নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা ভাবছে - সরকার

 


                           Photo: Internet


  নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ভাবছে শিক্ষামন্ত্রণালয় । ফুল নম্বর কমিয়ে সব বিষয়েই পরীক্ষা নেয়ার চিন্তা করছে। আর দৈনিক  পরীক্ষা হবে একটি। 


 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষা ছাড়া মূল্যায়ন করা হলে এই ব্যাচ ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে।। তাই পরীক্ষাই নেয়া জরুরি। বিস্তারিত পরিকল্পনা আগামী সোম-মঙ্গলবারের মধ্যে প্রকাশ করা হবে।



মন্ত্রণালয় থেকে তারিখ ঘোষণার পরই রুটিন তৈরি করা হবে বলে জানিয়েছেন।  গত ২৪ সেপ্টেম্বর  বোর্ড চেয়ারম্যানদের বৈঠকের আলোচনায়  ৮ নভেম্বরের পর পরীক্ষা শুরুর ব্যাপারে মতামত দেয়া হয়।


 দৈনিক একটির বেশি পরীক্ষা না রাখা।  একটি পরীক্ষা নেওয়ার পর কেন্দ্র পরিষ্কারের বিষয়টি সামনে রেখে দৈনিক একটি রাখার চিন্তা করা হচ্ছে।  ধর্মীয় ও সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা হবে না।

এক বেঞ্চে একজন করে শিক্ষার্থীদের ‘জেড’ আকারে বসানো হবে। 



আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক বলেন, এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে বোর্ডগুলো সার্বিকভাবে প্রস্তুত।  মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই আমরা কাজ শুরু করব।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url