এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা mcq সাজেশন
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা mcq সাজেশন ২০২৩- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আপনি কি এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা mcq সাজেশন খুঁজছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা mcq সাজেশন। আশা করি এসএসসি পরীক্ষায় কমন আসবে।
করোনা মহামারীর কারণে এসএসসি পরিক্ষার সময় এইবারও একটু পিছিয়ে গেছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এসএসসি ২০২৩ এর তারিখ ঘোষণা করেছে। এসএসসি ২০২৩ পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল এবং শেষ হবে ৩০ মে। পরীক্ষার আর বেশি দিন নেই।
ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় ভাল করতে হলে শেষ মূহুর্তের চূড়ান্ত প্রস্তুতির লক্ষ্যে এই সাজেশনে দেয়া প্রশ্নগুলো ভালভাবে অনুশীলন করলে পরীক্ষায় সর্বোচ্চ কমন আসবে। তো চলুন শুরু করা যাক।
এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা mcq সাজেশন
১. ‘জামিউল কুরআন’ অর্থ কী?
ক. কুরআন সংকলনকারী
খ. কুরআন সংরক্ষণকারী
গ. কুরআন অধ্যয়নকারী
ঘ. কুরআন পাঠকারী
২. মাদানি সূরার বৈশিষ্ট্য হলো, এতে বর্ণিত হয়েছে—
ক. তাওহিদ ও রিসালাত
খ. হালাল ও হারাম
গ. শিরক ও কুফর
ঘ. আখিরাত ও কিয়ামত
৩. ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা বলা হয়। কারণ এতে রয়েছে-
i. সুষ্ঠু সমাজ ব্যবস্থা
ii. সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা
iii. সুষ্ঠু অর্থব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
৪. শরিয়তের প্রধান উৎস কয়টি?
ক. চারটি
খ. পাঁচটি
গ. দুটি
ঘ. সাতটি
৫. পবিত্র কুরআন নাজিলের সূচনা কোন শব্দ দ্বারা?
ক. আলহামদু
খ. আলিফলামমীম
গ. ইকরা
ঘ. ইয়াসিন
৬. ইসলামের বিশ্বাসগত দিকের নামই হলো-
ক. আকাইদ
খ. ইমান
গ. তাওহিদ
ঘ. ইবাদত
৭. কোনটি মানব সমাজে অনৈতিকতার প্রসার ঘটায়?
ক. শিরক
খ. নিফাক
গ. কুফর
ঘ. হতাশা
৮. হাক্কুল্লাহ হলো-
i. অমুসলিমদের সাহায্য করা
ii. সাওম পালন করা
iii. ক্ষুধার্তকে অন্ন দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৯. ইসলাম মানবজাতির জন্য আল্লাহ্ তায়ালার একটি বিশেষ—
ক. রহমত
ঘ. বরকত
গ. নিয়ামত
ঘ. অনুগ্রহ
১০. আল্লাহর প্রতি অনুরাগ সৃষ্টি করে কিসে?
ক. তাওহিদ
খ. ইমান
গ. ইসলাম
ঘ. রিসালাত
১১. ইমানের সুফল লাভের জন্য কী প্রয়োজন?
ক. ইসলামের অনুসরণ
খ. জনসেবা
গ. চরিত্র গঠন
ঘ. গরিব-দুঃখীদের সাহায্য প্রদান
১২. মহানবি কত বছর বয়সে নবুয়তপ্রাপ্ত হন?
ক. ৩৫ বছরে
খ. ৪০ বছরে
গ. ৪৫ বছরে
ঘ. ৬০ বছরে
১৩. জাহিলি যুগের ঘোর অন্ধকারের মধ্যেও আরবদের মধ্যে কোন দিকটি প্রশংসার দাবি রাখে?
ক. অর্থনৈতিক অবস্থা
খ. সংস্কৃতি চর্চা
গ. ধর্মীয় অবস্থা
ঘ. সামাজিক ব্যবস্থা
১৪. কোন খলিফার ভাষণ সকল রাষ্ট্রনায়কদের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয়?
ক. হযরত আবু বকর (রা.)
খ. হযরত উসমান (রা.)
গ. হযরত উমর (রা.)
ঘ. হযরত আলি (রা.)
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও :
এনামুল সাহেব মনে করেন আল্লাহ তায়ালা ফেরেশতাদের সহযোগিতা নিয়ে এ মহা বিশ্বজগৎ পরিচালনা করছেন।
১৫. এনামুল সাহেবের এ ধরনের বিশ্বাসের ফলে তাকে বলা যায়-
ক. কাফির
খ. মুশরিক
গ. মুনাফিক
ঘ. ফাসিক
১৬. এমতাবস্থায় এনামুল সাহেবের করণীয়-
i. পুনরায় ইমান গ্রহণ করা
ii. খাঁটি অন্তরে তাওবা করা
iii. আর কখনো অনুরূপ ধারণা না করার সিদ্ধান্ত নেয়া
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৭. “তোমাদের মধ্যে উত্তম ঐ সকল ব্যক্তি, যারা তোমাদের মধ্যে চরিত্রের বিচারে সুন্দরতম”- বাণীটি কার?
ক. আল্লাহর
খ. মহানবি (স.)-এর
গ. জিবরাইল (আ.)-এর
ঘ. ইমাম বুখারি (রা.)-এর
১৮. কোনটি আখলাকে হামিদাহ?
ক. ঠাট্টা-বিদ্রূপ
খ. হিংসা-বিদ্বেষ
গ. পরচর্চা
ঘ. মানবসেবা
১৯. ‘হিংসা’ শব্দের আরবি প্রতিশব্দ কোনটি?
ক. আল-ফিতনাতু
খ. আল-গাসসু
গ. আল হাসাদু
ঘ. আর-রিবা
২০. তাকওয়াবানদের আল্লাহ কোন শক্তি দেবেন?
ক. জিহাদ করার
খ. সকল অন্যায় দূর করার
গ. সমাজকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার
ঘ. ন্যায়-অন্যায় পার্থক্য করার
২১. হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর।”- কোন সূরা থেকে সংকলিত?
ক. সূরা বাকারা
খ. সূরা নজম
গ. সূরা মায়িদা
ঘ. সূরা সাফ
উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
জনি প্রতিদিন কুরআন তিলাওয়াত করে। কুরআন পড়তে তার খুব ভালো লাগে। সে অর্থসহ পড়ার জন্য একটি বাংলায় অনুবাদ কুরআন কিনে আনল। পারবে-
২২. কুরআন অধ্যয়নের ফলে জনি জানতে পারবে-
i. সমকালীন সমস্যার সমাধান
ii. আখিরাতের মুক্তির বিষয়ে
iii. পূর্ববর্তী জাতিসমূহের পরিণাম সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৩. কুরআন মাজিদ সর্বপ্রথম কোথায় নাজিল হয়?
ক. বাইতুল ইয়্যাহ
খ. কাবা শরিফ
গ. হেরা গুহায়
ঘ. লাওহে মাহফুজ
২৪. ইয়াতিমের অধিকার আদায় কোন ইবাদতের অন্তর্ভুক্ত?
ক. হাক্কুল্লাহ
খ. হাক্কুল ইবাদ
গ. সুন্নত
ঘ. মুস্তাহাব
২৫. ‘হাক্কুল ইবাদ’ অর্থ কী?
ক. আল্লাহর হক
খ. গরিব মানুষের হক
গ. রাষ্ট্রপ্রধানের হক
ঘ. বান্দার হক
২৬. সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টিকারী?
ক. তাওহিদ ও শিরক
খ. ইমান ও শিরক
গ. কুফর ও নিফাক
ঘ. ইমান ও কুফর
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :
তাকি, রাফি ও তুবা তিন ভাই-বোন। তাদের বাবার মৃত্যুর পর তাকি ও রাফি সব সম্পত্তি সমান দুই ভাগে ভাগ করে নিয়ে নেন। কিন্তু তারা তাদের বোনকে সম্পত্তির কোনো ভাগ দেননি।
২৭. তুবাকে তার বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করা ইসলামি শরিয়তের কোন বিধানের লঙ্ঘন?
ক. আদল
খ. আমানত
গ. আহদ
ঘ. সিদক
২৮. তাকি ও রাফির কর্মের মধ্য দিয়ে কোনটি প্রতিফলিত হয়েছে?
ক. প্রতারণা
খ. জুলুম
গ. ফিতনা
ঘ. দুঃখ
২৯. সম্পদের নিসাব বলতে কী বোঝায়?
ক. সম্পদের হিসাব নিকাশ
খ. সম্পদের একটি পরিমাণ
গ. আর্থিক লেনদেনের একটি পরিভাষা
ঘ. ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে যাকাত ফরজ হয়
৩০. আখলাকে হামিদাহকে বলা হয়-
i. আখলাকে হাসানাহ
ii. খুলুকুন নাস
iii. হুসনুল খুলক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও ইইই
শেষ কথা
আজকের পোস্টে এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা mcq সাজেশন শেয়ার করা হয়েছে। শর্ট সিলেবাসের উপর ভিত্তি করেই আমাদের সাজেশন টি সাজানো। আশা করি এইগুলো মনোযোগ দিয়ে পড়লে সর্বোচ্চ কমন আসবে। ধন্যবাদ সবাইকে।