বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩ | Banglalink Bondho sim offer 2023

বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩ - আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি বাংলালিংক বন্ধ সিমের অফার সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের পোস্টটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩। 

বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩

যে সিমটি আপনার মোবাইল থেকে ২ মাস বা তারও বেশি সময় ধরে খুলে রেখেছেন এই সিমটি বন্ধ সিম বলে বিবেচিত হবে। আপনার কাছে যদি বাংলালিংক বন্ধ সিম থাকে তাহলে অবশ্যই আপনি বাংলালিংক বন্ধ সিমের অফার পাবেন। তো চলুন শুরু করা যাক।

বাংলালিংক বাংলাদেশের একটি সেরা সিম কোম্পানি। নেটওয়ার্ক এর দিক দিয়ে তারা অন্যদের থেকে সেরা। এবংকি অন্যান্য সার্ভিসও তাদের ভালো। 

বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩

বাংলালিংক বন্ধ সিম চালু করলেই আপনি ৬৮ টাকায় ৬জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ ৭ দিন। ১০জিবি ইন্টারনেট এবং ২০০ মিনিট পাবেন মাত্র ১৯৮ টাকায় যার মেয়াদ ৩০ দিন। এবং ৫জিবি ইন্টারনেট সাথে ১৫০ মিনিট মাত্ৰ ১১৮ টাকায় যার মেয়াদ ৩০দিন। অফারটি আপনি যত খুশি ততবার নিতে পারবেন।

এছাড়া, থাকছে ৩জিবি ইন্টারনেট মাত্র ৪৯ টাকায় যার মেয়াদ ৭ দিন।

বাংলালিংক বন্ধ সিমের অফার শর্তবলী ২০২৩

বাংলালিংক বন্ধ সিমের অফারটি সেই সকল প্রিপেইড গ্রাহকেরা উপভোগ করতে পারবেন যারা ৩১ মার্চ , ২০২২ বা তার পরে পুনরায় বাংলালিংক বন্ধ সিমটি চালু করেছেন।

বাংলালিংক বন্ধ সিমের অফার ২০২৩

১ জিবি ইন্টারনেট, মেয়াদ ৩০ দিন, মাত্র ৳১৯ টাকায়। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*২০০#

৬ জিবি ইন্টারনেট,মেয়াদ ৭ দিন, মাত্র ৳৬৮ টাকায়। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*২০০#

৮৫ মিনিট মেয়াদ ১৫ দিন, মাত্র ৳৫৭ টাকায়। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*২০০#

১০ জিবি ইন্টারনেট ও ২০০ মিনিট মেয়াদ ৩০ দিন, মাত্র ৳১৯৮ টাকায়। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*২০০#

৫ জিবি ইন্টারনেট ও ১৫০ মিনিট মেয়াদ ৩০ দিন, মাত্র ৳১১৮ টাকায়। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*২০০#

৩ জিবি ইন্টারনেট মেয়াদ ৭ দিন, মাত্র ৳৪৯ টাকায়। অফারটি নিতে ডায়াল করুনঃ *১২১*২০০#

শেষ কথা 

আজকের পোস্টে বাংলালিংক বন্ধ সিমের অফার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অফারটি নেওয়ার আগে তাদের ওয়েবসাইট এ চেক করে দেখতে পারেন।পোস্টটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url