সকল সিমের নাম্বার দেখার কোড ২০২২
সকল সিমের নাম্বার দেখার নিয়ম। সকল সিমের নাম্বার দেখার কোড পোস্টে আপনাকে স্বাগতম। আমরা সবাই কোন না কোন সিম ব্যবহার করে থাকি। আমরা অনেকেই আমাদের মোবাইল নাম্বার মনে রাখতে পারি না। আবার অনেকেই একাধিক সিম ব্যবহার করেন। সেক্ষেত্রে সব সিমের মোবাইল নাম্বার মনে রাখা আমাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে যেকোন সিমের মোবাইল নাম্বার খুঁজে পাবেন। এতে আপনাদের মোবাইল নাম্বার খুঁজে পাওয়া সহজ হবে। তো চলুন বিস্তারিত শুরু করা যাক।
সকল মোবাইল নাম্বার জানার জন্য কোড
আপনি কি আপনার মোবাইল নাম্বার ভুলে গেছেন? তাহলে আপনার চিন্তা করার দরকার নেই। আজকে দেখাব কিভাবে আপনি আপনার মোবাইল নাম্বার দেখবেন।
বাংলালিংক নাম্বার জানার জন্য কোড
বর্তমানে বাংলালিংক সিম খুবই জনপ্রিয় সিম কোম্পানি। বাংলালিংক সিমের গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে।বাংলালিংক সিমের অনেক গ্রাহক রয়েছে। আপনি যদি আপনার বাংলালিংক সিম নাম্বারটি দেখতে চান তাহলে আপনার ফোন থেকে *511# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি আপনার বাংলালিংক সিম নাম্বারটি দেখতে পারবেন।
আরও পড়ুনঃস্কিটো সিমের দাম কত?
গ্রামীণফোন বা জিপি নাম্বার জানার জন্য কোড
সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটর হল গ্রামীণফোন বা জিপি। গ্রামীণফোনের ব্যবহার কারীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আপনি যদি জিপি সিমের মোবাইল নাম্বার দেখতে চান তাহলে আপনাকে *2# ডায়াল করতে হবে। *2# ডায়াল করার পর আপনি আপনার জিপি সিম নাম্বার দেখতে পারবেন।
এয়ারটেল নাম্বার জানার জন্য কোড
বর্তমানে এয়ারটেল অপারেটর খুবই জনপ্রিয় অপারেটর। এয়ারটেল বর্তমানে রবি অপারেটরের সাথে একসাথে কাজ করছে। আপনি যদি এয়ারটেল মোবাইল নাম্বার দেখতে চান তাহলে আপনাকে আপনার ফোন থেকে *121*7*3# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি আপনার মোবাইল নাম্বার দেখতে পারবেন। উপরের কোডটি কাজ না করলে আপনি আবার *2# ডায়াল করুন।
রবি নাম্বার জানার জন্য কোড
আপনি রবি মোবাইল নাম্বার দেখতে চান তাহলে আপনাকে আপনার ফোন থেকে *2# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি আপনার রবি মোবাইল নাম্বার দেখতে পারবেন।
আরও পড়ুনঃজিপি মিনিট অফার 2022
টেলিটক নাম্বার জানার জন্য কোড
টেলিটক সিম বর্তমানে স্টুডেন্টদের কাছে একটি সিম। কেননা এই সিম দিয়ে কম কলরেটে কথা যায়। এবংকি ইন্টারনেট প্যাকেজের দামও অনেক কম। বাংলাদেশের একমাত্র অফিসিয়াল সিম হল টেলিটক। আপনি যদি টেলিটক সিমের নাম্বার দেখতে চান তাহলে আপনাকে *551# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পারবেন।
স্কিটো নাম্বার জানার জন্য কোড
স্কিটো হল গ্রামীণফোনের আলাদা সিম প্যাকেজ। Skitto SIM সাধারণত বিভিন্ন বিশেষ বিশেষ অফার দিয়ে থাকে। Skitto SIM মোবাইল নাম্বার চেক করতে আপনাকে *2# ডায়াল করতে হবে। ডায়াল করার পর আপনি আপনার স্কিটো নাম্বারটি দেখতে পারবেন।
শেষ কথা
সকল সিমের নাম্বার দেখার নিয়ম। সকল সিমের নাম্বার দেখার কোড নিয়ে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সম্পুর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়েছেন এবং বুঝতে পেরেছেন। কারও কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।