১৫০+ ছেলেদের কষ্টের স্ট্যাটাস। কষ্টের স্ট্যাটাস
ছেলেদের কষ্টের স্ট্যাটাস- আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন। আপনি কি ছেলেদের কষ্টের স্ট্যাটাস জানতে চাচ্ছেন? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। আজকে আমি শেয়ার করব ১৫০+ ছেলেদের কষ্টের স্ট্যাটাস । আশা করি সবাই মনোযোগ সহকারে পড়বেন।
পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যার কষ্ট নেই। আমাদের প্রায় সবারই কম বেশি কষ্ট আছে।আমরা কষ্টে থাকলে প্রায়ই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে থাকি। আমাদের কষ্ট গুলো আরও বেশি দ্বিগুণ হয় গভীর রাতে। সেগুলো প্রকাশের ভাষা খুঁজে পাওয়া যায় না। অনেক সময় অন্যের দেওয়া ফেসবুক স্ট্যাটাস আমাদের ভালো লাগে। কিন্তু আমরা তা কপি করতে ইতস্তত বোধ করি। সে সমস্যা সমাধানের জন্যই আমাদের আজকের এই পোস্ট। তো চলুন শুরু করা যাক।ছেলেদের কষ্টের স্ট্যাটাস
আমার পাসওয়ার্ড এ তুমি
তোমার ব্লক লিস্টে আমি!
গার্লফ্রেন্ড বিহীন তরুনের
পৃথিবীতে বেঁচে থাকা,
ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত!
মিথ্যা ভালোবাসা গুলোই 
      পূর্ণতা পায়।
হেরে যায় শুধু সত্যিকারের
      ভালোবাসা গুলো।।
আমি মানুষ চিনেছি
চিনেছি মানুষের বিভিন্ন রুপ
না পারি সব ছেড়ে 
একবারে চলে যেতে
না পারি সব সহ্য করে 
বেচে থাকতে!	
হয়তো একা তবে 
অনেকটা ভালো আছি
কিন্তু কারো 
time pass হতে চাইনা  
যেখানে তোমার গুরুত্ব নেই
সেখানে যাওয়া বন্ধ করে দাও 
সেটা কারোর বাড়ি 
হোক বা কারোর মন
রোবট হয়ে জন্ম 
নিলে ভালো হতো..!
না থাকতো মন.! 
না থাকতো ফিলিংস
কিছু সম্পর্ক 
ভাঙ্গার কারণ থাকে না.!
তবুও সম্পর্ক গুলো 
নষ্ট হয়ে যায়.!
ধন্যবাদ তোমাকে
আমার মনটা ভাঙ্গার জন্য
কারণ তোমার ওই মিথ্যে ভালোবাসা
ধ্বংস করে দিয়েছে
আমার সুন্দর জীবনটা
খারাপ লাগে 
যখন কাউকে খুব কাছের বন্ধু ভাবি 
আর সেই বন্ধু ধোঁকা দেয়!
আমার জন্য তো 
তুমি যথেষ্ট ছিলে.!
হয় তো তোমার জন্য 
আমি ছিলাম না.!
জীবনটা কবেই 
মুক্তি পেয়ে যেতো.!
আত্মহত্যা যদি 
ধর্মে নিষেধ না হতো.!
মানুষ বেইমান হয়
কিন্তু তোর মতো বেঈমান
জীবনে খুব কম দেখেছি আমি
ভালোবাসলেই কি 
তাকে পেতে হবে..!
থাকুক না সে দূরে 
তার মতো করে..!
পাতা ঝড়ার আগে 
পাতার রঙ বদলে যায়!
মানুষ বদলানোর আগে 
মানুষের কথা বলার 
ধরন বদলে যায়
ফিরে পাওয়ার আশা টা অনেক
আগেই ছেড়ে দিয়েছি 
এখন শুধু ভুলে যাওয়ার চেষ্টা করি!
মায়া জিনিসটা খুব একটা অদ্ভুত
হোক সেটা কোন মেয়ের প্রতি
কিংবা কোনো বেস্টফ্রেন্ড বন্ধু
মায়া জিনিসটা খুবই কষ্টদায়ক
ছেড়ে যাওয়ার ভয় 
আমাকে দেখিও না!
আমি নিজেই অনেক 
কিছু ছেড়ে এসেছি!
ভালো থাকুক তারা
হাজার স্বপ্ন দেখি
অন্যের হয়ে গেছে যারা
কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না...!!
হুমায়ুন ফরিদী স্যার
মানুষ নিজেকে ভালো রাখার জন্য সম্পর্কে জড়ায়।অথচ উল্টোদিকের মানুষটাকেও ভালো রাখার দরকার,এটা ভুলে যায়
_হুমায়ূন ফরিদী স্যার
অর্থ সেরা মানুষ তৈরি করে না বরং সেরা মানুষরাই অর্থ তৈরি করে ।
_ওয়ারেন বাফেট
এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুন হয়। প্রবল ঘৃণার মানুষ এবং প্রচন্ড ভালোবাসার মানুষ।
_হুমায়ূন আহমেদ
প্রেমে বিচ্ছেদ হলেও হতে পারে ভালোবাসায় অসম্ভব
_ফারহানা ইসলাম
মানবজীবনে এমন কিছু ডিপ্রেশন রয়েছে যা স্রষ্টা ছাড়া আর কারো কাছে শেয়ার করা যায় না
_হুমায়ুন ফরিদী স্যার
এটা তোমার পথ তোমার একার! অনেকে তোমার সাথে, হাঁটবে! কিন্তু, তোমার জন্য হাঁটবে নাহ।
_জালাল উদ্দিন রুমি
কেন ভালোবাসি, কেন কষ্ট পাই তুমিও যেমন জানো আমিও তো তাই! তবু ভালোবাসি, তবু ভেজে চোখ এভাবেই বেঁচে থাকা, এভাবেই শোক!
_ মহাদেব সাহা
তুমি বেঁধে রাখতে শিখেছো, ধরে রাখতে শেখোনি, অথচ দ্বিতীয়টার প্রয়োজন ছিলো বেশি
_সংগীত
মানুষ যখন কোন কারণে কারো দ্বারা কষ্ট পায়,মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে।কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ।
_হুমায়ূন আহমেদ
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।
_জন মিলটন
যে তোমার নিরবতার ভাষা বুঝে না, সে তোমার চিৎকারের ভাষাও বুঝবে না
_হুমায়ূন আহমেদ
আজ মেয়েটি কালো বলে দরজায় দিয়েছিস খিল কালো মেয়েটি কালো নয় সর্বাঙ্গে তার তিল!
প্রিন্স মাহফুজ
যা নেই তা নিয়ে ভাবতে বেশি পছন্দ করি বলেই আমাদের দূর্ভোগের শেষ নেই।
অলিভার ওয়েভেল হোমস
অভ্যেস হয়ে গেলে ব্যথাকে ব্যথা বলে মনে হয় না
সমরেশ মজুমদার
অসংখ্য দিনগুলোর মধ্যে একদিন মৃত্যুর বাকি দিনগুলো তো বেঁচে থাকার।
শিমুল মুস্তাফা
তুমি বলেছিলে মানুষ বদলায় তাই তুমি বদলে গেলে,কিন্তু আমি বদলাইনি। তবে কি আমি মানুষ নই..?
হুমায়ুন ফরিদী স্যার
বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।
জন মিলটন
এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না।
চার্লি চ্যাপলিন
অসহায়কে অবজ্ঞা করা উচিত নয় , কারণ - মানুষ মাত্রই জীবনের কোনো সময় -না ,কোনো সময় -অসহায়তার স্বীকার হতে হয়।
গোল্ড স্মিথ।
ছেলেদের কষ্টের ফেসবুক স্ট্যাটাস 
কিছু কিছু মানুষের
বছরে দুই তিন বার করে
জন্মদিন আসে আর 
আমার বছরে একবারও আসেনা
মিনিটে মিনিটে আমার
 দেওয়া বিরক্তিকর
মেসেজ গুলি
একদিন খুব মিস করবা
আমার কখনো মনে হয়নি যে
আমাকে ছাড়া কেউ দুঃখী !
ভেবেছিলাম তোমায় ছাড়া
জীবন চলবেনা
সত্যি বলছি তোমায় এখন
মনে পড়ে না
মনি তুমি ভালো থেকো
আমার এই মিথ্যে জীবন নিয়ে
তোমার সুন্দর জীবনের সাথে
আমি আর জড়াতে চাইনা
আমাকে ছেড়ে দিয়ে যদি 
তুমি সুখে থাকতে পারো
ভালো থাকতে পারো
তবে তুমি সেখানেই থেকো
যেখানে তুমি ভালো থাকবে
ব্যর্থতা আমার নয় 
ব্যর্থতা তোমার আমার মত 
একজন মানুষকে পেয়ে
আমার ভালোবাসা পেয়ে
তুমি আমাকে ধরে 
রাখতে পারলে না
আসলে মানুষকে বেশি
ভালবাসতে নেই বেশি ভালোবাসলে
মানুষ ভালবাসার মূল্য দেয় না
খালি সন্দেহ করে
মানুষের পিছনে 
যেটা হাটে তার নাম ছায়া
আর মানুষ যার পিছনে 
হাঁটে তার নাম মায়া
আঘাত টা একটু 
কম দিও প্রিয়
মনটা খুব নরম 
গভীরে গিয়ে লাগে
আমার তোমাকেই লাগবে।
প্লিজ তুমি আমার সাথে থেকে যাও!
কতটা অসহায় এই কথাটা!
আঘাত ভুলা গেলেও,
যে আঘাত করে 
তাকে ভুলা যায় না!
কিছু মানুষের সাথে
পরিচয় হওয়াটাই ছিল
সবচেয়ে বড় ভুল.!
হ্যাঁ আমি বদলে গেছি
কারন তোরাই তো আমাকে
বদলে যেতে বাধ্য করেছিস
আগে তো আমি এমন ছিলাম না
ভেবেছিলাম জীবনে চলার পথে
ছোট্ট একটা প্রেম করব
তাকে খুব ভালবাসবো
কিন্তু এ জীবনে আর কাউকে 
ভালবাসতে পারলাম না
ভালো থাকুক তারা
যারা একটু ভালো থাকার জন্য
সুখে থাকার জন্য টাকার জন্য 
প্রিয় মানুষ আপনজনকে
ছেড়ে চলে গেছে
একদম বাস্তব কথা, 
ভালোবাসার জন্য 
অনেক চেষ্টা করেছি
কিন্তু জীবনে একটাও 
ভালোবাসা পাই নাই
তুমি যাকে পাওয়ার জন্য কেঁদেছো
তোমার মতো কেউ তাকে
ভালোবাসতে পারবে না
এই শহরের সবাই 
অভাবের সাথে যুদ্ধ করে
কারো অর্থের অভাব 
আবার কারো প্রিয়জনের অভাব।
জীবন থেকে শিক্ষা এটাই পেয়েছি
কাউকে নিজের সর্বস্ব নিয়ে 
বিশ্বাস এবং নির্ভরশীল হতে নেই।
যে আমাকে হারানোর 
  ‘ভয়ে’ কেঁদেছে
আমি তাকেও হারিয়ে 
  ‘যেতে’ দেখেছি!
স্বপ্ন গুলা যদি দুজনের হতো
তাহলে ঠিকি পূরন হতো
কিন্তু স্বপ্ন গুলা শুধু আমার ছিল।
আমার ভালোবাসা যদি সত্যি হয়
দিনের কোন একটা
 মুহূর্তে হলেও তোর 
 মন খারাপ হবে আমার জন্য।
এতোটা আগলে রেখে
ছেড়ে না গেলেও পারতে প্রিয়।
- খুব ইচ্ছে করে  চলে যেতে.!
- কোথায়?
- না ফেরার দেশে.!
চেহারা টা আরেকটু ভালো হলে.!
অনেকের ভালোবাসা পেতাম...!
 যদি বলি আজ ও তোমায় ভালোবাসি
হয়তো আগের মত নয় কিন্তু
 আগের চেয়ে বেশি।
আমার জীবনের
সবচেয়ে দামি সময়
নষ্ট করেছি তোর মতো
একটা ফালতু মানুষের পিছে।
এক সময় আমার কথাগুলো 
ভেবে তুই কষ্ট পাবি
তখন তোর চোখের জল
মুছে দেওয়ার মতো
কেউ থাকবে না।
যদি আমার দুঃখের দিনে 
পাশে থাকতে না পারো
তাহলে সুখের দিনে
পাশে থাকার প্রয়োজন নেই।
তোকে ভালো না বাসলে
আমি জানতে পারতাম না
যে মেয়েদের লোভ কত ভয়ঙ্কর
যেখানে টাকা থাকে
মেয়েরা সেইখানে চলে যায
হোক সেটা বুড়া কিংবা কালো।
তুই আমাকে যে কষ্ট দিয়েছিস
এই কষ্ট একদিন তুই
সুদে আসলে ফেরত পাবি।
তুই আমাকে নিয়ে
যে স্বপ্নগুলো দেখেছিলি
এখন সেই স্বপ্ন গুলো
অন্যের সাথে 
শেয়ার করিস তাই না।
সময় সবকিছুই শিখিয়ে দিয়ে যায়
কিভাবে একা থাকতে হয়
কিভাবে একা বাঁচতে হয়!
হ্যাঁ, আমিও বদলে গেছি!
এখন যে আমাকে মনে রাখে! 
আমিও তাকেই মনে রাখি!
আমার শত্রুরও যেনো 
ভালোবাসায় বিচ্ছেদ না হয়!!
 একটা মানুষকে
 তিলে তিলে শেষ হওয়ার পিছনে
 আর একটা মানুষের
 মায়াই যথেষ্ট।
আমার জানা ছিলো না
নেশা কারে কয়
তোর ছলনার কারণে
এখন নেশার সাথে আমার পরিচয়।
মানুষ তার ভুল
একসময় সব বুঝতে পারে
কিন্তু একটু দেরিতে
সব শেষ হয়ে যাওয়ার পরে।
তুই আমার চোখে দেখা
সবচাইতে প্রিয় 
এবং সুন্দর মানুষ ছিলি
আর এখন তুই আমার চোখে
পৃথিবীর সবচেয়ে খারাপ 
এবং জঘন্য মানুষ হয়ে গেলি।
কিছু মানুষকে যতোই 
আপন করার চেষ্টা করেন
পর-ই রয়ে যায়।
জীবনে কেউ আমার 
হোক বা না হোক
কিন্তু দোষ সবসময় 
আমারই হয়।
ভালো আছি সত্যিই
খুব ভালো আছি
হাসির মুখোশের আড়ালে
রোজ নিয়ম করে 
গুমরে গুমরে বাঁচি!!
মোটামুটি সবই পারি
কিন্তু একটা জিনিস পারিনা
সেটা হলো মেয়ে পটাতে।
চার বছরের চেয়েও বেশি 
পুতুলের সঙ্গে কথা হয় না
গোপনে খবর নিছি তার 
শুশুরবাড়িতে সে খুব ভালো আছে।
সময়
বড্ড বেশি
ব্যাথা দেয়!!
ক্ষমা ঠিকই করে দিয়েছি
কিন্তু আঘাতগুলো
কোনোদিনও ভুলবো নাহ্!
স্কুল কলেজ খুলে দেওয়ায় 
ব্যাপক টেনশনে আছি! 
প্রেমে মনোযোগ দিবো
নাকি পড়াশোনায়!
আমার যাকে সবচেয়ে 
বেশি দরকার ছিলো
সে আমাকে শিখিয়েছে 
যে আমার কারো প্রয়োজন নেই!
মেয়ের বাবা,,,
পাত্র চায় সরকারি
এদিকে মেয়ে
এলাকার টপ বারোভাতারী।
যার আশা-যতো বেশি
তার দুঃখ ততো বেশি!
যাদের নিজের 
যোগ্যতা থাকে না 
তারাই অন্যদের নিয়ে
সমালোচনা-করে।
কিছু মানুষের 
ভাগ্যে কিছু থাকে না.!
তাদের শুধু চোখে-জল থাকে.!
বর্তমানে ভদ্রতার কোনো 
মূল্য নেই.!
কারণ ভদ্রতাকে সবাই-দূর্বল
 মনে করে!
যেখানে আঘাত করো!
সেখানে আর কেউ না
তুমিই থাকো।
আমি মরে গেলে 
কাদিও নাহ্
ধরে নিও তুমি 
মুক্তি পেয়ে গেছো!
Friends দের ভয়ে ঠিকমতো
ইমোশনাল পোস্ট করতে পারি না!
আমার সাথেই এমন 
কেন হয় যাদের জন্য..!
আমি এতকিছু করি.
তারাই আমাকে কষ্ট দেয়,।
জীবনে সব ধরনের বড় বড় 
ভুল ডিসিশন নেয়া শেষ!
এখন মনে হয় শুধু 
বিয়েটাই বাকি আছে!
আমার লেট রিপ্লাই এ 
রাগ করা যাবে না!
তোমাকে বুঝতে হবে আমি 
একটা নষ্ট ফোন use করি!
যখন আমার কথায় 
কেউ কষ্ট পায়.!
কিছুক্ষণ পর তার চেয়ে 
বেশি কষ্ট আমি নিজে পাই.!
আজ আমি, ছন্নছাড়া,
 আমি এক দিশেহারা লুকিয়ে মরি।
আগের মতোই হাঁসি ।
কিন্তু আগের মতো 
আর ভালো থাকা হয় না!
হয়তো এটাই বাস্তবতা।
আমাকে ছাড়া যার দিন
সুন্দরভাবে কেটে যায়
সেই মানুষ টা আমার না হোক।
কারো গল্পে প্রাক্তন আমি,
কারো জীবনের স্বপ্ন
কারো ভাষায় চরিত্রহীন
কারো কবিতায় ছন্দ।
আমার অভিমানে যদি তোমার 
আগ্রহ না থাকে
তাহলে আমি তোমার প্রিয় নই।
মানুষ হারায়, সম্পর্ক হারায়, 
অভ্যাস হারায়, মায়া আর 
ভালোবাসা কখনো হারায় না!
মাঝে মাঝে ক্রাসের কথা 
খুব চিন্তা করি
কি জিনিস জন্ম দিলো খালাম্মা।
কখনো ফিরে এসো না
কারন আমার বদলে 
যাওয়া রুপ তুমি সহ্য
করতে পারবে না।
এই পৃথিবীতে মানুষ
দোষ করে 
যতটা না শাস্তি পেয়েছে
তার চেয়ে অনেক বেশি 
শাস্তি পেয়েছে ভালোবেসে।
মানুষ একা থাকতে ভয় পায় না
ভয় তখনই পায় প্রচুর ভালোবাসা 
পাওয়ার পর যদি সেই 
মানুষটা একা হয়ে যায়।
তোমাকে চাই
শুধু তোমাকে চাই...!
আর কিছু জীবনে 
পাই বা না পাই...!
আগের থেকেও 
অনেক চুপচাপ হয়ে গেছি       
এর পর হটাত 
এক দিন হারিয়ে যাবো।
সকাল মন খারাপ দিয়ে শুরু.!
রাত মন খারাপ দিয়েই শেষ.!
হ্যাঁ,এটাই আমি.!
দিন শেষে আমার 
শূন্যতা কাঁদাবে তোমায়.!
সর্ব সুখের নিরেও 
খুঁজবে আমায়।
ভালো থাকুক সে
মাঝপথে হাতটা 
ছেড়ে চলে গিয়েছে যে।
মাঝে মধ্যে মন 
খারাপের মেলা বসে!
আমার অন্তরে।
অনেকেই আমার 
প্রেমে পড়েছিল ঠিকই !
কিন্তু ভালবাসেনি কেউই।
কিছু মানুষ আমাকে পাথর 
ভেবেই হইতো আঘাত করে..!
ওরা ভুলে যায় 
আমিও একজন মানুষ..!
একটি দীর্ঘ নিঃশ্বাস 
ফেলার মধ্যে থাকে
একটি ব্যর্থ ভালোবাসার গল্প।
হারানোর আগে ভেবে দেখো
আবার যেনো খুঁজতে না হয়।
প্রয়োজনে কাছে টেনে নিয়ে.!
অসময়ে ছুড়ে ফেলে 
দেওয়ার নামই হচ্ছে মানুষ.!
খারাপ ছিলাম আমি,তাই না?
তো এখন কি 
ফেরেশতা খুঁজে পাইছো?
যে আমার সাথে নাটক করবে!
আমি তার সাথে পূর্ণদৈর্ঘ্য 
বাংলা ছায়াছবি করবো..!
ভেবো না হারিয়ে গিয়েছি
শুধু তোমার কাছে থেকে 
নিজেকে লুকিয়ে রেখেছি।
আমি স্বার্থপর নই.!
শুধু তাদের থেকে দূরে সরে যাই
যাদের কাছে আমার 
কোনো মূল্য নেই.!
কারো বিন্দু পরিমান 
সহানুভূতির প্রয়োজন নেই!
ভালো আছি একাকিত্বের  সাথে!
আমি তার সাথে কথা না বললে
সে নাকি ভালো থাকে।
আমিও একদিন চলে যাবো.!
আর কখনো ফিরবো না.!
হাজারও মানুষের ভিড়ে একাকীত্ব
অনুভব করা মানুষটার নামই আমি!
নিখুঁত অভিনয়ের মাধ্যমে 
আমি নিজের কষ্টগুলোকে 
লুকিয়ে রাখতে ভালবাসি.!
কষ্টের পরিমাণ যখন
অনেক বেশি হয়ে যায়
তখন মানুষ কাঁদে না 
চুপ থাকতে শিখে যায়।
প্রার্থনা করি সর্বদা ভালো থাকুক!
হারিয়ে যাওয়া খুব 
কাছের আপন মানুষগুলো!
যে আমাকে এড়িয়ে চলে
আমি তার ছায়ার 
উপর দিয়েও চলি না
হম এডা আমি।
হ্যা আমি অভদ্র
তো আপনি ভদ্র হয়ে 
কি ছিড়েছেন???
তোমার লাইফে কি এমন 
কোনো বেইমান ছিলো
যে তোমাকে নির্মমভাবে
ঠকিয়ে চলে গেছে?
কেউ একটু ইনবক্সে 
I Love You কইবা.!
বিশ্বাস করো 
দেইক্কাই ডিলিট করে দিমু.!
অন্যদের মতো অভিনয় করতে পারি না!
যেটুকু ভালোবাসি সেটা শুধু মন থেকে!
শত শত অভিযোগ পরে  আছে..!!
কিন্তু আজ তোমার 
ঠিকানায় পাঠানো বারন..!
Don't trust my smile.!
আমি অনেক 
কষ্ট নিয়েও হাসতে পারি.!
শেষ কথা 
আজকের এই আর্টিকেলে ছেলেদের কষ্টের স্ট্যাটাস নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এই রকম আরও আর্টিকেল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। 
 

 
 
 
 
 
