রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা | Ramadan Shubhechha Status

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা শেয়ার করব রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা।

রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা

পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। রমজান মাস প্রত্যেক মুসলমানদের জন্য পবিত্র একটি মাস। এ মাসে মুসলিমরা পুরো ১ মাস রোজা রাখে। সারা পৃথিবীর ইসলাম ধর্মের মানুষ এই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষা করে থাকে। রমজান মাস আসার আগে থেকেই এক জন অন্য জনকে রমজানের বিভিন্ন শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা দিয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে থাকে।

মহান আল্লাহ তাআলা সকল মুসলমানদের জন্য রোজা ফরজ করেছেন। মুসলমানদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। রমজান মাস গুনাহ্ মাফ করার জন্য বিশেষ একটি মাস। আপনাদের জন্য কিছু রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা শেয়ার করা হয়েছে।

রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস 

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকে শেয়ার করার জন্য রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস পেতে চান। তাদের জন্য রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস শেয়ার করা হয়েছে। 

✅ হে আল্লাহ,,,! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।


✅ সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পরি।

✅ বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।


✅ রমাজানে কারো পরিবর্তন দেখে হাসবেন না,,, কারণ রমজান আসেই পরিবর্তন এর জন্য। **শুভ রমজান**


✅ হে রাব্বুল আলামি,,, রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াতকে সুদীর্ঘ করে দিন।।


✅ সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।


✅ বছর ঘুরে আবার এলো,, পবিত্র মাহে রমজান, মুসলমানদের সিয়াম এলো, যাতে করে দম পান। শুভ রমজান।


✅ আসলো আবার রোজা,, তাইতো আমার নতুন করে,,, সোজা পথটি খোঁজা। সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।


✅ হাজার মাসের সেরা মাহে রমজান, এ মাসে আল্লাহর দয়া অফুরান। **রমজানুল মোবারক**


✅ নতুন চাঁদের পবিত্র মাস,,, Wellcome to রমাজন মাস রোজা রাখবেন 30 দিন ভালো কাজে মন দিন খারাr কাজ ছেড়ে দিন,,, নামাজ পড়ুন প্রতিদিন **শুভ রমজান**


✅ বিধান মেনে পালন করুন,, পবিত্র মাহে রমজান,,,,! গুনাহ থেকে মুক্তি পাবেন, আখিরাতে সম্মান। হ্যাপি রমজান।


✅ সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।। প্রবিত্র রমজানের শুভেচ্ছা। 


✅ আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।


✅ রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়,, দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। **সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা**


✅ খারাপ কাজ ত্যাগ করতে, চায় সব রোজাদার, মাস শেষে পূণ্য ধরতে আছে যত বোঝা যার। **রমজানের শুভেচ্ছা**


✅ আম্মুকে আজ বলছে খোকা রাখবে ত্রিশ রোজা, চাইবে ক্ষমা করতে জমা ভালো কাজের বোঝা। *** সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা***


রমজানের উক্তি

রামাদান হলো মহান আল্লাহর ইবাদতের উৎসব। রমজান উপলক্ষে মুসলমানদের রোজা পালন করতে হয়। রমজান মাসে পুরো ৩০ দিন রোজা পালন করা হয় এবং অবশেষে ঈদুল ফিতর উৎযাপন করে , এটি পবিত্র মাসটিকে বিদায় জানানো হয়। আপনি যদি রমজানের উক্তি নিতে চান তাহলে নিচের দেওয়া উক্তি গুলো দেখুন।

✅ সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন একটি ইবাদত। তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক খুবই দৃঢ় হয় **আল হাদিস।


✅বছর ঘুরে চলে এলো মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের মাস। যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।


✅রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম** আল হাদিস। 


✅কিয়ামতের দিন সাওম মুমিন ব্যক্তির জন্য শুপারিশকারী হবে। **** আল হাদিস।


✅মানুষ সবসময় মৃত্যু থেকে বাচাঁর চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ, মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু, মৃত্যু থেকে নয়।


✅ দুনিয়াতে সব চাইতে কঠিন কাজ হলো নিজেকে সংশোধন করা, আর সব চাইতে সহজ কাজ হলো অন্য কারও সমলোচনা করা...... (হযরত আলী রাঃ)


✅জগতে সেই সবচাইতে কৃপন, যে মুসলমান অন্য একজন মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে। - বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ)।


✅যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে, তার বিবাহ বাতিল, বাতিল, বতিল। - বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)


✅ জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে, একবারও দেখি নাই তারে, জানিনা আমার ভালোবাসায় আছে কি ছুল, একবারও হলেও দেখা দাও হে প্রিয় রাসূল (সঃ)


✅ কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। ঠিক তেমনি আল্লহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। 


✅ দুনিয়ার সবচাইতে জটিল অংকের নাম হলো জিবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে। 


✅ যদি রাখো রোজ,,, মন হবে তাজা। যদি পড় নামাজ,,, শক্ত হবে সমাজ। যদি পড় কোরআন, শক্ত হবে ঈমান।


রমজানের শুভেচ্ছা কবিতা

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফেসবুকে শেয়ার করার জন্য রমজানের কবিতা খুজতেছেন। তাদের জন্য রমজানের কবিতা শেয়ার করা হয়েছে। 

 কবিতাঃ সকল মাসের রাণী

 লেখকঃ পুরাে একটি মাস


তার প্রতিদিন যেনে ঈদা!

ক্লান্তি শ্রান্তি দূর হয়ে যাক-

অলস চোখের নিদ।

এই মাসেতেই নাজিল হলোা

খােদার ঐশী বাণী

সকল মাসের রানী।

লাইলাতুল কদর নামে

হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ

কুরআনের বাণী।

বান্দার প্রতি নেকের সওয়াব

সক্তরগুণ যায় বেড়ে

সব মুমিনের তাকওয়ার কাছে

শয়তান যায় হেরে!

এমাসে নরক হতে মুক্তি পায়

অগণিত লােক

স্বর্গ সুখে কেটে যায় সব –

জাহান্নামের দুখ!

মাসের শেষে ফিরে আসে

খুশির ঈদের দিন

এই দিনেতে হর্ষে ভাসে

সব খাঁটি মুমিন।


 কবিতাঃ ইবাদত

  লেখকঃ হোসাইন মোহাম্মদ কবির


যখন সমগ্র বিশ্ব আতঙ্কিত

অবাঞ্ছিত প্রাণনাশে,

তখন কীসের জাতিভেদ?

ধর্মের প্রাচীর চূর্ণ করো,

রোজ বাতাসের তীব্র গতিতে

ছুটে আসে মরণ বার্তা,

প্রতিনিয়ত শুনি আর্তনাদ

ধ্বংশের বানী।

কঠিন বাস্তবতার সম্মুখে

বিপন্ন সামাজিক জীবনযাপন,

দূরে আকাশ পানে চেয়ে বাকরুদ্ধ

অশ্রুসজল দু’টি আঁখি ,

যখন ব্যর্থতার যন্ত্রণায় ছটফট করে

আধুনিক চিকিৎসা বিবাগ,

একযোগে কাতর কন্ঠে

সমগ্র মানব গোষ্ঠী

স্রষ্টাকে ডাকে প্রতি নিঃশ্বাসে।

তিনি দিবেন নির্দেশনা

যাঁর মহিমায় সৃষ্টি এ জগৎ,

পাপকর্মের ক্ষমা চাও

তুলে দুই হাত,করো মুনাজাত

নিশিদিন আল্লাহর নামটি জপো

হৃদয় দিয়ে করো ইবাদত।


 কবিতাঃ মুমিনের জীবনে রমজান

  লেখকঃ মাহমুদ আল ইমরোজ


মুমিনের জীবনে আবার এলো

পবিত্র মাহে রমজান,

খোদার দেয়া এতো শ্রেষ্ঠ সুযোগ

ইবাদত হোক অফুরান।

রহমতের দুয়ার খুলেছে আজ

বয়ে যায় শান্তির বান,

সেই রহমের ধারা অবারিত হয়ে

ভরে যাক মন ও প্রাণ।

এসেছে ডাক বেহেশত হতে দায়ীর

কল্যাণকামী স্বাগতম,

ফিরে যাও যতসব অশুভ প্রত্যাশী

পয়গাম চলে হরদম।

ছুঁয়ে যাবে প্রতিটি হৃদয় প্রশান্ততৃপ্তে

রোজা রেখে প্রাণপণ,

পানাহার ছেড়ে প্রভুপ্রেমে একাকার

দিবানিশি মুমিনের অর্জন।

অভাগা আজো অতি বেখবর সাধনায়

নেই কোনো মনোরঞ্জন,

সব চলে তার আনন্দে ভেসে ধরাধাম

টুটে যায় রহমের বন্ধন।

ক্ষমা চলে পুরোদমে খোদা তা’আলার

মুমিনের জীবনে আসে ছন্দ,

অসীম হাহাকার বুনে পথহারা অভাগা

পাপাচারে ডুবে হয় অন্ধ।

জেগে ওঠো হে প্রিয় মুমিনবান্দা আজ

রোজা রেখে পড় কোরআন,

রহমের ধারা খুলে যাবে রবের ইশারায়

সার্থক হবে মুমিনের রমজান।

শেষ কথা 

আজকের পোস্টে রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা শেয়ার করা হয়েছে। রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা  নিয়ে কোনো অভিযোগ থাকলে কমেন্ট বক্সে জানাবেন। 

আশা করি রমজানের শুভেচ্ছা স্ট্যাটাস, উক্তি ও কবিতা গুলো আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এ রকম আরও আপডেট পেতে  প্রো৯৯ ট্রিকস এর সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url