ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩ | ঈদুল আজহা কোরবানি ঈদের এসএমএস, বাণী,উক্তি ও ছবি

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩- আজকের আর্টিকেল টিতে আমরা আলোচনা করবো ঈদুল আজহার শুভেচ্ছা স্ট্যাটাস,কোরবানি ঈদের এসএমএস, বাণী ইত্যাদি নিয়ে। 

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩ | ঈদুল আজহা কোরবানি ঈদের এসএমএস, বাণী,উক্তি ও ছবি

আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান বন্ধুরা, আশা করি সকলেই আল্লহের অশেষ রহমতে ভালো আছেন। আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে ঈদুল আজহার অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। 

ঈদুল আজহার শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

প্রত্যেক বছর ঈদের দিন টিকে খুশির সাথে কাটাতে সবাই ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে চায়। বিশ্বের সকল মুসলমানের জন্য ঈদের দিনটি বিশেষ একটি দিন।

তাই সকল মুসলমান এই দিনটিতে ঈদ সম্পর্কিত উক্তি, শুভেচ্ছা এসএমএস সবার সাথে শেয়ার করে থাকে। তাই এখান থেকে দেখে নিন জনপ্রিয় ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস। এবং অবশ্যই সবার সাথে ঈদ নিয়ে শুভেচ্ছা স্ট্যাটাস গুলো শেয়ার করবেন।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারে, ঈদ-উল-আযহা জিলহজ মাসের ১০তম দিনে পড়ে। আন্তর্জাতিক ক্যালেন্ডারের তারিখগুলি প্রতি বছর আলাদা হয়। এটি সাধারণত এক বছর থেকে অন্য বছরে ১০ বা ১১ দিন কমে যায়। ঈদের তারিখ স্থানীয়ভাবে যিলহজ্জ মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে।ঈদ উৎসবে মেতে উঠেছে দেশের মানুষ। ঈদের আগাম শুভেচ্ছা জানানো শুরু হয়েছে।

আরও পড়ুনঃ

তাই আজকের পোস্টটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি । ঈদুল আযহার শুভেচ্ছা স্ট্যাটাস, পবিত্র ঈদুল আযহার উক্তি বাণী ,এসএমএস, বার্তা, এবং পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস।

কুরবানী ঈদের শুভেচ্ছা বার্তা

পরম দয়ালু মহান আল্লাহ তায়ালা মুসলিম জাতির জন্য পুরস্কার দিয়েছেন অত্যন্ত সুন্দর এবং আনন্দের দুটি ঈদের দিন। প্রত্যেক মুসলমান ভাই-বোনেরা এই দুই ঈদের দিন খুব আনন্দের সাথে কাটায়। ঈদুল আযহা অর্থাৎ কুরবানী ঈদের দিনটি যেন আরো ভালোভাবে কাটে সেজন্য আমরা নিয়ে এসেছি ঈদুল আযহার শুভেচ্ছা বার্তা এসএমএস বাণী উক্তি।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

পবিত্র কোরবানি ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

✅ শুভেচ্ছাঃ খুশির হাওয়া লাগলো প্রাণে

কোরবানির ঈদ আসলো চলে

আমি তুমি সবাই মিলে

ঈদ কাটাবো মনের সুখে।


✅ শুভেচ্ছাঃ ভালোমতো চিন্তা করে দেখে ইব্রাহিম

সবচেয়ে প্রিয় জিনিসটি হল ইসমাইল,

কোরবানিটা ছিল খোদার এক বিশাল পরীক্ষা

ফেল করাতে পারলনা তাকে সেই শয়তানটা।


✅ শুভেচ্ছাঃ শুভ রাত্রি শুভ দিন রাত পোহালেই ঈদের দিন।

আনন্দ করবো সারাদিন ঈদ পাবো না প্রতিদিন,

বন্ধু তোমার দাওয়াত রইলো ঈদের দিন,

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

✅ শুভেচ্ছাঃ শুভেচ্ছা জানাই সকলের তরে

ঈদের খুশি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ তুমি চাঁদ না হলেও চাঁদের আলো

তোমাকে দেখে মন হয়ে যায় ভালো।

তুমি ফুল না হলেও ফুলের সুভাষ

আমার মাঝে তোমার ভালোবাসার আভাস। ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ বন্ধু তুমি অনেক দূরে তাইতো তোমায় মনে পড়ে,

সুন্দর এই সময় কাটুক খুশিতে সব কষ্ট ভুলে যেও,

আপন জনের হাসিতে কোরবানি ঈদের শুভেচ্ছা।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩


✅ শুভেচ্ছাঃ খুশির হাওয়া লাগলো মনে

ঈদ চলে এলো বলে।

তুমি আমি দুজন মিলে

ঈদ কাটাবো এক সাথে। ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ ঈদ মানে দেখব নতুন চাঁদ 

ঈদ মানে নতুন জামা পাওয়ার স্বাদ।

ঈদ মানে আমার বাড়িতে তোমার দাওয়াত।

ঈদ মানে মেহেদি হাতে রাঙ্গাবো এবার দুটি হাত । ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ চারিদিকে খুশির হাতছানি সোনাই এক ত্যাগের বাণী

মুমিন বান্দারা খোদার নামে করবে আজ পশুর কুরবানী,

স্বপ্নে দেখল ইব্রাহিম কয়েকবার

প্রিয় জিনিসটাকে কোরবানি করার বাকি আছে তার।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

✅ শুভেচ্ছাঃ ফুল কিংবা ফুলের মালা দিয়ে নয়

গান কিংবা গানের কোন সুর দিয়ে নয়।

দাওয়াত দিলাম তোমাকে মনের হৃদয় থেকে

আসছে ঈদে আইসো আমাদের বাড়িতে। ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ ঈদ মানে সকল আনন্দের খুশি

কোরবানিতে থাকে গরুর গলায় রশি।

ঈদের সকালে মোরা সকলেই বিজি

সারাটা দিন থাকে মুখে হাসি। ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ আজকের দিন কালকের দিন

দিন ফুরালেই  ঈদের দিন।

সময় নাই আর বেশিদিন,

কেনাকাটা সব সেরে নিন। ঈদ মোবারক…


✅ শুভেচ্ছাঃ দিও নাকো পশু কোরবানি,

বিফল হবে রে সবখানি

মনের পশুরে করো জবাই,

পশুরাও বাঁচে বাঁচে সবাই”

-কাজী নজরুল ইসলাম

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

✅ শুভেচ্ছাঃ যেদিন দেখব ঈদের চাঁদ খুশি মনে নাচবো রাত,

নতুন সাজে সাজবো সেদিন যেদিন হবে ঈদের দিন,

আনন্দে কাটাবো সারা দিন আত্মীয়-স্বজন দাওয়াত নিন,

সবাইকে কোরবানি ঈদের ছন্দ নিয়ে দাওয়াত নিন।


✅ শুভেচ্ছাঃ দুঃখ গুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে মেতে উঠুন

ঈদের সুখে নাচবো সবাই সবাইকে কোরবানি ঈদের

শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মোবারক।


ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ও কার্ড ২০২৩

স্ট্যাটাসঃ ঈদের খুশী সবার তরে

ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।

ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩


✅ স্ট্যাটাসঃ ঈদ আনন্দের সময়,

একসাথে হওয়ার সময়,

আল্লাহর ওপর আস্থা রাখার সময়

ঈদ মুবারক


✅ স্ট্যাটাসঃ পবিত্র এই ঈদের দিনে

এসেছি তুমি শুভক্ষণে।

মিষ্টি মুখ করে যাও

ঈদুল ফিতরের শুভেচ্ছা নিয়ে যাও।

ঈদের শুভেচ্ছা বন্ধু।


✅ স্ট্যাটাসঃ নতুন সকাল নতুন দিন।

শুভ হোক ঈদের দিন।

নতুন রাত বাকা চাঁদ।

রঙ্গিন হোক ঈদের রাত।

ঈদ মোবারাক


✅ স্ট্যাটাসঃ ঈদের মত আনন্দময় হোক প্রতিটি দিন, সুন্দর হোক তোমার জীবন, পূরণ হোক মনের সব চাওয়া পাওয়া। " ঈদ মোবারক "

✅ স্ট্যাটাসঃ আপনাকে ও আপনার পরিবারের সকলের প্রতি রইল কোরবানি ঈদের শুভেচ্ছা সহ অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা। " ঈদ মোবারক "

✅ স্ট্যাটাসঃ বকরি ঈদ মোবারক

ঈদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার জীবন ভরে উঠুক

খুশি ও আনন্দে…

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩


✅ স্ট্যাটাসঃ ঈদ মোবারক

পবিত্র বকরি ঈদের

শুভেচ্ছা ও অভিনন্দন।


✅ স্ট্যাটাসঃ আপনাকে ও আপনার

পরিবারের সকলের প্রতি

রইল কোরবানি ঈদের শুভেচ্ছা

সহ অনেক অনেক

ভালবাসা ও শুভ কামনা।

ঈদ মোবারক


কোরবানি ঈদের উক্তি ২০২৩

উক্তিঃ কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই কোরবানিদাতার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং তার অতীতের সব গুনাহ মোচন করে দেয়।  –  ( তিরমিজি শরীফ ১/১৮০)

উক্তিঃ পশু কোরবানী নয় বান্দা আমার এসে তোমার পশুত্ব কোরবানি।  –   এম এম মামুনুর রশিদ

উক্তিঃ দশই জিলহজ্বে প্রতিবছর কুরবানী হয় শত সহস্রু পশু।  –  এম এম মামুনুর রশিদ


উক্তিঃ নীল আকাশে দেখা দিয়েছে নতুন চাঁদের, এইতো বুঝি সকলের খবর পেয়েছে পবিত্র ঈদের, ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, তাইতো ঈদের মাঝে সকল আনন্দ বিলিয়ে দিব রাশি রাশি।

ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩

উক্তিঃ আল্লাহর নামে কোরবানি করা মুসলমান তোমার কোরবানিতে খুশি হবে রহমান।  –   এম এম মামুনুর রশিদ

উক্তিঃ একে একে তিনবার ইব্রাহিম নবী সম্মুখীন হলেন মহা পরীক্ষার।  –  এম এম মামুনুর রশিদ

উক্তিঃ কোরবানি মানেই হল ত্যাগ।  –   আলী আহা


শেষ কথা 

আজকের পোস্টে ঈদুল আজহা কোরবানি ঈদের এসএমএস, বাণী,উক্তি ও ছবি শেয়ার করা হয়েছে। আশা করি, ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস ২০২৩ আপনাদের ভালো লেগেছে। ২০২৩ সালের এই ঈদ মোবারক স্ট্যাটাস গুলো পাঠিয়ে ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন। আপনার ঈদ স্ট্যাটাস শেয়ার করুন, এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিন সবার কাছে। ধন্যবাদ সবাইকে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url