এইচএসসি বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট - আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এইচএসসি বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব এইচএসসি বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট।
শেষ মুহুর্তে প্রস্তুতিকে আরও জোড়ালো করতে এই মডেল টেস্ট এর MCQ গুলো অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে যাচাই করতে আমাদের দেওয়া MCQ গুলো দেখে নিতে পারেন। বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে আমাদের এই মডেল টেস্ট। তো চলুন শুরু করা যাক যাক।
এইচএসসি বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট | Hsc Bangla 1st paper Mcq Model Test
১. অনুপমের বাবা কী করে জীবিকা নির্বাহ করতেন?
ক. ডাক্তারি
খ. মাস্টারি
গ. ওকালতি
ঘ. ব্যবসায়
✅ মাস্টারি
২. হরিশ মানুষ হিসেবে কেমন ছিল?
ক. রসিক
খ. গম্ভীর
গ. রাগী
ঘ. তোষামুদে
✅ রসিক
৩. ‘আমার পথ’ প্রবন্ধে কোনটিকে বড় দাসত্ব বলা হয়েছে?
ক. পরাবলম্বন
খ. নিষ্ক্রিয়তা
গ. গোলামির ভাব
ঘ. মিথ্যা অবলম্বন
✅পরাবলম্বন
৪. কাজী নজরুল ইসলামের ‘মৃত্যুক্ষুধা’ কী ধরনের রচনা?
ক. গল্প
খ. নাটক
গ. প্রবন্ধ
ঘ. উপন্যাস
✅ উপন্যাস
৫. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. নাট্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. কাব্যগ্রন্থ
ঘ. দিনলিপি
✅ দিনলিপি
৬. মানুষকে কী হিসেবে বেড়ে উঠতে হবে?
ক. সাহসী
খ. প্ৰগতিশীল
গ. শক্তিশালী
ঘ. মানুষ
✅মানুষ
৭. ‘মাসি-পিসি’ গল্পের শকুন কিসের প্রতীক?
ক. দীর্ঘশ্বাস
খ. হাহাকার
গ. দুঃশাসন
ঘ. দুঃসময়
✅দুঃসময়
৮. ‘মাসি-পিসি’ গল্পে প্রকাশ পেয়েছে-
i. নারী লাঞ্ছনার চিত্র
ii. তৎকালীন সমাজবাস্তবতা
iii. প্রান্তিক জীবনের অসহায়ত্ব
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও ইইই
✅ i, ii ও ইইই
৯. মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে- কথাটি কার?
ক. মহিউদ্দীনের
খ. শম্ভুনাথের
গ. শেখ মুজিবের
ঘ. নুরুল হুদার
✅ শেখ মুজিবের
১০.১৯৭০ সালের নির্বাচনে কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে?
ক. যুক্তফ্রন্ট
খ. কৃষক প্রজাপার্টি
গ. সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট
ঘ. আওয়ামী লীগ
✅ আওয়ামী লীগ
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :
‘হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মৃত্যুর বীভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে আমি তো তাদের জন্য এমন সহজ মৃত্যু করি না কামনা।
১১. উদ্দীপকের সাথে ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টির সাদৃশ্য রয়েছে?
ক. বাঙালির বীরত্ব
খ. বাঙালির সাহসিকতা
গ. পাকবাহিনীর বর্বরতা
ঘ. পাকিস্তানিদের স্বার্থপরতা
✅ পাকবাহিনীর বর্বরতা
১২. উদ্দীপকের আবহে ‘রেইনকোট’ গল্পের যে দিকটি ফুটে উঠেছে-
i. মুক্তিযুদ্ধের ভয়াবহ চিত্র
ii. পাকিস্তানিদের নিষ্ঠুরতা
iii. বাঙালির বিজয়গাথা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও ইইই
✅ i ও ii
১৩. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্য প্রকাশিত হয়?
ক. ১০ বছর
খ. ১৫ বছর
গ. ২০ বছর
ঘ. ২৫ বছর
✅ ১৫ বছর
১৪. নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা?
ক. নবযুগ
খ. সবুজপত্র
গ. অগ্নিশিখা
ঘ. অগ্নিপত্র
✅ নবযুগ
১৫. কবির হাতে রয়েছে-
i. মারণাস্ত্র
ii. বাঁশের বাঁশরি
iii. রণ-তূর্য
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও ইইই
✅ i ও iii
১৬. ‘প্রতিদান’ কবিতার রচয়িতা কে?
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. জসীমউদ্দিন
গ. মহাদেব সাহা
ঘ. শহীদ কাদরী
✅ জসীমউদ্দিন
১৭. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে?
ক. আমের মুকুল
খ. দক্ষিণ দুয়ার
গ. দখিনা সমীর
ঘ. বাতাবি নেবুর ফুল
✅ দখিনা সমীর
১৮. “সঁপে আত্মাকে শপথের কোলাহলে”- “আঠারো বছর বয়স’ কবিতার চরণটিতে কী প্রকাশিত?
ক. সাহসিকতা
খ. সহমর্মিতা
গ. পদক্ষেপের দৃঢ়তা
ঘ. তারুণ্যের ক্ষুব্ধতা
✅ পদক্ষেপের দৃঢ়তা
১৯. ‘সোনার তরী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. সনেট
✅ মাত্রাবৃত্ত
২০. ‘নেহারি’ শব্দের অর্থ কী?
ক. হার না মানা
খ. অনুসন্ধান করা
গ. প্রত্যক্ষ করে
ঘ. মাথা নত করে
✅ প্রত্যক্ষ করে
উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :
‘গাহি সাম্যের গান,
মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান।”
২১. উদ্দীপকের ভাব ‘প্রতিদান’ কবিতার কোন ভাবটিকে ধারণ করে?
ক. সাম্যবাদ
খ. প্রতিবাদ
গ. হিংসা-বিদ্বেষপূর্ণ মনোভাব
ঘ. জাগরণ চিন্তা
✅ সাম্যবাদ
২২. উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতায় প্রকাশ পেয়েছে-
i. মানুষের প্রতি ভালোবাসা
ii. মানুষের প্রতি অবহেলা
iii. মানুষের শ্রেষ্ঠত্ব
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও ইইই
✅ i ও ii
২৩. ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রকাশিত হয়-
ক. ১৯৩২
খ. ১৯৩৩
গ. ১৯৩৫
ঘ. ১৯৩৬
✅ ১৯৩৫
২৪. ‘আকাল’ কাব্যগ্রন্থটি কে সম্পাদনা করেছে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. শামসুর রাহমান
ঘ. আল মাহমুদ
✅ সুকান্ত ভট্টাচার্য
২৫. “Long live Nabab Jafar Ali Khan” সংলাপটি কার?
ক. রাজবল্লভ
খ. ক্লাইভের
গ. কিলপ্যাট্রিকের
ঘ. ক্লেটনের
✅ কিলপ্যাট্রিকের
২৬. কে প্রাণভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে?
ক. ক্লেটন
খ. রজার ড্রেক
গ. মানিকচাঁদ
ঘ. রায়দুর্লভ
✅ রজার ড্রেক
২৭. ‘যত বড় মুখ নয় তত বড় কথা”- এ উক্তির মাধ্যমে বোঝানো হয়েছে-
i. বাঙালিদের কথা ইংরেজদের পছন্দ হয় না
ii. ইংরেজদের কাছে বাঙালি তুচ্ছ জাতি
iii. ইংরেজদের দৃষ্টিতে বাঙালি কাপুরুষ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও iii
✅ i, ii ও iii
২৮. মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ কোন বিষয়টিকে প্রকাশ করে?
ক. গর্ব
খ. ক্ষোভ
গ. হিংসা
ঘ. ক্রোধ
✅ ক্রোধ
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :
অচিনপুর গ্রামে একজন সাধু বাবার আগমন ঘটেছে। তিনি নাকি ঝড়-বৃষ্টি থামাতে পারেন, নদীর ওপর দিয় হেঁটে যেতে পারেন। চাঁদকেও হাতের মুঠোয় পুরতে পারেন।
২৯. উদ্দীপকের ‘সাধু বাবা’ ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
ক. মজিদ
খ. মতলুব মিয়া
গ. দুদু মিয়া
ঘ. পীর সাহেব
✅ পীর সাহেব
৩০. এরূপ মিল হওয়ার কারণ-
i. তিনি সূর্যকে ধরে রাখেন
ii. তিনি হুকুম না দিলে নামাজের সময় গড়ায় না
iii. তিনি মুরিদদের বেহেস্তে যাওয়ার ব্যবস্থা করেন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. i, ii ও ইইই
✅ i ও ii
শেষ কথা
আজকের পোস্টে এইচএসসি বাংলা ১ম পত্র mcq মডেল টেস্ট শেয়ার করা হয়েছে। বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে আমাদের এই মডেল টেস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।