সহকারে পড়বেন। তো চলুন শুরু করা যাক।

মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ

মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ

মেয়েদের রাগ ভাঙ্গানোর বাছাইকৃত কয়েকটি মেসেজ শেয়ার করা হলো। যেগুলো আপনি যেকোনো মেয়েকে বললে সহজেই তার রাগ ভেঙ্গে যাবে।

✅ মেসেজঃ ওই পাগলি, আমি ভুল করলে আমার সাথে ইচ্ছেমতো ঝগড়া করে নিও! কখনো রাগ করে আমার সাথে কথাটা বন্ধ করিওনা প্লিজ।

✅ মেসেজঃ যতই রাগ, অভিমান করনা কেন। হাজার অভিমানের পরও আমায় এসএমএস দিতে বাধ্য, যদি সত্যি ভালোবেসে থাকো।

✅ মেসেজঃ জানিস? রাগের মাথায় যখন তোকে কথা শোনাই তুই ভাবিস খুব সহজেই বলে। কিন্তু তোর থেকে বেশী কষ্ট হয় আমার হয়।

✅ মেসেজঃ মনের রাগ পুষে রাখলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানে দুরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রত্যেকটি সম্পর্কই স্থায়ী হয়।

✅ মেসেজঃ বালকঃ রাগ করে কি লাভ বলো? একদিন তো মরেই যাব। বালিকাঃ একদিন যখন মরতেই হবে, তবে দেরি কেন এখনই মর।

আরও পড়ুনঃ সবচেয়ে কম দামে বাটন মোবাইল এর দাম ২০২৩

✅ মেসেজঃ কেউ রাগ করলে সেই রাগ ভাঙ্গানোর উপায় বের করার জন্য সারা রাত জেগে থাকার নামই ভালবাসা।

✅ মেসেজঃ মেয়েরা কথায় কথায় রাগ করে। তাই বলে তারা সবার  উপর রাগ করে না। তারা শুধু তার উপরই রাগ করে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে।

✅ মেসেজঃ রাগারাগি ছাড়া ভালোবাসা শোভা পায় না! রাগের মাঝেই না বলা ভালোবাসা খুজে পাওয়া যায়।

✅ মেসেজঃ রাগ আসেনা মোর, এটাতো কেবল ভিতরেই তোলে ঝড়। প্রত্যাশারাও আজ অবসরে, তাই বারা বারি ছাড়াই ঘোরেফেরে।

✅ মেসেজঃ পাগলি আমার রাগ করনো, একটু কাছে এসো। তোমার জন্য কান ধরেছি, একটু ভালোবাসো। আই লাভ ইউ।

✅ মেসেজঃ তুমি রাগ, তুমিই রঙ, শিরার কোনে শিহরন । ছুঁয়ে দিলে তোমার ঐ ঠোঁটে, স্পন্দন খোঁজে বিদ্ধ আমার এই মন।

✅ মেসেজঃ তুমি রাগ করলে আমার ভুবন কালো। তুমি হাসলে দেখি অমাবস্যায় আলো। আলো আঁধারের হাজার সুতো, মায়ায় ঢাকে জীবন ক্ষত। এমনি করেই আগলে রাখা বড্ড লাগে ভালো।

✅ মেসেজঃ যদি তোর উপর কখনও অনেক বেশি রাগ হয়। আর আমার রাগ ভাঙ্গানোর জন্য তোর একটা মেসেজই যথেষ্ট।

✅ মেসেজঃ রাগ করে থেকো না গো! তুমি রাগ করে থাকলে আমার কিছুই ভালো লাগে না।

✅ মেসেজঃ যখন তুমি তোমার রাগ নিয়ন্ত্রন করতে পারবে। বুঝে নিও জীবনটাও কন্ট্রোল করতে শিখে গেছো।

✅ মেসেজঃ যে ধৈর্য ধরতে জানে, তার কাছে একদিন সব কিছুই ফিরে আসে। হারানো সময়, সম্মান, বিশ্বাস, আর ভালোবাসা।

✅ মেসেজঃ তোমার অভিমানের জন্য হয়তো তোমাকে কেউ শাস্তি দেবে না। কিন্তু তোমার অভিমানই তোমাকে অনেক শাস্তি দেবে।

✅ মেসেজঃ রাগ তোমার নয় শুধু, আমারো আছে। তুমি দেখাতে পারো, আর আমি সইতে।

✅ মেসেজঃ অনেক ভালবাসি তোমায়। মন চায় আর ও ভালবাসি। আর বার বার বলি আরও বেশি ভালবাসতে চাই তেমাকেই।

✅ মেসেজঃ প্রচন্ড রাগ! মেসেজ না করার শপথ! তার পরও বার বার ইনবক্স চেক করা। এই ভেবে, এই বুঝি তার মেসেজ এলো এটাই ভালোবাসা।

✅ মেসেজঃ রাগ তার ওপরেই করা যায়। যাকে অনেক ভালোবাসা যায়।

✅ মেসেজঃ বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমায় ভুলতে পারে। যেমন ছিলাম তোমার পাশে, আজও আছি ভালোবেসে।

আরও পড়ুনঃ Symphony বাটন মোবাইলের দাম ২০২৩

✅ মেসেজঃ তুমি যেতে চাইলে উড়িয়ে দেব। সব করতে পারি তবে জোর খাটাতে না। হ্যাঁ এটাই আমি।

✅ মেসেজঃ অভিমান সবার উপর করা যায় না। অভিমান করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই অভিমান করা যায়।

✅ মেসেজঃ আমি রাগ করি না! কারন আমি জানি আমার রাগের মূল্য কারো কাছে নেই।

✅ মেসেজঃ যার রাগ বেশি, সে নিরবে অনেক ভালবাসতে জানে। যে নিরবে ভালবাসতে জানে, তার ভালবাসার গভীরতা ততো বেশি। আর যার ভালবাসার গভীরতা বেশি, তার কষ্ট অনেক বেশি।

✅ মেসেজঃ কখনও কখনও তুমি অভিমান না করলে আমি সেই ভালো লাগা থেকে বঞ্চিত হয়ে যাই।

✅ মেসেজঃ আমার তুমি ভীষণ দামী, অভিমান করলে অভিমান ভাঙ্গাতে জানি। শাসন করলে তা মানতে রাজি, বকলে পরে কাঁদতে পারি, ঝগড়া করলে আদরের আবদার রাখি।

✅ মেসেজঃ যার সাথে আমি রাগ করে বেশিক্ষন থাকতে পারিনা। তার সাথেই কেন বেশি রাগারাগি হয়? বুঝিনা।

✅ মেসেজঃ তুমি রাগ করলে আমি মানবো। তুমি কষ্ট পেলে আমি মুছে দেব। তুমি থাকতে চাইলে আগলে নেব।

শেষ কথা 

আজকের পোস্টে মেয়েদের রাগ ভাঙ্গানোর মেসেজ, এসএমএস শেয়ার করা হয়েছে। এই মেসেজ গুলো দিয়ে খুব সহজেই মেয়েদের রাগ ভাঙ্গাতে পারবেন।

আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url