জন্ম নিবন্ধন আবেদন। নতুন জন্ম নিবন্ধন আবেদন।

জন্ম নিবন্ধন আবেদন। নতুন জন্ম নিবন্ধন আবেদন(bdris.gov.bd) করার নিয়ম এ আপনাকে স্বাগতম! 

আপনি যদি এখনও আপনার জন্ম নিবন্ধন বা আপনার শিশুর জন্ম নিবন্ধন আবেদন করেননি।তো এখন জন্ম নিবন্ধন আবেদন করতে চাচ্ছেন। তাহলে আজকের এই পোষ্ট টি আপনার জন্য কেননা আজকের এই পোস্টটিতে আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন আবেদন এবং জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি প্রয়োজন? সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

জন্ম নিবন্ধন আবেদন। bdris.gov.bd
জন্ম নিবন্ধন আবেদন। bdris.gov.bd

তাই ধৈর্য্য সহকারে আজকের এই পোস্টটি সম্পূর্ণ পড়তে থাকুন এবং জেনে নিন কিভাবে জন্ম নিবন্ধন আবেদন করতে হয়।

জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি প্রয়োজন ?

আপনি যদি বর্তমানে জন্ম নিবন্ধন আবেদন করতে চান তাহলে যেই সকল কাগজপত্র লাগবে সেই সকল বিষয় এখানে উল্লেখ করা হবে। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক 0 থেকে 5 বছর বয়সের শিশুদের জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা। Birth certificate online check 

বয়স 0 থেকে 5 বছরের হলে যে সকল তথ্য লাগবে।

  1. ইপিআই (টিকার) কার্ড।
  2. পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন ।
  3. পিতা-মতার জাতীয় পরিচয় পত্র।
  4. আপনার বাসার হোল্ডিং নাম্বার এবং ট্যাক্স পরিশোধের রশিদ লাগবে।
  5. প্রয়োজন ক্ষেত্রে স্কুল প্রদানের শিক্ষকের প্রত্যয়ন পত্র সহ বিদ্যালয়ে অধ্যায়নরত প্রয়োজনীয় ডকুমেন্ট।
  6. আবেদনকারী বা অভিভাবকের মোবাইল নম্বর।
  7. ফরমের সাথে এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

উপরের এই তথ্যগুলো দিয়ে যাদের বয়স 0 থেকে 5 বছর তারা জন্ম নিবন্ধন আবেদন করতে পারবে। উপরের এই তথ্যগুলো দিয়েই আপনার সন্তানের জন্য জন্ম নিবন্ধন আবেদন করতে পারবেন। এখন আসি যাদের বয়স 5 বছরের উর্ধ্বে তাদের জন্য জন্ম নিবন্ধন আবেদন করতে যেসকল তথ্যাদি লাগবে তা নিচে আলোচনা করা হলো

বয়স 5 বছরের বেশি হলে যে তথ্যগুলো লাগবে

  1. শিক্ষা যোগ্যতার সনদপত্র (পিএসসি,জেএসসি এসএসসি) শিক্ষা যোগ্যতার সনদপত্র যদি না থাকে তাহলে হাসপাতাল বা ক্লিনিকে এমবিবিএস ডাক্তারের প্রত্যায়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরম এর 7এর 1 নং কলামে স্বাক্ষর এবং সিল নিতে হবে।
  2. উল্লেখ্য বিষয় যে, যাদের জন্ম ০১/০১/২০০১ বা এর পরে  তাদের পিতা মাতার জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পএ বাধ্যতামূলক।
  3. যাদের জন্ম ০১/০১/২০০১ এর আগে সে ক্ষেত্রে জাতীয় পরিচয় পএ বাধ্যতামূলক।
  4. যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে এবং পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদপত্র বাধ্যতামূলক। 
  5.  যাহাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে তাহাদের পিতা-মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্য নিববন্ধন গ্রহন এরপর অনলাইন মৃত্যু নিবন্ধন সনদ গ্রহন উভয় সনদ আবেদনপত্রের সহিত দাখিল করতে হবে। 
  6. বাসার হোল্ডিং নাম্বার ও চৌকিদারি দাখিলা।
  7. আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নাম্বার।
  8. ফরমের সাথে ১কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি।

✔ আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র সরকরি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ইউপি সদস্য/ইউপিসদস্যা কর্তৃক সত্যায়িত করতে হবে।
✔ আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্টপত্র আবেদন জমা দেওয়ার সময় মূলকপি প্রদর্শন করতে হবে।
✔ উপরুক্ত চাহিত ডকুমেন্ট ছাড়া আবেদনপত্র কোন প্রকার গ্রহনযোগ্য হবে না।

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন সনদ সংরক্ষণ। Birth certificate online copy  

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে?  সেই সম্পর্কে ভিডিও👇 দেখুন



জন্ম নিবন্ধন আবেদন করার ওয়েবসাইট লিংক (bdris.gov.bd)

আপনি যদি জন্ম নিবন্ধন অনলাইনে করতে চান তাহলে প্রথমেই আপনাকে যেতে হবে  এই লিংকে। জন্ম নিবন্ধন অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে উক্ত ওয়েবসাইটটিতে যথাযথ তথ্য গুলো সঠিকভাবে পূরণ করে। আপনি আপনার বা অন্য যে কারোর জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন।

আশা করি আজকের পোস্টটিতে জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি প্রয়োজন? হয় সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছি। জন্ম নিবন্ধন আবেদন এই সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানান। তাহলে আমরা অতি শীঘ্রই আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ!



Next Post Previous Post
4 Comments
  • Evan Khan
    Evan Khan May 31, 2022 at 12:57 AM

    This comment has been removed by the author.

  • Evan Khan
    Evan Khan May 31, 2022 at 12:58 AM

    This comment has been removed by the author.

  • Evan Khan
    Evan Khan May 31, 2022 at 1:00 AM

    This comment has been removed by the author.

  • Anonymous
    Anonymous October 6, 2022 at 12:19 AM

    আমার বউ এর জন্ম নিবন্ধন ছিলো,সেইটা হারিয়ে গেছে,কি করলে এইটা আবার ফেরত পাবো,

Add Comment
comment url