আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পোস্টে আপনাকে স্বাগতম। আপনি কি আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর খুজতেছেন? আজকের আর্টিকেল টি আপনাদের জন্য। আজকের আর্টিকেলে আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শেয়ার করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।
আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
০১.আঠারো বছর বয়সে তরুণেরা পদাঘাতে কী ভাঙতে চায়?
উত্তর: পাথর বাধা।
০২.আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা বাষ্পের বেগে কিসের মত চলে?
উত্তর: স্টিমারের মত।
০৩. আঠারো বছর বয়স আত্মাকে কোথায় সঁপে দেয়?
উত্তর: শপথের কোলাহলে।
০৪. আঠারো বছর বয়সিদের তাজা প্রাণে কেমন যন্ত্রণার সৃষ্টি হয়?
উত্তর: অসহ্য।
০৫. আঠারো বছর বয়স পথে-প্রান্তরে কী ছোটায়?
উত্তর: তুফান।
০৬. 'আঠারো বছর বয়স কীসে বাঁচে?
উত্তর: দুর্যোগে আর ঝড়ে।
০৭. 'আঠারো বছর বয়স' কবিতায় 'বিপদের মুখে এ বয়স - চরণের বাকি অংশ কী?
উত্তর: অগ্রণী।
০৮. এ বয়স জেনো ভীরু, কাপুরুষ নয়- পঙ্ক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে?
উত্তর: আঠারো বছর*
*আঠারো বছর বয়সের আছে সমস্ত দুর্যোগ ও দুর্বিপাক মোকাবিলা করার দুঃসাহস ও অদম্য প্রাণশক্তি।
০৯. 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে। কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন?
উত্তর: ইতিবাচক।
১০. আঠারো বছর বয়স দুঃসহ কেন?
উত্তর: স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে।
১১. স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি' 'আঠারো বছর বয়স' কবিতার চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের--
উত্তর: আত্মনির্ভরতা।
১২. এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে?
উত্তর: পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা।
১৩. 'আঠারো বছর বয়স' কবিতায় সঁপে আত্মাকে শপথের কোলাহলে।' বলতে কী বোঝায়?
উত্তর: আত্মত্যাগের মহিমা।
১৪. নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে?
উত্তর: সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
১৫. 'আঠারো বছর বয়স' কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর' বলতে বোঝানো হয়েছে ?
উত্তর: তীব্রতা ও সংবেদনশীলতা।
১৬. সহস্র প্রাণ ক্ষত-বিক্ষত হয়--
উত্তর: জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে।
১৭. আঠারো বছর বয়স বিপদের মুখে কেমন ভূমিকা পালন করে?
উত্তর: অগ্রণী।
১৮. 'আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকাশক্তি হয়ে দাঁড়াক। - প্রত্যাশার প্রতিফলন 'আঠারো বছর বয়স' কবিতার কোন চরণটিতে ঘটেছে? -
উত্তর: এ দেশের বুকে আঠারো আসুক নেমে।
১৯. এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে'- এ পভুক্তি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ব্যর্থতার দীর্ঘশ্বাস।
২০. ‘এ বয়স জানে রক্তদানের পুণ্য' বলতে বোঝানো হয়েছে
উত্তর: শুভ, কল্যাণ ও সুন্দরের জন্য রক্তদান।
২১. 'বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ, বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে’– তারুণ্যের এ বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে—
উত্তর: আঠারো বছর বয়স কবিতায়।
২২. কবি সুকান্ত ভট্টাচার্যের সাথে নিচের কোন কবির ভাবগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায়?'
উত্তর: কাজী নজরুল ইসলাম।
২৩. ‘আঠারো বছর বয়স' কবিতায় দুঃসাহস বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: স্বপ্ন ও উদ্যোগ।
২৪. 'আঠারো বছর বয়স' কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে?
উত্তর: তারুণ্যের দুঃসাহসী রূপ।
২৫. 'এ বয়সের নেই ভয়'— এখানে 'ভয়'-এর সমার্থক নিচের কোনটি?
উত্তর: শঙ্কা।
২৬. আঠারো বছর বয়সের কোনো ভয় নেই কেন?
উত্তর: এ বয়স সকল বাধা ভাঙতে পারে।
২৭. 'এ বয়স জানে রক্তদানের পুণ্য'- এ বাক্যটি নিচের কোন বাক্যকে সমর্থন করে?
উত্তর: এ বয়স আত্মত্যাগের মহিমায় ভাস্বর*
*দেশ, জাতি ও মানবতার কল্যাণে যুগে যুগে আঠারো বছর বয়সি মানুষ অর্থাৎ তরুণেরাই এগিয়ে গেছে সবচেয়ে বেশি। এ বয়সের মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছে সমস্ত বিপদ মোকাবিলায়।
২৮. নিচের কোন চরণে 'আঠারো বছর বয়স' কবিতার ইতিবাচক বক্তব্যের প্রকাশ ঘটেছে?
উত্তর: এ বয়স জানে রক্তদানের পুণ্য।
২৯. 'রক্তদানের পুণ্য'— কথাটি দ্বারা কোন বিষয়টি প্রকাশিত হয়েছে?
উত্তর: দেশের জন্য আত্মত্যাগের গৌরব।
৩০. এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় নিচের কোন চরণটির সাথে এর ভাব মিলে যায়?
উত্তর: এ বয়স জানে রক্তদানের পুণ্য।
৩১. আঠারো বছরের তরুণেরা কেমন বেগে চলে?
উত্তর: ট্রেনের বেগে।
৩২. 'প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য'— জীবনের কোন সময়ে?
উত্তর: যৌবনে পদার্পণকালে।
৩৩. 'আঠারো বছর বয়স' কবিতায় 'শপথের কোলাহল' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: নতুন কাজের জন্যে নতুন শপথে আবদ্ধ হওয়া।
৩৪. আঠারো বছর বয়সের সংবেদনশীলতার কথা উঠে এসেছে নিচের কোন চরণে?
উত্তর: তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা।
৩৫. আঠারো বছর বয়সির প্রাণ কেমন?
উত্তর: তীব্র আর প্রখর।
৩৬. আঠারো বছর বয়স ভয়ংকর কেন?
উত্তর: এ বয়স তীব্র আর প্রখর।
৩৭. " দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার - পঙ্ক্তিটি কোন ভাবার্থের ইঙ্গিতবহ?
উত্তর: বিপদে সঠিক পথে চলা কঠিন।
৩৮. কবি সুকান্ত ভট্টাচার্য সবকিছুর পরেও কাঁসের জয়ধ্বনি শুনতে পান?
উত্তর: আঠারোর।
৩৯. এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে'- এ পক্তিটির ভাবার্থ কী?
উত্তর: বিপর্যয় ও ঝুঁকির মধ্যেও বাঁচার প্রেরণা পায়।
৪০. 'আপদ আছে, জানি আঘাত আছে তাই জেনে তো বক্ষে পরান নাচে।' নিচের কোন চরণ এই ভাবের সাথে সখ্য নির্দেশ করে?
উত্তর: এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে।
৪১. আঠারো বছর বয়সিরা পথ চলতে গিয়ে থেমে যায় না কেন?
উত্তর: সাহসিকতার সাথে পথ চলে বলে।
৪২. দেশ, জাতি ও মানবতার জন্য কারা বেশি এগিয়ে যায়? উত্তর: আঠারো বছর বয়সি তরুণরা।
৪৩. মুনিম দুর্বার তারুণ্যে ভরা যৌবনদীপ্ত কিশোর। সকল বাধাকে অতিক্রম করে জয়ের প্রবল নেশা তার মুনিমের মাঝে তোমার বইয়ের কোন কবিতার বৈশিষ্ট্য উদ্ভাসিত হয়?
উত্তর: আঠারো বছর বয়স।
৪৪. ‘মোদের পায়ের তলায় মুচ্ছে তুফান উর্দ্ধে বিমান ঝড়-বাদ উদ্দীপকের ভাবের অভিব্যক্তি আছে কোন কবিতায় ?
উত্তর: আঠারো বছর বয়স।
৪৫. এ বয়সে কানে আসে কত মন্ত্রণা'- কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হয় তরুণরা?
উত্তর: ভালো-মন্দ।
৪৬. আঠারো বছর বয়সের ইতিবাচক দিক প্রতিফলিত হয়েছে নিচের কোন চরণে?
উত্তর: সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
৪৭. আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়?
উত্তর: অস্তিত্ব সংকট।
৪৮. কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে ওঠে?
উত্তর: দুর্যোগে।
৪৯. এ সময়ে সচেতন ও সচেষ্টভাবে নিজেকে পরিচালনা করতে না পারলে পদস্থলন হতে পারে।'— উক্তিটি নিচের কোন চরণের বিশ্লেষিত রূপ?
উত্তর: দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার।
৫০. 'আঠারো বছর বয়স' কবিতায় কী প্রকাশিত হয়েছে?
উত্তর:তারুণ্যের অমিত সম্ভাবনা।
উপরে আঠারো বছর বয়স কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ কিছু বুঝতে না পারলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।