এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩ | Ssc board challenge 2023
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম - আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে।
২০২৩ সালের ২৮ জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকেরই আশানুরূপ ফলাফল হয়নি। কোনো বিষয়ে ২/৩ মার্কের জন্য এ প্লাস ছুটে গেছে৷ অথবা ভালো পরীক্ষা দিয়েও ফেল আসছে তাদের জন্যই মূলত বোর্ড চ্যালেঞ্জ সিস্টেম।
অনেকের ধারণা বোর্ড কর্তৃপক্ষ খাতা পুনঃনিরীক্ষণ করে। কিন্তু আসলে এই প্রক্রিয়ায় বোর্ড থেকে নম্বর গণনা কিংবা কোথাও নম্বর প্রদানে ভুল ভ্রান্তি হয়েছে কিনা সেসব বিষয় মিলিয়ে দেখা হয়।
আবেদনের সময়সীমা
২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া ২৯-০৭-২০২৩ তারিখ থেকে ০৪-০৮-২০২৩ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম ২০২৩
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ করতে বোর্ড এ যাওয়ার কোন প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই মোবাইল দিয়েই এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর জন্য আবেদন করতে পারবেন।
আবেদন করার আগে যা যা জানা জরুরি
ফলাফল পুনঃনিরীক্ষনের ক্ষেত্রে ১টি বিষয়ের আবেদন ফি বাবদ ১২৫ টাকা কেটে নেওয়া হবে। যেসকল বিষয়ে দুটি পত্র রয়েছে সেক্ষেত্রে ২৫০ টাকা কেটে নেওয়া হবে।
আবেদন করতে যা যা লাগবে
- একটি সচল মোবাইল নম্বর
- আবেদন ফি
- একটি টেলিটক সিম ও মোবাইল
এসএমএসের মাধ্যমে যেভাবে আবেদন করবেন
১ম ধাপঃ মোবাইলের ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুন RSC<স্পেস>নিজ নিজ বোর্ডের প্রথম ৩ অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>বিষয় কোড
উদাহরণঃ ঢাকা বোর্ড এর কোন শিক্ষার্থীর রোল নম্বর যদি হয় 537653 তার বাংলা ১ম পত্রের জন্যে আবেদন করতে লিখতে হবে: RSC<স্পেস>DHA<স্পেস>537653<স্পেস>101 পাঠিয়ে দিন 16222 এই নম্বরে।
উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয়গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবেঃ
RSC<স্পেস>DHA<স্পেস>537653<স্পেস>101,107
শিক্ষা বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর:
- ঢাকা বোর্ডের জন্য DHA
- কুমিল্লা বোর্ডের জন্য COM
- চট্টগ্রাম বোর্ডের জন্য CHI
- বরিশাল বোর্ডের জন্য BAR
- দিনাজপুর বোর্ডের জন্য DIN
- রাজশাহী বোর্ডের জন্য RAJ
- যশোর বোর্ডের জন্য JES
- সিলেট বোর্ডের জন্য SYL
- ময়মনসিংহ বোর্ডের জন্য MYM
- মাদ্রাসা বোর্ডের জন্য MAD
- এবং কারিগরি বোর্ডের জন্য TEC।
RSC<স্পেস>YES<স্পেস>পিন নম্বর<স্পেস>আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)
উদাহরণঃ ধরুন ফিরতি এসএমএস এ প্রদত্ত আপনার পিন নম্বর হল 76421 এবং আপনার মোবাইল নম্বর 01595XXXXXX সেক্ষেত্রে আবেদন করবেন এভাবেঃ
RSC<স্পেস>YES<স্পেস>54321<স্পেস>01595XXXXXX
উপরের পদ্ধতি গুলো যদি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন, তাহলে আপনার বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।