এইচএসসি ও সমমানের পরীক্ষার সিদ্ধান্ত আগামী সোম-মঙ্গলবার :শিক্ষামন্ত্রী
Photo:Internet
এইচএসসি ও সমমানের পরীক্ষার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ৩০ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
মন্ত্রণালয়ের আরও সভা রয়েছে। সেটার পর পরীক্ষার ব্যাপারে একটি সুনির্দ্দিষ্ট ধারণা পাওয়া যাবে। আগামী সোম অথবা মঙ্গলবারের মধ্যে জানা যাবে।
এইচএসসি ও সমমানের পরীক্ষার আয়োজনের ব্যাপারে নানা রকম অপশন নিয়ে ভাবছে শিক্ষা মন্ত্রনালয়।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক প্রমুখ।