এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৩ উত্তরমালা সহ | Hsc bangla 1st Paper Model test

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট - আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট।

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট

শেষ মুহুর্তে প্রস্তুতিকে আরও জোড়ালো করতে এই মডেল টেস্ট এর সৃজনশীল প্রশ্ন গুলো অনেক গুরুত্বপূর্ণ। নিজেকে যাচাই করতে আমাদের দেওয়া সৃজনশীল প্রশ্ন গুলো দেখে নিতে পারেন। বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে আমাদের এই মডেল টেস্ট। তো চলুন শুরু করা যাক যাক।

এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট ২০২৩ | Hsc bangla 1st Paper Model test 

সৃজনশীল প্রশ্ন ১ঃ  কন্যার বাপ সবুর করিতে পারিতেন, কিন্তু বরের বাপ সবুর করিতে চাহিলেন না। তিনি দেখিলেন, মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গিয়াছে, কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টায়ও পার হইয়া যাইবে। মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গিয়াছে বটে, কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে, সেই জন্যই তাড়া।”

ক. বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?

খ. অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি।- উক্তিটি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের কন্যার বাপের সাথে ‘অপরিচিতা’ গল্পের অনুপমের মামার সাদৃশ্য দেখাও।

ঘ. উদ্দীপকের ঘটনাচিত্র ‘অপরিচিতা’ গল্পের খণ্ডাংশের প্রতিনিধিত্ব করে। মাত্র- কথাটির যথার্থতা বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ২ঃ যাকে অপদার্থ, অকর্মণ্য বলে উপহাস করা হচ্ছে, তাকে যদি কেউ সাহস দেয়, এগিয়ে যাবার পরামর্শ এবং সহযোগিতার হাত বাড়ায়, তবে সেই মানুষটির মানসিক ও আত্মিক বিবর্তন ঘটবে। এতে অলস পরিশ্রমী হতে পারে, অপ্রতিভ সপ্রতিভ হবে, ভীরু সাহসী হবে, মূর্খ বিদ্বান হবে, দুর্বল বলবান হতে পারে। এর অন্যতম কারণ, সেই মানুষটির অন্তর্নিহিত সত্যের বিকাশ।

ক. ‘আমার পথ’ প্রবন্ধেটি কোন প্রবন্ধগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?

খ. কাজী নজরুল ইসলাম ‘আমার সত্য’ বলতে কী বুঝিয়েছেন?

গ. উদ্দীপকের ভাবনা ‘আমার পথ’ প্রবন্ধের সঙ্গে কীভাবে সামসঞ্জস্যপূর্ণ?

ঘ. “আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে”- উদ্দীপক ও ‘আমার পথ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিচার কর।

আরও পড়ুনঃ এইচএসসি বাংলা ১ম পত্র MCQ মডেল টেস্ট

সৃজনশীল প্রশ্ন ৩ঃ  বিধবা আলেয়ার ঘাড়ে যখন ছোট্ট মিতুর লালন-পালনের ভার এসে পড়ে তখন তিনি কিছুটা বিরক্ত হয়েছিলেন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভাই ও ভাবির মৃত্যুর পর ভাইঝি মিতুর দায়িত্ব না নিয়ে তার উপায় ছিল না। আর এখন মিতুকে ছাড়া তার এক মুহূর্তও চলে না। মিতুকে ভালো রাখার জন্য তিনি অনলাইনে কাপড়ের ব্যবসায় শুরু করেছেন।

ক. কোন বাজারে তরিতরকারি ফলমূলের দাম চড়া?

খ. কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা’- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের কোন বিষয়টি উঠে এসেছে? আলোচনা কর।

ঘ. “উদ্দীপকে ‘মাসি-পিসি’ গল্পের সমগ্র ভাব ফুটে ওঠেনি- তোমার মতামতসহ আলোচনা কর।

সৃজনশীল প্রশ্ন ৪ঃ  কলিমদ্দি দফাদারের বোর্ড অফিস শীতলক্ষ্যার তীরের বাজারে। নদীর এপারে ওপারে বেশকিছু বড় বড় কলকারখানা। এগুলো শাসনের সুবিধার্থে একদল খান সেনা বাজার সংলগ্ন হাই স্কুলটিকে ছাউনি করে নিয়েছে। কোনো কোনো রাত্রে গুলিবিনিময় হয়। কোথা হতে কোন পথে কেমন করে মুক্তিফৌজ আসে, আক্রমণ করে এবং প্রতিআক্রমণ করলে কোথায় হাওয়া হয়ে যায়, খান সেনারা তার রহস্য ভেদ করতে পারে না।

ক. ‘বর্ষাকালেই তো জুৎ’ – কথাটি কে বলেছিল?

খ. “রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন” ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকটির শেষাংশের বক্তব্য ‘রেইনকোট’ গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা কর।

ঘ. “উদ্দীপকটিতে ‘রেইনকোট’ গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।” – তোমার মতামতসহ আলোচনা কর।

সৃজনশীল প্রশ্ন ৫ঃ মহাকাল ধরে যাহা জরাজীর্ণ, দীর্ণ, পুরাতন

কালজয়ী সেই সত্য, যাহা নিত্য ক্ষয়হীন দীপ্ত চিরন্তন। কীর্তি, যার সুমহান, সত্য-পূত যার মহাপ্রাণ

মৃত্যু যারে শ্রদ্ধাভরে এনে দেয় প্রচুর সম্মান।

ক. ‘সোনার তরী’ কবিতাটির অধিকাংশ পক্তি কত মাত্রার পূর্ণপূর্বে বিন্যস্ত?

খ. ‘একখানি ছোটো খেত, আমি একেলা’- বলতে কবি বুঝিয়েছেন?

গ. ‘সোনার তরী’ কবিতার সঙ্গে উদ্দীপক কীভাবে সাদৃশ্যপূর্ণ হয়ে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. ‘সোনার তরী’ কবিতায় চরিত্রের অন্তরালে কবি যে গভীর জীবন দর্শন ব্যক্ত করেছেন, উদ্দীপকে তার অনেকাংশই প্রতিফলিত হয়েছে’- মন্তব্যটি বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৬ঃ স্রোতের বিপরীতে চলা মানুষ রহমান। জীবনে কখনো কারও ক্ষতি করার চেষ্টা করেননি। বরং কেউ তার ক্ষতি করলে তিনি প্রতিদান হিসেবে উপকার করার চেষ্টা করেন। তার ধারণা- ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়।

ক. কবি কার জন্য কাঁদেন?

খ. কাঁটা পেয়ে তারে ফুল করি দান’- কেন বলা হয়েছে? ব্যাখ্যা কর।

গ. উদ্দীপক ও ‘প্রতিদান’ কবিতার সাদৃশ্যসূত্র চিহ্নিত কর।

ঘ. ‘ঘৃণা নয়, ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায়’- ‘প্রতিদান’ কবিতার আলোকে তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৭ঃ  বাংলার ক্লাসে জাভেদ রহমান বললেন- তোমরা এখন যে বয়সে আছ সেই বয়সটি তারুণ্যের, বিদ্রোহের আর সৃজনশীলতার। এই বয়সের তরুণরাই দেশকে শোষণমুক্ত ও স্বাধীন করার জন্য রাজপথে রক্ত ঝরিয়েছে।

ক. আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?

খ. ‘পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা’- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের সঙ্গে ‘আঠারো বছর বয়স’ কবিতার সাদৃশ্য কোথায়? আলোচনা কর।

ঘ. “তরুণরাই পারে অসম্ভবকে সম্ভব করতে:- উদ্দীপক ‘আঠারো বছর বয়স’ কবিতার আলোকে বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ৮ঃ  রহমতগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী পাকবাহিনীর বিরুদ্ধে পরিচালিত সব কটি যুদ্ধাভিযানে কৃতিত্বের পরিচয় দিয়েছে। পাকসেনাদের কুপোকাত করে নিজের এলাকা সুরক্ষিত রেখেছে। আব্বাস আলীর জ্ঞাতি ভাই জাফর আলী একজন দেশদ্রোহী, একজন বিশ্বাসঘাতক। রুস্তম আলী অনেক বুঝিয়েও তাকে সুপথে আনতে পারেননি। জাফর আলী সুকৌশলে আব্বাস আলীকে ধরিয়ে দেয় পাকসেনাদের হাতে।’

ক. মিরজাফরের গুপ্তচর কে?

খ. ‘‘কত বড় শক্তি, তবু কত তুচ্ছ।”- উক্তিটি ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

ঘ. আপনজনের দ্বারা ভয়বহ বিপর্যয়ের শিকার নবাব সিরাজউদ্দৌলা ও আব্বাস আলী- মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

সৃজনশীল প্রশ্ন ৯ঃ “ওরা গুলি ছোড়ে এ দেশের প্রাণে, দেশের দাবিকে রোখে।

ওদের ঘৃণা পদাঘাত, এ বাংলার বুকে।

ওরা এ দেশের নয়

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়।”

ক. ‘সিরাজউদ্দৌলা’ নাটকে কয়টি অঙ্ক আছে?

খ. ‘আসামির সেই অধিকার থাকে নাকি?” উক্তি কার এবং কোন প্রসঙ্গে করেছে?

গ. উদ্দীপকের প্রথম দুই চরণের ভাবার্থ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

ঘ. উদ্দীপকের শেষ দুই চরণের ভাবার্থ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের একটি তাৎপর্যপূর্ণ দিক।- বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১০ঃ  শাহবাজপুর গ্রামের সালামত শেখপাড়ার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। মসজিদের ইমামতি ছাড়াও বিভিন্ন সামাজিক কাজে তার সমান অংশগ্রহণ। অসুস্থ কেউ তার কাছে ঝাড়ফুঁকের জন্য দ্বারস্থ হলে তিনি তাদের ডাক্তার ও হাসপাতালের শরণাপন্ন হতে পরামর্শ দেন।

ক. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?

খ. “মজিদের শক্তি ওপর থেকে আসে, আসে ঐ সালু কাপড়ে আবৃত মাজার থেকে”- ব্যাখ্যা কর।

গ. উদ্দীপকের সালামত শেখ এবং মজিদের মধ্যে বিরোধ কোথায়? আলোচনা কর।

ঘ. “অসুস্থ কেউ তার কাছে ঝাড়ফুকের জন্য দ্বারস্থ হলে তিনি তাদের ডাক্তার ও হাসপাতালের শরণাপন্ন হতে পরামর্শ দেন।”- ‘লালসালু’ উপন্যাসের আলোকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ কর।

সৃজনশীল প্রশ্ন ১১ঃ  পারভেজ সাহেব বিদেশে গিয়ে অঢেল টাকা উপার্জন করেছেন। এলাকার রাস্তা, সেতু, মসজিদ, মন্দির তৈরিতে তার অকাতর দান রয়েছে। নিঃসন্তান পারভেজের পিতৃ-হৃদয়ের আচ্ছাদন পুরণে অনেকেই তাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দেন। স্ত্রী লাভলীও তাকে এ প্রস্তাব দেন। পারভেজ তার এক বোনের নবজাতককে নিজ সন্তান হিসেবে প্রতিপালন করে স্ত্রী লাভলীর মাতৃ-হৃদয়ের অতৃপ্ত বাসনা পূরণ করেন।

ক. ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট কে?

খ. “সমস্ত আস্ফালনের মুখে চুন দিল”- বলতে কী বোঝানো হয়েছে?

গ. উদ্দীপকের পারভেজ ও ‘লালসালু’ উপন্যাসের মজিদ চরিত্রের মানসিক পার্থক্য আলোচনা কর।

ঘ. “উদ্দীপকে প্রতিফলিত ইতিবাচক জীবন চেতনা ‘লালসালু’ উপন্যাসে অনুপস্থিত। “- মন্তব্যটি বিচার কর।

উত্তরমালা

শেষ কথা 

আজকের পোস্টে এইচএসসি বাংলা ১ম পত্র মডেল টেস্ট শেয়ার করা হয়েছে। বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে আমাদের এই মডেল টেস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url