নগদ একাউন্ট কার নামে খোলা/কার আইডি কার্ড দিয়ে খোলা কিভাবে জানবেন?

নগদ একাউন্ট কার নামে খোলা? বা নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা? এই সকল প্রশ্নের বিস্তারিত তথ্যে আপনাকে স্বাগতম!

বর্তমান সময়ে অল্প খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা লেনদেন করতে ব্যবহার করা হয় ডাক বিভাগের ডিজিটাল লেনদেন নগদ মোবাইল ব্যাংকিং

নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা

আপনি যদি একজন নগদ একাউন্ট ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনি যদি আপনার নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা সেটি ভুলে গিয়ে থাকুন। নগদ একাউন্ট কার নামে খোলা সেটি জানার চেষ্টা করে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।





নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা?

নগদ একাউন্ট কার নামে খোলা বা নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা সেটি জানার দুইটি মাধ্যম রয়েছে। (১) নগদ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে। অথবা (২) নগদ অ্যাপ ব্যবহার করে

তো আজকে আমরা সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করব অর্থাৎ নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা সেই পদ্ধতি আলোচনা করব।

আরো পড়ুনঃ নগদ একাউন্টের সুবিধা ২০২২

১. প্রথমেই আপনাকে নগদ অ্যাপ টি গুগল প্লে স্টোর থেকে আপনার মোবাইলে ইন্সটল করে নিতে হবে। 

নগদ একাউন্ট কার নামে খোলা

তারপর অ্যাপটি ওপেন করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ফোন নাম্বার এবং নগদ একাউন্টের পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে।

২. আপনার নগদ একাউন্টে লগইন হওয়ার পর আপনার স্বপ্নের এরকম একটি ইন্টারফেস চলে আসবে।

নগদ একাউন্ট কার নামে খোলা

এই স্ক্রিনের একদম নিচে দিকে"My Nagad"অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।

৩."My Nagad" এ ক্লিক করার পর আপনি "Re-Submit kyc" তে ক্লিক করবেন। 

নগদ একাউন্ট

তাহলে দেখতে পারবেন আপনি যে আইডি কার্ড দিয়ে নগদ একাউন্ট খুলেছেন সেই আইডি কার্ডটি সেখানে দেখা যাচ্ছে।

নগদ একাউন্ট

তো এই ভাবেই আপনি উপরের এই স্টেপ গুলো ফলো করে খুব সহজেই নিমিষেই নগদ একাউন্ট কার নামে খোলা বা নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা সেটি জানতে পারবেন।

অথবা আপনি চাইলে নগদ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে আপনার নগদ একাউন্ট কার আইডি কার্ড দিয়ে খোলা সেটি জানতে পারেন।

আরো পড়ুনঃ নগদ ইসলামিক একাউন্ট কি?। Nagad Islamic account 

নগদ একাউন্ট সম্পর্কে আরও কিছু তথ্য

নগদ একাউন্ট ডায়াল কোড

আপনি যদি আপনার বাটন মোবাইলে নগদ একাউন্ট চেক করতে চান। তাহলে আপনার অবশ্যই নগদ একাউন্ট ডায়াল কোড প্রয়োজন হবে। বাটন ফোনের নগদ একাউন্ট চেক করার জন্য প্রথমেই আপনাকে ডায়াল করতে হবে *167# । এই কোডটি ডায়াল করে আপনি খুব সহজে আপনার নগদ একাউন্ট চেক করতে পারবেন।

নগদ একাউন্ট হেল্পলাইন নাম্বার

আপনি যদি নগদ একাউন্ট ব্যবহারে কোন প্রকার সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আপনাকে নগদ হেল্পলাইনে কথা বলতে হবে।দেশের যে কোন মোবাইল অপারেটর থেকে ১৬১৬৭ এবং পৃথিবীর যে কোন প্রান্ত থেকেও nagad customer care line 096 096 16167 নম্বরে যোগাযোগ করে সকল সেবা নিতে পারবেন। 

Nagad customer care details

  • Nagad help line: 16167
  • Nagad customer care line: 096 096 16167
  • G-mail: info@nagad.com.bd
  • Facebook page: https://www.facebook.com/MyNagad





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url