কপিরাইট ফ্রি ইমেজ কোথায় পাবেন? বিস্তারিত|
আমরা যারা ব্লগিং করি বা আমাদের যাদের ওয়েবসাইট আছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউনিক কন্টেন্ট!
একটা কন্টেন্ট ভালভাবে সাজাতে হলে আমাদের প্রয়োজন ভাল ইমেজ।
আমরা আর্টিকেল লিখতে পারলেও আমাদের আর্টিকেলের সাথে যে ইমেজ টা ইউজ করি সেটা হয়তো ফেসবুক বা গুগল থেকে ডাউনলোড করে নিতে হয়।
আমরা সবাই যানি ওয়েবসাইট থেকে ইনকাম করতে হলে আমাদের এডসেন্স প্রয়োজন কিন্তু আমরা প্রচুর পরিমান সময় লাগিয়েও এডসেন্স পাইনা। এর অনেকগুলো কারণ থাকতে পারে তবে প্রধান কারণ হচ্ছে কপিরাইট/ লো(Low) কন্টেন্ট।
আমরা যে ইমেজ গুলো ফ্রিতে ইউজ করি তার ম্যাক্সিমাম ইমেজগুলো হলো কপিরাইট ইমেজ।
কপিরাইটকৃত ইমেজ আর আপ্নার ইউনিক আর্টিকেল মিশিয়ে কন্টেন্ট করে ফেললেন লো(Low)|
তাই ইমেজ ব্যবহারে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
আজকের পোষ্টে সম্পূর্ন Non Copyright ইমেজ ব্যবহার কিভাবে করবেন সে বিষয় যানবো।
আজকের পোষ্টে সম্পূর্ন Non Copyright ইমেজ ব্যবহার কিভাবে করবেন সে বিষয় যানবো।
আজকে আমি কিছু ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটগুলো থেকে থেকে আপনি ফ্রিতে যেকোন ধরনের ইমেজ ইউজ করতে পারবেন। এতে কোন ধরনের কপিরাইট বা অন্য কোন সমস্যা হবে না!
আপনাদের জন্য Free Image এর কিছু সাইট নিচে দিয়ে দিলাম।
pixabay Link
pexels Link
freeimages Link
pikwizard Link
আপনার আরো কোন বিষয়ে যানার থাকলে আমাদের কমেন্ট করে যানাতে পারেন। এবং আজকের আর্টিকেল কেমন লাগলো অবশ্যই যানাবেন-