ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | Du Ka Unit Result 2023

ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩- আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থীরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল খুঁজতেছেন আজকের পোস্টটি তাদের জন্য। আজকে আমি শেয়ার করব ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩। আশা করি যারা পরীক্ষা দিয়েছেন তাদের উপকারে আসবে।

ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে বা ভালো ফলাফল করবে তাদের ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তির সুযোগ দেওয়া হবে। তাই নিচে আপনি কিভাবে আপনার ঢাবি ক  ইউনিটের ফলাফল দেখতে পাবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ | Du Ka Unit Result 2023

ঢাবি ক ইউনিটের রেজাল্ট দুই ভাবে দেখা যাবে

  1. ওয়েবসাইট এ লগিন করে
  2. এসএমএসের মাধ্যমে 

ওয়েবসাইট এর মাধ্যমে ঢাবি ক ইউনিটের রেজাল্ট দেখার নিয়ম

রেজাল্ট দেখুন

  • রেজাল্ট দেখুন এই খানে ক্লিক করুন। 
  • তারপর আপনি আপনার ভর্তি আইডি নম্বর দিন।
  • তারপর আপনি আপনার মাধ্যমিক রোল নম্বর দিন।
  • সাবমিট অপশনে ক্লিক করুন।
  • তাহলে আপনি আপনার ঢাবি  ইউনিটের ভর্তির ফলাফল পাবেন।

মোবাইলে এসএমএসের মাধ্যমে ঢাবি ক ইউনিটের রেজাল্ট দেখার নিয়ম 

➲ DU <space> unit <space> roll send: 16321
➲ Example: DU <space> KA <space> roll send: 16321

  • প্রথমে আপনি মোবাইল ফোনের SMS অপশনে যান।
  • অপশনে গিয়ে DU <space> KA <space> ভর্তি পরীক্ষার রোল লিখুন।
  • তারপর পাঠিয়ে দিন 16321 নম্বরে।
  • তারপর ফিরতি sms, আপনি আপনার ঢাবি ক ইউনিটের ভর্তির ফলাফল পাবেন।

শেষ কথা 

আজকের পোস্টে ঢাবি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার নিয়ম দেওয়া হয়েছে। আপনারা যারা ঢাবি ক ইউনিট পরীক্ষা দিয়েছেন তারা রেজাল্ট দেখে নেন। কেউ কিছু বুঝতে না পারলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url