স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম। Skitto SIM recharge code
স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম। Skitto SIM recharge code এ আপনাকে স্বাগতম! স্কিটো সিম রিচার্জ, স্কিটো হচ্ছে গ্রামীণফোনের নতুন একটি স্বল্প মূল্যে ইন্টারনেট সেবা প্রদানকারী ডিজিটাল সিম।
যদিও এটি গ্রামীণফোনের নিজস্ব একটি সিম হওয়া সত্ত্বেও গ্রামীণফোনের ওয়েবসাইটে স্কিটো সিম সম্পর্কে কোন প্রকার তথ্য পাওয়া যায় না ।যার কারণে আমাদের মধ্যে যারা স্কিটো সিম ব্যবহার করে থাকেন তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যায় পড়তে হয়।
গ্রামীণফোনের নিজস্ব সিম স্কিটো, কিন্তু তারা তাদের একই ওয়েবসাইটে সেবা প্রদান না করে, স্কিটো সিমের জন্য আলাদা একটি ওয়েবসাইট তৈরি করে সেখান থেকেই তারা সকল প্রকার সেবা প্রদান করে থাকেন।
তো আমাদের মধ্যে অনেকেই আছেন যারা নতুন স্কিটো সিম ব্যবহার করছেন তারা হয়তো স্কিটো সিম সম্পর্কে বিস্তারিত জানেন না।
এবং কিভাবে স্কিটো সিমে মোবাইল রিচার্জ করতে হয়। আপনি যদি স্কিটো সিম সম্পর্কে বিস্তারিত না জেনে থাকেন তাহলে আজকের পোস্টটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন তাহলে স্কিটো সিম এবং স্কিটো সিমে কিভাবে রিচার্জ করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম। Skitto SIM recharge code
বর্তমান সময়ে স্কিটো সিমের ব্যবহার অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ বাংলাদেশের এটিই একমাত্র সিম যেখানে খুবই স্বল্প মূল্যে ইন্টারনেট অফার প্রদান করে থাকে। তাই বেশিরভাগ গ্রাহক ইন্টারনেট ব্যবহার করার জন্য এই সিমটি ব্যবহার করে থাকে।
তো এখন এই অফার গুলো কিনতে আমাদের স্কিটো সিমে বিভিন্ন সময় মোবাইল রিচার্জ করতে হয় এবং সেই রিচার্জ করতে গিয়ে আমাদের মধ্যে অনেকেই সমস্যার সম্মুখীন হন। তাদের সাহায্য করার লক্ষ্যে আজকে আমরা স্কিটো সিমে কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় সেই পদ্ধতি সহ বিস্তারিত আলোচনা করব।
বিকাশ থেকে স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম। bKash to Skitto recharge
বিকাশ থেকে স্কিটো সিমে রিচার্জ করার দুইটি পদ্ধতি রয়েছে। তার মধ্যে একটি হলো (USSD ইউএসএসডি) কোড ডায়াল করে এবং আরেকটি হলো (বিকাশ অ্যাপ) ব্যবহার করে।
তো প্রথমেই আমরা আলোচনা করি (USSD ইউএসএসডি) কোড ডায়াল এর মাধ্যমে কিভাবে বিকাশ থেকে স্কিটো সিমে রিচার্জ করবেন।
- প্রথমে আপনার মোবাইল থেকে *247# এই কোডটি ডায়াল করুন।
- তারপর (mobile recharge) option বা 3 লিখে send করুন।
- এরপর (Grameenphone) option বা 4 লিখে send করুন।
- তারপর (Skitto) option বা 3 লিখে send করুন।
- এরপর আপনার স্কিটো নাম্বারটি লিখুন। এবং এরপর আপনি কত টাকা রিচার্জ করতে চান টাকার পরিমাণ লিখুন।
- তারপর আপনার বিকাশ একাউন্টের pin নাম্বারটি টাইপ করে send এ ক্লিক করুন।
- তাহলেই অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার রিচার্জ টি সম্পূর্ণ হয়ে যাবে।
আরো পড়ুনঃ জিপি মিনিট অফার। Gp minute offer check
বিকাশ অ্যাপ থেকে স্কিটো সিমে রিচার্জ করার নিয়ম
- প্রথমে বিকাশ অ্যাপ টি ওপেন করে (Mobile recharge option) এ ক্লিক করুন।
- তারপর আপনার (skitto number) টি লিখুন এবং এরপর (Next) বাটনে ক্লিক করুন।
- তারপর আপনি কত টাকা রিচার্জ করতে চান টাকার পরিমাণ লিখুন।
- তারপর আপনার সিম এর ধরন বা (skitto) তে ক্লিক করে (Next) বাটনে ক্লিক করুন।
- এবং সর্বশেষে আপনার বিকাশ একাউন্টের pin নাম্বারটি টাইপ করুন।
- তারপর (Tap) বাটনে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখুন তাহলেই অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার রিচার্জ টি সম্পূর্ণ হবে।