সকল সিমের নাম্বার দেখার কোড | All Sim Number Check
সকল সিমের নাম্বার দেখার কোড- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি সকল সিমের নাম্বার দেখার কোড সম্পর্কে জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব সকল সিমের নাম্বার দেখার কোড। আশা করি সবার উপকারে আসবে।
প্রযুক্তির এই যুগে আমরা মোবাইলফোন গুলোতে একাধিক সিম ব্যবহার করতে পারি। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা প্রায় সবাই বিভিন্ন অপারেটরের বিভিন্ন সুবিধার কথা চিন্তা করে একাধিক সিম ব্যবহার করে থাকি। একাধিক সিম থাকার কারনে অনেকেই নাম্বার মনে রাখে না। প্রয়োজনের সময় নাম্বারের দরকার হলে তখন অনেকেই নাম্বার বের করতে পারে না। তাদের জন্যই আজকের এই পোস্ট। তো চলুন শুরু করা যাক।
সকল সিমের নাম্বার দেখার কোড
আপনি যে সিমের নাম্বার বের করতে চান সে সিম থেকে নিচে সিম অপারেটর অসুসারে কোড ডায়াল করলেই আপনার মোবাইল স্ক্রিনে নাম্বারটি শো করবে।
- গ্রামীণফোন নাম্বার দেখার জন্য ডায়াল করুন : *2#
- রবির নাম্বার দেখার জন্য ডায়াল করুন : *2#
- এয়ারটেলের নাম্বার দেখার জন্য ডায়াল করুন : *2#
- বাংলালিংকের নাম্বার দেখার জন্য ডায়াল করুন : *511#
- টেলিটকের নাম্বার দেখার জন্য ডায়াল করুন : *551#
শেষ কথা
উপরে সকল সিমের নাম্বার দেখার কোড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোড গুলো ডায়াল করলেই আপনি আপনার নাম্বার দেখতে পারবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।