২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি ২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকের পোস্টে আমরা শেয়ার করব ২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান। আশা করি সবাই মনোযোগ সহকারে পড়বেন।

২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগা

ত্রিশ লক্ষ শহীদদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। আর এই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য আমরা তাদেরকে উদ্দেশ্য করে ২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান দিয়ে থাকি।

২৬শে মার্চের স্ট্যাটাস

আমরা অনেকেই আছি যারা ২৬শে মার্চের স্ট্যাটাস খুজে থাকি। তাদের জন্য বাছাই করা কিছু স্ট্যাটাস নিচে তুলে ধরা হলো। 

✅ আমরা সকলেই জানি যে প্রত্যেক বাঙালির কাছে ছাব্বিশে মার্চ একটি অন্যতম দিন। অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়।

✅ কারণ এই দিনের জন্য বহু মানুষের ত্যাগ, আবেগ, অনুভূতি, ভালোবাসা মিশ্রিত রয়েছে। তাই প্রত্যেক বছর যখন ২৬শে মার্চ আসে তখন আমরা সেই সকল মানুষদের প্রতি সম্মান, ভালোবাসা এবং শ্রদ্ধা নিবেদন করে থাকি।

২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান

✅ আমাদের স্বাধীনতার স্বাদ দিতে, হাজার-হাজার মানুষ তাঁদের জীবনের তোয়াক্কা করেননি। সেই অবদান কখনও ভোলার নয়। সকল দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন।

✅ স্বাধীনতা টাকা দিয়ে কেনা যায় না। দেশ তখনই স্বাধীন হয়, যখন লক্ষ-লক্ষ মানুষ নিজেদের প্রাণ বলিদান দেন। আজকের এই দিনে সেই সব সাহসী যোদ্ধাদের স্মরণ করুন এবং দেশবাসীকে ৫২ তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

✅ এমন এক সুন্দর ঐক্যবদ্ধ দেশের অংশ হতে পেরে আমরা গর্বিত! দেশের এই বিশেষ দিনে সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা।

✅ ”এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবনা…” — বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়– স্বাধীনতা দিবস সফল হোক।

২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান

✅ ভেদাভেদ ভুলে আজকের দিনে এক নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ নিই। যে বাংলায় ঘৃণার কোনও জায়গা থাকবে না, ভালবাসাই হবে মানুষের একমাত্র ধর্ম। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা।

✅ ”স্বাধীনাতা তুমি ……” মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ সে সকল শহীদদের স্মরণে….. সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।

✅ ”প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ…” আমাদের জীবন-মরণ এই বাংলাদেশের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা।


২৬ শে মার্চের স্ট্যাটাস ও উক্তি

আমরা অনেকেই আছি যারা ২৬শে মার্চের স্ট্যাটাস ও উক্তি খুজে থাকি। তাদের জন্য বাছাই করা কিছু স্ট্যাটাস ও উক্তি নিচে তুলে ধরা হলো। 

✅ স্বাধীনাতা তুমি

মহান স্বাধীনতার জন্য যে সকল অকুতোভয় বীর সন্তানরা বিলিয়ে দিয়েছিলেন তাদের তাজা প্রাণ

সে সকল শহীদদের স্মরণে

সকলকে মহাণ স্বাধীনতা দিবসের অভিনন্দন।


✅ আজকের এই বিশেষ দিনে

সেই সকল সংগ্রামীদের প্রনাম জানাই

যাদের বলিদানের ফলে আমরা

আজ স্বাধীন ভাবে বাচঁতে পারছি।

২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান

✅ স্বাধীনতা মানে লিখতে পারি,

বলতে পারি কথা

স্বাধীনতা মানে

লাল সবুজের একখানি পতাকা


✅ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না

গোবিন্দ হালদার

তাদের সবাইকে জানাই

আমার স্যালুট,

যারা আমাদের দেশের

স্বাধীনতার জন্য

নিজেদের সুখের কথা

কখনো ভাবে নি


✅ স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে স্বাধীনতা দিবস।

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা


✅ একটি বাংলাদেশ তুমি জনতার,

সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।

সারা বিশ্বের বিস্ময় এই বাংলাদেশের জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এটাই হোক আমাদের শপথ।


✅ মুক্ত স্বাধীন দেশের জন্য

দিয়ে গেছে যারা প্রাণ

গড়রো আমরা সোনার বাংলাদেশ

রাখবো তাদের মান।


✅ আমরা কি করলাম?

আমাদের দেশের নেতারা কি করল?

এই বিতর্ক দুরে রেখে বরং আমি দেশের জন্য কি করলাম?

আজ কি করলাম?

এবং আগামী কাল কি করব? সেটাই ভাবি


✅ মুক্তির সুর বেজে উঠুক,

বাংলার স্বাধীন প্রাণে, আর গানে গানে।


✅ স্বাধীনতা তুমি, সেই ১৯৭১ সালের ২৬ শে মার্চ।

স্বাধীনতা তুমি, সেই আগ্নি ঝড়া রক্তমাখা দিন

গুলোর শক্তির প্রভাত।


✅ শুধু স্বাধীনতা দিবসের দিন নয়,

দেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা

থাকুক বছরের বাকি দিন গুলোতেও।

শুভ স্বাধীনতা দিবস।


২৬ শে মার্চের উক্তি

✅ আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কি হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন-” প্রধানমন্ত্রী শেখ হাসিনা”

✅ আমরা স্বাধীন হয়েছি তাই আমরা স্বাধীন জীবন যাপন করব এমনটা ভাবা ঠিক নয়, আমরা আজন্ম স্বাধীন-“উইলিয়াম ফকনা”

✅ “এক নদী রক্ত পেরিয়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না….”–বাংলার স্বাধীনতার জন্য যাদের রক্তের নদী বয়ে গিয়েছিল, বাংলার বুকে সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায়-স্বাধীনতা দিবস সফল হোক।

✅ তোমার বুকের মধ্যে আমাকে লুকিয়ে রাখো, আমি এই মাঠ ছেড়ে, মাটির সান্নিধ্য ছেড়ে, আকাশের আতিয়তা ছেড়ে, চাই না কোথাও যেতে, কোথাও যেতে-” মহাদেব সাহা”

✅ যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট-” রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ”


✅ এই স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে,

যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুখের অবসান হবে-” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”

✅ এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান জানাই, আপনারা যেখানেই থাকুন, আপনাদের সর্বস্ব দিয়ে দখলদার সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। বাংলাদেশের মাটি থেকে সর্বশেষ পাকিস্তানি সৈন্য টিকে উৎখাত করা এবং চূড়ান্ত বিজয়ের অর্জন আগ পর্যন্ত আপনাদের যুদ্ধ অব্যাহত থাকুক-” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান”


২৬শে মার্চের স্লোগান

২৬শে মার্চকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রেলি, মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাও হয়ে থাকে। আর এই সকল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ স্লোগান দিয়ে থাকেন। তাই আজ আমরা আপনাদের জন্য বিশেষ কিছু স্লোগান নিয়ে হাজির হয়েছি। যারা স্লোগান খুজতেছেন তাদের জন্য নিচে তুলে ধরা হলো। 


✅ এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সাংস্কৃতিক স্বাধীনতা ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা অর্থহীন। তাই মাটি ও মানুষকে কেন্দ্র করে গণমানুষের সুখ শান্তি ও স্বপ্ন এবং আশা-আকাঙ্খাকে অবলম্বন করে গড়ে উঠবে বাংলার নিজস্ব সাহিত্য-সংস্কৃতি। – বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


✅ যে মাঠ থেকে এসেছিল স্বাধীনতার ডাক, সেই মাঠে আজ বসে নেশার হাট – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

জাতির পতাকা খামচে ধরেছে আজ পুরোনো শকুন – রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ


✅ আমি, মেজর জিয়া, বাংলাদেশ লিবারেশন আর্মির প্রাদেশিক কমাণ্ডার-ইন-চিফ, শেখ মুজিবর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি – জিয়াউর রহমান

শেষ কথা 

আজকের পোস্টে আমি শেয়ার করেছি ২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান। ২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান নিয়ে কোনো অভিযোগ থাকলে কমেন্ট বক্সে জানাবেন। 

আশা করি ২৬ শে মার্চের শুভেচ্ছা, স্ট্যাটাস, উক্তি ও স্লোগান গুলো আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এ রকম আরও আপডেট পেতে  প্রো৯৯ ট্রিকস এর সাথেই থাকুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url