এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর - আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে। যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট। আশাকরি, আজকের পোস্টের মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। তো চলুন শুরু করা যাক।
গ্রিসের দার্শনিক ডেমোক্রিটাস প্রথম বলেছিলেন, প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য। তিনি এর নাম দেন এটম। কোনো বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি বলে এটি কোনো গ্রহণযোগ্যতা পায়নি। অবশেষে ১৮০৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন বিভিন্ন পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন যে, প্রতিটি পদার্থ অজ ক্ষুদ্র এবং অবিভাজ্য কণার সময়ে গঠিত।
এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
সৃজনশীল প্রশ্ন ১ : মনে করি A 𝓰 একটি মৌলিক অণু। যার একটি অণুর ভর 42.50 x 10⁻²³ g মৌলটির পরমাণুতে ধনাত্মক আধান বিশিষ্ট কণিকা ও নিরপেক্ষ কণিকার সংখ্যার সমান।
ক. ইলেকট্রন আসক্তি কী?
খ. অ্যালুমিনাকে উভধর্মী যৌগ বলা হয় কেন?
গ. উদ্দীপকের মৌলটির আপেক্ষিক আণবিক ভর বের করো।
ঘ. উদ্দীপকের মৌলটি সনাক্ত করে দেখাও যে, মৌলটিকে ভূ-পৃষ্ঠে কঠিন অবস্থায় পাওয়া যায়।
সৃজনশীল প্রশ্ন ২ : “একটি মৌলের পরমাণুতে 13টি প্রোটন এবং 14 টি নিউট্রন বিদ্যমান।” (নিউট্রনের প্রকৃত ভর 1.675 x 10⁻²⁴g এবং প্রোটনের প্রকৃত ভর 1.67×10⁻²⁴g)
ক. তেজস্ক্রিয়তা কাকে বলে?
খ. 14c আইসোটোপের ব্যাখ্যা দাও।
গ. বর্ণিত মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. বর্ণিত মৌলের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যোজনী বিশ্লেষণ করো।
সৃজনশীল প্রশ্ন ৩ : A মৌলটি 6 নং গ্রুপের ১ম মৌল এবং ব, 11 নং গ্রুপের ১ম মৌল।
ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. সোডিয়ামের চেয়ে পটাসিয়ামের গলনাঙ্ক কম কেন?
গ. দ্রবণে B আয়নের উপস্থিত কিভাবে সনাক্ত করবে।
ঘ. A ও B মৌল দুটির ইলেকট্রন বিন্যাস সাধারন ব্যতিক্রম যুক্তিসহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৪ : কার্বনের তিনটি আইসোটোপ হলো- 12C, 13C, 14C এবং তাদের শতকরা পর্যাপ্ততার পরিমাণ যথাক্রমে 99.35%, 0.50% ও 0.15%।
ক. রেকটিফাইড স্পিরিট কাকে বলে?
খ. পলিমারকরণ বিক্রিয়া ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের মৌলটি ব্যবহার করে ক্যালামাইন আকরিক থেকে মুক্ত জিংক ধাতু নিষ্কাশন করা সম্ভব সমীকরণহ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৫ : একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা 18 -এর নিউক্লিয়াসের ভর 3.011×10⁻²³g |
ক. বর্ণালী কাকে বলে?
খ. ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লিখ।
গ. উদ্দীপকের আইসোটোপের প্রোটন সংখ্যা নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের মৌলটি এবং এর দ্বিগুণ প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌল দ্বারা গঠিত যৌগটি থেকে H₂SO₄, এর প্রস্তুতি সম্ভব বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্ন ৬ : A ও B দু’টি মৌল যাদের ইলেকট্রন বিন্যাস চারটি শক্তিস্তর বিন্যাস্ত এবং সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস যথাক্রমে (n-1)d¹⁰ns¹ এবং (n-1)d¹⁰ns².
ক. ইলেকট্রন বিন্যাস কাকে বলে?
খ. পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যার মধ্যে ৪টি পার্থক্য লিখ।
গ. B মৌলের ক্যাটায়ন B²⁺ কিভাবে সনাঞ্জ করবে সমীকরণসহ ব্যাখ্যা কর।
ঘ. A ও B মৌল দু’টির ইলেকট্রন বিন্যাসের মধ্যে কোনটি সাধারণ নিয়মের ব্যতিক্রমে হয় তা বিস্তারিত আলোচনা কর।
সৃজনশীল প্রশ্ন ৭ : পরমাণু সম্পর্কে বিজ্ঞানী বোর ও বিজ্ঞানী রাদারফোর্ড মডেল উল্লেখযোগ্য মডেল। বোর মডেলের সাহায্যে K, Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করা যায়। কিন্তু উভয় মডেলেরই কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে।
ক. নিউক্লিয়ন সংখ্যা কী?
খ. K এর সর্বশেষ ইলেকট্রন 3d অরবিটালের পরিবর্তে 4s এ যায় কেনো?
গ. Cr ও Cu এর ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কে বাখা করো।
ঘ. উদ্দীপকের মডেলদ্বয়ের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
সৃজনশীল প্রশ্ন ৮ : X একটি মৌল যার আপেক্ষিক পারমাণবিক ভর 23 এবং নিউট্রন সংখ্যা 12টি। Y ও Z দুটি মৌল যাদের প্রোটন সংখ্যা 24 ও 29।
ক. অরবিটাল কাকে বলে?
খ. NH₃ এবং SO₂ এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি?
গ. X মৌলটির প্রোটন সংখ্যা নির্ণয় করো।
ঘ. Y ও Z মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম বিশ্লেষণ করো।
শেষ কথা
আজকের পোস্টে এসএসসি রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই রকম আরও আপডেট পোস্ট পেতে প্রো৯৯ ট্রিক্স এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।